Why did the Emperor of Lilliput grow suspicious of Gulliver?
A
Gulliver refused to destroy Blefuscu
B
Gulliver ate too much food daily
C
Gulliver made friends with common people
D
Gulliver demanded gold and wealth
উত্তরের বিবরণ
প্রথমে সম্রাট গালিভারকে যুদ্ধজয়ে ব্যবহার করে আনন্দিত ছিলেন। কিন্তু গালিভার যখন ব্লেফুস্কুকে পুরোপুরি ধ্বংস করতে অস্বীকার করে, তখন সম্রাট সন্দেহ করতে থাকেন। তিনি মনে করেন গালিভার হয়তো শত্রু দেশের সঙ্গে বন্ধুত্ব করছে। এই অবিশ্বাসই গালিভারের বিপদের সূচনা করে।

0
Updated: 1 month ago
How did the farmer use Gulliver before selling him?
Created: 1 month ago
A
He kept him as a pet
B
He showed him in public for money
C
He gave him as a gift to the Queen
D
He taught him farming work
কৃষক গালিভারকে প্রথমে খেলনা মনে করলেও পরে বুঝতে পারে তাকে দিয়ে টাকা রোজগার করা যায়। সে গালিভারকে বিভিন্ন শহরে ঘুরিয়ে লোকদের দেখাত এবং প্রবেশমূল্য নিত। এতে গালিভার অনেক কষ্ট পেলেও কৃষকের আর্থিক লাভ হচ্ছিল।

0
Updated: 1 month ago
How did Gulliver reach Brobdingnag?
Created: 1 month ago
A
His boat drifted ashore after a storm
B
He was abandoned by sailors on the coast
C
He fell into the sea and swam
D
He was captured by pirates and left there
গালিভার একবার অভিযানে গেলে তার নাবিকেরা উপকূলে খাবার খুঁজতে নামে। হঠাৎ এক দৈত্য এসে পড়লে নাবিকেরা ভয় পেয়ে পালিয়ে যায়। গালিভারকে তারা একা ফেলে রেখে সমুদ্রে চলে যায়। এভাবেই সে ব্রবডিংনাগে আটকা পড়ে যায়।

1
Updated: 1 month ago
What did the Houyhnhnms symbolize in Swift’s satire?
Created: 1 month ago
A
Blind faith and superstition
B
Power of military strength
C
Success in trade and wealth
D
Ideal of rational and moral life
হুইনহ্নিমরা এমন এক সমাজের প্রতীক, যেখানে সবকিছু যুক্তি ও নৈতিকতার ওপর দাঁড়িয়ে আছে। তারা মিথ্যা, লোভ, যুদ্ধ কিছুই জানে না। সুইফট তাদের মাধ্যমে দেখিয়েছেন—মানুষ এমন হতে পারলে সমাজ হবে শান্তিপূর্ণ ও ন্যায়ভিত্তিক।

0
Updated: 1 month ago