Why was Gulliver accused of treason in Lilliput?
A
He helped Blefuscu secretly
B
He refused cruel orders of the Emperor
C
He insulted Lilliputian ministers
D
He destroyed crops while walking
উত্তরের বিবরণ
গালিভার যখন ব্লেফুস্কু দখল করতে অস্বীকার করে, তখন সম্রাট ও মন্ত্রীরা মনে করেন সে দেশের প্রতি বিশ্বাসঘাতকতা করছে। আসলে সে মানবিক কারণে নিষ্ঠুর আদেশ মানেনি। এর ফলে তাকে রাষ্ট্রদ্রোহের অভিযোগে অভিযুক্ত করা হয়।

0
Updated: 1 month ago
What shape was the island of Laputa described as?
Created: 1 month ago
A
Round and flat like a circular plate
B
Square with sharp edges
C
Triangular with three peaks
D
Oval like an egg
সুইফট লাপুটাকে গোল ও চ্যাপ্টা প্লেটের মতো বর্ণনা করেছেন। এর ব্যাস ছিল প্রায় চার মাইল। এই অদ্ভুত আকার এবং ভাসমান বৈশিষ্ট্য পাঠকের কাছে এক রূপকথার মতো মনে হয়, কিন্তু আসলে এটি ছিল ব্যঙ্গচিত্র।

0
Updated: 1 month ago
Gulliver's final alienation from his family suggests-
Created: 1 week ago
A
Triumph of reason over emotion
B
Satire of human inability to balance reason and passion
C
Celebration of solitude
D
Endorsement of animal instinct
Gulliver-এর পরিবারের প্রতি শেষ পর্যায়ের বিমুখতা মূলত তার মানসিক ভারসাম্য হারানোর প্রতীক। এটি কোনো বুদ্ধির জয় নয়, বরং মানবীয় অনুভূতি ও যুক্তির মধ্যে সঠিক সামঞ্জস্য স্থাপন করতে ব্যর্থতার একটি ব্যঙ্গচিত্র।
Swift দেখিয়েছেন, শুধুমাত্র বুদ্ধিবৃত্তিক জীবন গ্রহণ করলে মানুষ নিজের মানবতা হারিয়ে ফেলে এবং একপ্রকার শূন্যতায় নিমজ্জিত হয়।
-
Swift এখানে মানব প্রকৃতির reason ও emotion—এই দুইয়ের সংঘাতকে ব্যঙ্গ করেছেন।
-
Gulliver Houyhnhnms-এর নিখাদ যুক্তিনিষ্ঠ সমাজে প্রভাবিত হয়ে মানবীয় স্নেহ, সম্পর্ক ও অনুভূতির মূল্য বুঝতে অক্ষম হয়ে পড়ে।
-
তার পরিবারের প্রতি ঘৃণা প্রকাশ আসলে এক ধরনের আত্মবিচ্ছিন্নতা, যা Swift-এর দৃষ্টিতে মানবজীবনের এক দুঃখজনক ও অপ্রাকৃত অবস্থা।
-
ফলে এটি “Satire of human inability to balance reason and passion” — অর্থাৎ মানুষের যুক্তি ও আবেগের মধ্যে সুষম সম্পর্ক রক্ষা করতে অক্ষমতার ব্যঙ্গাত্মক চিত্র।

0
Updated: 1 week ago
“Gulliver’s Travels” had been divided into:
Created: 4 weeks ago
A
Four parts
B
Three parts
C
Five parts
D
Six parts
Gulliver’s Travels একটি বিখ্যাত সাহিত্যকর্ম যা চারটি পৃথক অংশে বিভক্ত, প্রতিটি অংশে Gulliver-এর ভিন্ন একটি দেশের ভ্রমণের বর্ণনা আছে। এই চারটি অংশে তার ভ্রমণ এবং সেই দেশের সামাজিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক অবস্থা তুলে ধরা হয়েছে।
• Part I: A Voyage to Lilliput – এখানে Gulliver Lilliput নামে ছোট মানুষের দেশে ভ্রমণ করে। এই অংশে ছোটকায় মানুষের জীবনযাপন, রাজনীতি এবং মানুষের অহংকারের উপর ব্যঙ্গাত্মক চিত্র তুলে ধরা হয়েছে।
• Part II: A Voyage to Brobdingnag – Gulliver বড় কায়ের মানুষদের দেশে যায়। এখানে মানুষের দৈহিক আকারের বিশালতা এবং মানুষের নৈতিকতা ও আচরণের তুলনা দেখানো হয়েছে।
• Part III: A Voyage to Laputa, Balnibarbi, Luggnagg, Glubbdubdrib, and Japan – এই অংশে বিজ্ঞান, প্রযুক্তি ও জ্ঞানের উপর ব্যঙ্গ করা হয়েছে। Laputa-এর ভাসমান দ্বীপ এবং অন্যান্য দেশগুলোতে Gulliver বিভিন্ন বৈজ্ঞানিক ও সামাজিক আচরণ পর্যবেক্ষণ করে।
• Part IV: A Voyage to the Country of the Houyhnhnms – Gulliver এমন এক দেশে যায় যেখানে বুদ্ধিমান ঘোড়াদের শাসন। এখানে মানুষের পাগলামি ও প্রাকৃতিক স্বভাবের তুলনায় বুদ্ধিমত্তার মূল্য প্রকাশ করা হয়েছে।
এইভাবে চারটি অংশ মিলিয়ে Gulliver’s Travels শুধু একটি ভ্রমণের কাহিনি নয়, বরং মানুষের সমাজ, আচরণ এবং নৈতিকতার উপর তীক্ষ্ণ ব্যঙ্গাত্মক প্রতিবেদন।

0
Updated: 2 weeks ago