A
Love and friendship among people
B
Corruption and flattery in politics
C
Military training and discipline
D
Entertainment for children only
উত্তরের বিবরণ
লিলিপুটে কর্মকর্তারা পদোন্নতির জন্য সম্রাটের সামনে দড়ির ওপর নাচ দেখাত। যারা ভালোভাবে ব্যালান্স করতে পারত, তারাই উচ্চ পদ পেত। এটি আসলে ব্যঙ্গ—রাজনীতিতে দক্ষতার চেয়ে তোষামোদ, চাটুকারিতা ও অনৈতিকতা দিয়েই সাফল্য পাওয়া যায়।

0
Updated: 1 week ago
What shape was the island of Laputa described as?
Created: 1 week ago
A
Round and flat like a circular plate
B
Square with sharp edges
C
Triangular with three peaks
D
Oval like an egg
সুইফট লাপুটাকে গোল ও চ্যাপ্টা প্লেটের মতো বর্ণনা করেছেন। এর ব্যাস ছিল প্রায় চার মাইল। এই অদ্ভুত আকার এবং ভাসমান বৈশিষ্ট্য পাঠকের কাছে এক রূপকথার মতো মনে হয়, কিন্তু আসলে এটি ছিল ব্যঙ্গচিত্র।

0
Updated: 1 week ago
What was the Houyhnhnms’ attitude towards lying?
Created: 1 week ago
A
They used lies as clever tricks
B
They punished liars with death
C
They allowed lying only in trade
D
They had no word for a lie in their language
হুইনহ্নিমদের ভাষায় মিথ্যার কোনো শব্দই ছিল না, কারণ তারা কখনো প্রতারণা জানত না। তাদের সমাজ ছিল সম্পূর্ণ সত্য ও যুক্তির ওপর দাঁড়ানো। সুইফট এখানে দেখিয়েছেন—আদর্শ সমাজে মিথ্যা ও প্রতারণার জায়গা নেই।

0
Updated: 1 week ago
How tall were the Lilliputians compared to humans?
Created: 1 week ago
A
Smaller than a child’s toy doll
B
About one foot tall
C
About six inches tall
D
Nearly the size of a newborn baby
লিলিপুটবাসীরা গড়পড়তা মাত্র ছয় ইঞ্চি লম্বা ছিল। তাই গালিভারের তুলনায় তারা খেলনার পুতুলের মতো ছোট দেখাত। অনেকেই ভাবে হয়তো তারা শিশুর আকারের মতো, কিন্তু আসলেই তারা মাত্র ছয় ইঞ্চি উচ্চতার ছিল। এ কারণে গালিভারকে তাদের কাছে দৈত্য মনে হয়েছিল।

0
Updated: 1 week ago