A
He helped Blefuscu secretly
B
He refused cruel orders of the Emperor
C
He insulted Lilliputian ministers
D
He destroyed crops while walking
উত্তরের বিবরণ
গালিভার যখন ব্লেফুস্কু দখল করতে অস্বীকার করে, তখন সম্রাট ও মন্ত্রীরা মনে করেন সে দেশের প্রতি বিশ্বাসঘাতকতা করছে। আসলে সে মানবিক কারণে নিষ্ঠুর আদেশ মানেনি। এর ফলে তাকে রাষ্ট্রদ্রোহের অভিযোগে অভিযুক্ত করা হয়।

0
Updated: 1 week ago
What was Gulliver’s main purpose in telling the story of the Houyhnhnms?
Created: 1 week ago
A
To criticize the vices of mankind
B
To glorify Houyhnhnms’s greatness
C
To show the strength of Houyhnhnms
D
To promote science and trade
গালিভার হুইনহ্নিমদের গল্প বলে মানুষের লোভ, মিথ্যা, যুদ্ধ ও ভণ্ডামি ব্যঙ্গ করেছেন। ঘোড়ারা যুক্তি ও নৈতিকতার প্রতীক আর ইয়াহুরা মানুষের নীচ স্বভাবের প্রতীক। এভাবে সুইফট মানবজাতিকে আত্মসমালোচনায় বাধ্য করেছেন।

0
Updated: 1 week ago
What did the King of Brobdingnag say about English lawyers?
Created: 1 week ago
A
They twisted laws for money
B
They defended justice honestly
C
They avoided political power
D
They worked only for the King
গালিভারের মুখে ইংরেজ আইনশৃঙ্খলার কথা শুনে রাজা মন্তব্য করেন যে ইংল্যান্ডের আইনজীবীরা টাকার জন্য আইনকে এদিক-সেদিক ঘোরায়। তারা ন্যায়ের চেয়ে স্বার্থকেই বড় করে দেখে। এতে সুইফট তার দেশের আইনি দুর্নীতি ও ভণ্ডামিকে ব্যঙ্গ করেছেন।

0
Updated: 1 week ago
How did Gulliver describe gunpowder and cannons to the King?
Created: 1 week ago
A
As the glory of England
B
As a terrible but useful invention
C
As a harmless tool of war
D
As a new discovery for peace
গালিভার ইংল্যান্ডের শক্তি বোঝাতে গানপাউডার ও কামানের কথা বলে। সে এটিকে ভয়ংকর হলেও দরকারী আবিষ্কার বলে বর্ণনা করে। কিন্তু রাজা এটিকে বর্বরতা মনে করেন এবং এমন নিষ্ঠুর অস্ত্র ব্যবহারকারীদের নৈতিকভাবে নীচ ভাবেন। এতে ইউরোপীয় যুদ্ধনীতি ব্যঙ্গ করা হয়েছে।

1
Updated: 1 week ago