A
By being pardoned by Lilliput’s ministers
B
By building his own raft secretly
C
By swimming into the ocean
D
With the help of Blefuscu’s Emperor
উত্তরের বিবরণ
লিলিপুটে শত্রু তৈরি হওয়ার পর গালিভার ব্লেফুস্কুর সম্রাটের শরণাপন্ন হয়। ব্লেফুস্কুর সম্রাট তাকে রক্ষা করে এবং পালানোর সুযোগ দেয়। পরে গালিভার একটি ফেলে দেওয়া বড় নৌকা মেরামত করে সমুদ্রপথে দেশ ছাড়ে। তাই প্রকৃত সাহায্য এসেছিল ব্লেফুস্কুর দিক থেকেই।

0
Updated: 1 week ago
Why were Laputans often considered ridiculous by Gulliver?
Created: 1 week ago
A
They worshipped their King blindly
B
They ignored daily life for abstract theories
C
They fought wars over mathematics
D
They were too obsessed with fashion
লাপুটার মানুষরা প্রতিদিনের বাস্তব প্রয়োজন ভুলে গাণিতিক হিসাব আর সঙ্গীতে ডুবে থাকত। ফলে কৃষি, ব্যবসা, প্রশাসন সবকিছু দুর্বল হয়ে যায়। গালিভারের চোখে তারা হাস্যকর হয়ে ওঠে। সুইফট এখানে দেখিয়েছেন—বাস্তবতা ভুলে বিমূর্ত চিন্তা সমাজকে ধ্বংস করে।

0
Updated: 1 week ago
What does the rope-dancing game in Lilliput symbolize?
Created: 1 week ago
A
Love and friendship among people
B
Corruption and flattery in politics
C
Military training and discipline
D
Entertainment for children only
লিলিপুটে কর্মকর্তারা পদোন্নতির জন্য সম্রাটের সামনে দড়ির ওপর নাচ দেখাত। যারা ভালোভাবে ব্যালান্স করতে পারত, তারাই উচ্চ পদ পেত। এটি আসলে ব্যঙ্গ—রাজনীতিতে দক্ষতার চেয়ে তোষামোদ, চাটুকারিতা ও অনৈতিকতা দিয়েই সাফল্য পাওয়া যায়।

0
Updated: 1 week ago
What punishment did some Lilliputian ministers secretly plan for Gulliver?
Created: 1 week ago
A
To blind him and starve him slowly
B
To execute him by arrows
C
To drown him in the sea
D
To exile him forever
গালিভার সম্রাটকে সবসময় খুশি করতে পারেনি। ফলে কয়েকজন মন্ত্রী তার বিরুদ্ধে ষড়যন্ত্র করে। তাদের পরিকল্পনা ছিল তার চোখ উপড়ে ফেলা ও ধীরে ধীরে অনাহারে মারা ফেলা। এভাবে তারা সরাসরি হত্যার বদলে নিষ্ঠুর উপায়ে তাকে শেষ করতে চেয়েছিল।

0
Updated: 1 week ago