A
বস্তুর ঘনত্ব পানির ঘনত্বের চেয়ে বেশি
B
বস্তুর ঘনত্ব পানির ঘনত্বের চেয়ে কম
C
বস্তুর ঘনত্ব পানির ঘনত্বের সমান
D
বস্তু ও পানির ঘনত্বের মধ্যে নিবিড় সম্পর্ক বিদ্যমান
উত্তরের বিবরণ
কোনো বস্তুকে পানিতে সম্পূর্ণভাবে ডুবালে এবং যদি তার ঘনত্ব পানির ঘনত্বের সমান হয়, তবে বস্তুটি পানিতে যেখানে রাখা হয় সেখানেই থেকে যায়।
-
একক আয়তনের ভরকে ঘনত্ব বলা হয়, যা বস্তুটির উপাদানভিত্তিক বৈশিষ্ট্য।
-
ঘনত্বের একক হলো kg/m³ এবং এর মাত্রা ML⁻³।
-
যদি বস্তুর ঘনত্ব পানির ঘনত্বের সমান হয়, তাহলে সেটি পানিতে নিরপেক্ষভাবে ভাসমান অবস্থায় থাকে—অর্থাৎ বস্তুটি পুরোপুরি পানিতে ডুবে থাকে, কিন্তু না ভেসে ওঠে, না নিচে ডুবে যায়। এই অবস্থায় বস্তুর ওজন এবং পানির প্রত্যাঘাত বল (buoyant force) একে অপরের সমান হয়।
-
যদি বস্তুর ঘনত্ব পানির তুলনায় বেশি হয়, তবে বস্তুটি পানির নিচে ডুবে যাবে।
-
আর যদি বস্তুর ঘনত্ব পানির তুলনায় কম হয়, তবে বস্তুটি পানির উপর ভেসে উঠবে।
-
আর্কিমিডিসের সূত্র অনুযায়ী, পানিতে ডুবানো কোনো বস্তু তার ওজনের সমান পরিমাণ পানিকে স্থানচ্যুত করে। ফলে যদি বস্তুর ঘনত্ব পানির সমান হয়, তাহলে বস্তুটি পানিতে পুরোপুরি ডুবে থাকলেও স্থির অবস্থায় থাকে।
উৎস:
১. Principles of Physics – David Halliday, Robert Resnick, Jearl Walker
২. পদার্থবিজ্ঞান, এসএসসি প্রোগ্রাম – বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়

0
Updated: 2 months ago