A
He blocked their food supplies
B
He killed hundreds of soldiers
C
He destroyed Blefuscu’s palace
D
He captured their entire navy
উত্তরের বিবরণ
যুদ্ধের সময় গালিভার সমুদ্রে নেমে ব্লেফুস্কুর জাহাজগুলো দড়ি দিয়ে বেঁধে টেনে নিয়ে আসে। এতে লিলিপুট সহজেই শত্রু নৌবাহিনী দখল করে নেয়। গালিভারের এই কৃতিত্ব লিলিপুটকে রক্ষা করলেও পরবর্তীতে রাজনীতিতে তার বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু হয়।

0
Updated: 1 week ago
Why did the Emperor of Lilliput grow suspicious of Gulliver?
Created: 1 week ago
A
Gulliver refused to destroy Blefuscu
B
Gulliver ate too much food daily
C
Gulliver made friends with common people
D
Gulliver demanded gold and wealth
প্রথমে সম্রাট গালিভারকে যুদ্ধজয়ে ব্যবহার করে আনন্দিত ছিলেন। কিন্তু গালিভার যখন ব্লেফুস্কুকে পুরোপুরি ধ্বংস করতে অস্বীকার করে, তখন সম্রাট সন্দেহ করতে থাকেন। তিনি মনে করেন গালিভার হয়তো শত্রু দেশের সঙ্গে বন্ধুত্ব করছে। এই অবিশ্বাসই গালিভারের বিপদের সূচনা করে।

0
Updated: 1 week ago
What was the common physical feature of Laputans?
Created: 1 week ago
A
Very short and fat
B
Extremely tall and thin
C
One eye turned inward and the other upward
D
Dark skin and red hair
লাপুটার মানুষের চোখের অবস্থান ছিল অদ্ভুত—একটি চোখ ভেতরের দিকে, আরেকটি আকাশের দিকে। এটি প্রতীকীভাবে বোঝায় তারা সবসময় গণনা ও আকাশে ব্যস্ত থাকত, বাস্তব জীবনের প্রতি নজর ছিল না। সুইফট এটি ব্যবহার করেছেন ব্যঙ্গাত্মকভাবে।

0
Updated: 1 week ago
What quality of the Yahoos shocked Gulliver most?
Created: 1 week ago
A
Their greed for shiny stones
B
Their habit of eating flesh
C
Their worship of animals
D
Their skill in climbing trees
ইয়াহুরা চকচকে পাথরের প্রতি অদ্ভুত আসক্তি দেখাত। তারা এসবের জন্য একে অপরের সঙ্গে লড়াই করত। গালিভারের কাছে এটি মানুষের অর্থলোভ ও বস্তুপ্রীতির প্রতীক মনে হয়। সুইফট এখানে মানবজাতির লোভী চরিত্রকে ব্যঙ্গ করেছেন।

0
Updated: 1 week ago