How did Gulliver help Lilliput in the war with Blefuscu?
A
He blocked their food supplies
B
He killed hundreds of soldiers
C
He destroyed Blefuscu’s palace
D
He captured their entire navy
উত্তরের বিবরণ
যুদ্ধের সময় গালিভার সমুদ্রে নেমে ব্লেফুস্কুর জাহাজগুলো দড়ি দিয়ে বেঁধে টেনে নিয়ে আসে। এতে লিলিপুট সহজেই শত্রু নৌবাহিনী দখল করে নেয়। গালিভারের এই কৃতিত্ব লিলিপুটকে রক্ষা করলেও পরবর্তীতে রাজনীতিতে তার বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু হয়।

0
Updated: 1 month ago
What advantage did Laputa have over Balnibarbi?
Created: 1 month ago
A
It had a stronger military
B
It could control them by floating above
C
It was richer in agriculture
D
It had better laws and justice
লাপুটার ভাসমান দ্বীপ উপরে নেমে এসে বালনিবার্বিকে শাসন করত। প্রয়োজনে দ্বীপ নামিয়ে শহর ধ্বংস করতে পারত। এভাবে তারা ভয় দেখিয়ে অধীন রাষ্ট্রকে নিয়ন্ত্রণ করত। এটি ইউরোপের উপনিবেশবাদী শক্তির প্রতীকী চিত্র।

0
Updated: 1 month ago
Instead of killing him outright, the Lilliputians decide on which of the following punishments for Gulliver?
Created: 4 weeks ago
A
Blinding him and slowly starving him to death
B
Exiling him
C
Cutting off his hands
D
Poisoning him
Lilliputians Lemuel Gulliver-এর জন্য Blinding এবং Starvation সাজা বেছে নিলো। তারা তাত্ক্ষণিক মৃত্যুদণ্ডের বদলে একটি দীর্ঘ এবং নিষ্ঠুর শাস্তি প্রয়োগের সিদ্ধান্ত নিলো।
Gulliver যখন Emperor-এর কাছ থেকে অমর্যাদা পায় এবং রাষ্ট্রদ্রোহের অভিযোগে অভিযুক্ত হয়, তখন এই সাজার পরিকল্পনা করা হয়।
• Gulliver-এর বিরুদ্ধে অভিযোগের মধ্যে ছিল রাজপ্রাসাদে মূত্রত্যাগ করা (যদিও এই কাজটি একটি আগুন নিভিয়ে দেয়), Blefuscudians-কে দাসত্বে বাধ্য করতে অস্বীকার করা, Blefuscudian দূতদের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখা, এবং Blefuscu-তে যাত্রার পরিকল্পনা করা।
• আদালতের আলোচনায় কিছু কর্মকর্তার প্রস্তাব ছিল তাকে মৃত্যুদণ্ড দেওয়ার। কিন্তু একটি তুলনামূলক “সুসমন্বিত” সাজা প্রস্তাব করা হয়: প্রথমে তার চোখ নষ্ট করা এবং তারপর ধীরে ধীরে খাবারের পরিমাণ কমানো, যা তাকে শেষ পর্যন্ত ক্ষুধায় মৃত্যু পর্যন্ত নিয়ে আসবে।
• এই পদ্ধতিটিকে Giant Gulliver-এর মৃতদেহ মোকাবিলার একটি প্রায়োগিক সমাধান হিসেবেও দেখা হয়।
• সৌভাগ্যবশত, আদালতের একজন বন্ধু গোপনভাবে Gulliver-কে এই নিষ্ঠুর সাজা সম্পর্কে সতর্ক করেন। এই কারণে Gulliver সাজা কার্যকর হওয়ার আগেই প্রতিদ্বন্দ্বী দ্বীপ Blefuscu-তে পালিয়ে যেতে সক্ষম হন।

0
Updated: 2 weeks ago
Who first discovered Gulliver in Brobdingnag?
Created: 1 month ago
A
A farmer
B
The Queen
C
The King
D
A fisherman
গালিভার প্রথমে এক বিশাল কৃষকের চোখে পড়ে। কৃষক তাকে খেলনার মতো ছোট দেখে অবাক হয়। পরে কৃষক তাকে বাড়িতে নিয়ে যায় এবং প্রদর্শনীর জন্য ব্যবহার করতে থাকে। এখান থেকেই তার ব্রবডিংনাগের জীবনের শুরু।

0
Updated: 1 month ago