What was the height of Gulliver compared to the Lilliputians?
A
About twenty times taller
B
About twelve times taller
C
About thirty times taller
D
About forty times taller
উত্তরের বিবরণ
গালিভারের উচ্চতা ছিল প্রায় ছয় ফুট, আর লিলিপুটবাসীরা মাত্র ছয় ইঞ্চি লম্বা। তাই তুলনায় গালিভার ছিল প্রায় ১২ গুণ লম্বা। এজন্য সে তাদের কাছে ভয়ংকর দৈত্যের মতো দেখাত। আকারের এই পার্থক্যই কাহিনির হাস্যরস ও ব্যঙ্গকে বাড়িয়ে তুলেছে।

1
Updated: 1 month ago
Why was Laputa called a land of “theorists”?
Created: 1 month ago
A
People cared only for abstract theories, not for practice
B
They wrote many books of religion
C
They built the largest libraries in the world
D
They were excellent in trade and navigation
লাপুটার মানুষদের চিন্তা শুধু গণিত, সঙ্গীত আর জ্যোতির্বিজ্ঞানে সীমাবদ্ধ ছিল। কিন্তু কৃষি, অর্থনীতি বা বাস্তব কাজ নিয়ে তাদের কোনো মাথাব্যথা ছিল না। এজন্য তাদেরকে তত্ত্বচিন্তক বা "theorists" বলা হয়েছিল। সুইফট এখানে ইউরোপীয় বিজ্ঞানীদের ব্যঙ্গ করেছেন।

0
Updated: 1 month ago
What does the rope-dancing game in Lilliput symbolize?
Created: 1 month ago
A
Love and friendship among people
B
Corruption and flattery in politics
C
Military training and discipline
D
Entertainment for children only
লিলিপুটে কর্মকর্তারা পদোন্নতির জন্য সম্রাটের সামনে দড়ির ওপর নাচ দেখাত। যারা ভালোভাবে ব্যালান্স করতে পারত, তারাই উচ্চ পদ পেত। এটি আসলে ব্যঙ্গ—রাজনীতিতে দক্ষতার চেয়ে তোষামোদ, চাটুকারিতা ও অনৈতিকতা দিয়েই সাফল্য পাওয়া যায়।

0
Updated: 1 month ago
Who first discovered Gulliver in Brobdingnag?
Created: 1 month ago
A
A farmer
B
The Queen
C
The King
D
A fisherman
গালিভার প্রথমে এক বিশাল কৃষকের চোখে পড়ে। কৃষক তাকে খেলনার মতো ছোট দেখে অবাক হয়। পরে কৃষক তাকে বাড়িতে নিয়ে যায় এবং প্রদর্শনীর জন্য ব্যবহার করতে থাকে। এখান থেকেই তার ব্রবডিংনাগের জীবনের শুরু।

0
Updated: 1 month ago