A
Gulliver refused to destroy Blefuscu
B
Gulliver ate too much food daily
C
Gulliver made friends with common people
D
Gulliver demanded gold and wealth
উত্তরের বিবরণ
প্রথমে সম্রাট গালিভারকে যুদ্ধজয়ে ব্যবহার করে আনন্দিত ছিলেন। কিন্তু গালিভার যখন ব্লেফুস্কুকে পুরোপুরি ধ্বংস করতে অস্বীকার করে, তখন সম্রাট সন্দেহ করতে থাকেন। তিনি মনে করেন গালিভার হয়তো শত্রু দেশের সঙ্গে বন্ধুত্ব করছে। এই অবিশ্বাসই গালিভারের বিপদের সূচনা করে।

0
Updated: 1 week ago
How did Gulliver react to the giant women in Brobdingnag?
Created: 1 week ago
A
He admired their beauty
B
He felt disgust and fear
C
He wanted to marry one
D
He ignored them completely
গালিভার দৈত্যাকার নারীদের কাছে খুব অস্বস্তি বোধ করত। তাদের ত্বকের দাগ, নিঃশ্বাসের গন্ধ ও বিশাল শরীর তাকে ভয় পাইয়ে দিত। যা স্বাভাবিক মানুষের চোখে সুন্দর মনে হতে পারে, তার কাছে তা ছিল ভীতিকর। এতে সুইফট সৌন্দর্যের আপেক্ষিকতা দেখিয়েছেন।

1
Updated: 1 week ago
Why did the Houyhnhnms distrust the Yahoos?
Created: 1 week ago
A
They were wise but dishonest
B
They were lazy but harmless
C
They were violent and greedy
D
They were weak and sickly
ইয়াহুরা ছিল হিংস্র, নোংরা ও লোভী। তারা সম্পদ, খাবার ও চকচকে জিনিসের জন্য লড়াই করত। তাই হুইনহ্নিমরা সবসময় তাদের থেকে দূরে থাকত। এটি মানুষের স্বভাবের অমানবিক ও পশুসুলভ দিককে ব্যঙ্গ করেছে।

0
Updated: 1 week ago
What was the main political conflict in Lilliput?
Created: 1 week ago
A
Dispute about trade with foreign countries
B
Argument over land ownership
C
Struggle for choosing the Emperor’s successor
D
War with Blefuscu over egg-breaking custom
লিলিপুটের লোকেরা বলত ডিম ছোট দিক দিয়ে ভাঙতে হবে। তাদের শত্রু রাষ্ট্র ব্লেফুস্কুর লোকেরা বলত ডিম বড় দিক দিয়ে ভাঙতে হবে। এই ভিন্নমত থেকেই দুই দেশের মধ্যে দীর্ঘ রাজনৈতিক ও সামরিক দ্বন্দ্ব শুরু হয়। তাই ডিম ভাঙার সমস্যা শুধু লিলিপুটের ভেতরে নয়, বরং লিলিপুট ও ব্লেফুস্কু—দুটো রাষ্ট্রের মধ্যকার যুদ্ধের মূল কারণ। আসলে সুইফট এর মাধ্যমে ইউরোপের ক্যাথলিক বনাম প্রোটেস্ট্যান্ট দ্বন্দ্ব ব্যঙ্গ করেছেন।

0
Updated: 1 week ago