What did Laputan astronomers constantly fear?
A
The destruction of the world by a comet
B
War with Blefuscu
C
Loss of their floating power
D
Decline of mathematics
উত্তরের বিবরণ
লাপুটার জ্যোতির্বিদেরা সবসময় আতঙ্কে থাকত যে পৃথিবী ধ্বংস হয়ে যাবে কোনো ধূমকেতুর আঘাতে। তারা অকারণে ভয় পেত, যদিও সাধারণ মানুষ এসব গুরুত্ব দিত না। এতে বোঝা যায়—অতিরিক্ত বিজ্ঞানচিন্তা অনেক সময় বাস্তব জীবনে অযথা আতঙ্ক আনে।

1
Updated: 1 month ago
Gulliver's final alienation from his family suggests-
Created: 1 week ago
A
Triumph of reason over emotion
B
Satire of human inability to balance reason and passion
C
Celebration of solitude
D
Endorsement of animal instinct
Gulliver-এর পরিবারের প্রতি শেষ পর্যায়ের বিমুখতা মূলত তার মানসিক ভারসাম্য হারানোর প্রতীক। এটি কোনো বুদ্ধির জয় নয়, বরং মানবীয় অনুভূতি ও যুক্তির মধ্যে সঠিক সামঞ্জস্য স্থাপন করতে ব্যর্থতার একটি ব্যঙ্গচিত্র।
Swift দেখিয়েছেন, শুধুমাত্র বুদ্ধিবৃত্তিক জীবন গ্রহণ করলে মানুষ নিজের মানবতা হারিয়ে ফেলে এবং একপ্রকার শূন্যতায় নিমজ্জিত হয়।
-
Swift এখানে মানব প্রকৃতির reason ও emotion—এই দুইয়ের সংঘাতকে ব্যঙ্গ করেছেন।
-
Gulliver Houyhnhnms-এর নিখাদ যুক্তিনিষ্ঠ সমাজে প্রভাবিত হয়ে মানবীয় স্নেহ, সম্পর্ক ও অনুভূতির মূল্য বুঝতে অক্ষম হয়ে পড়ে।
-
তার পরিবারের প্রতি ঘৃণা প্রকাশ আসলে এক ধরনের আত্মবিচ্ছিন্নতা, যা Swift-এর দৃষ্টিতে মানবজীবনের এক দুঃখজনক ও অপ্রাকৃত অবস্থা।
-
ফলে এটি “Satire of human inability to balance reason and passion” — অর্থাৎ মানুষের যুক্তি ও আবেগের মধ্যে সুষম সম্পর্ক রক্ষা করতে অক্ষমতার ব্যঙ্গাত্মক চিত্র।

0
Updated: 1 week ago
The Grand Academy of Lagado is Swift's direct satire of-
Created: 4 weeks ago
A
The British Parliament
B
The Royal Society of London
C
The University of Cambridge
D
The Church of England
Swift এখানে Grand Academy of Lagado-র বর্ণনা দিয়েছেন, যা আসলে Royal Society of London for Improving Natural Knowledge-এর উপর একটি সরাসরি ও তীব্র satire।
তিনি বিজ্ঞানকে পুরোপুরি অস্বীকার করেননি, বরং যে সব গবেষণা practical human benefit-এর সাথে যুক্ত নয়, সেইসবকে তিনি হাস্যরস ও ব্যঙ্গের মাধ্যমে উপস্থাপন করেছেন।
-
Swift-এর সময়ে Royal Society ছিল England-এর সবচেয়ে গুরুত্বপূর্ণ scientific institution, যা experimental science-কে encourage করত।
-
কিন্তু Swift এবং তার সমসাময়িক অনেক satirists এই society-র অনেক experiments-কে absurd, pointless, detached from reality বলে মনে করতেন।
-
Lagado-র "projectors" যেসব অদ্ভুত invention নিয়ে কাজ করছিল—যেমন extracting sunbeams from cucumbers অথবা turning human waste into food—এসব প্রকল্প ছিল Swift-এর কল্পিত উদাহরণ, যা আসলে Royal Society-র কিছু meaningless research-এর ব্যঙ্গচিত্র।
-
মূল উদ্দেশ্য ছিল দেখানো যে জ্ঞানচর্চা তখনই মূল্যবান, যখন তা মানুষের বাস্তব জীবনে useful and applicable হয়।

0
Updated: 2 weeks ago
What did the Houyhnhnms think about diseases among humans?
Created: 1 month ago
A
They believed diseases were divine punishments
B
They found it unnatural since they had no illnesses
C
They thought medicines were the best cure
D
They believed Yahoos spread them intentionally
হুইনহ্নিমদের সমাজে রোগব্যাধি ছিল না। তাই গালিভারের কাছ থেকে মানুষের অসুখ ও চিকিৎসার গল্প শুনে তারা অবাক হয়েছিল। এটি প্রতীকীভাবে বোঝায় মানুষের দুর্বলতা ও অস্বাভাবিক জীবনযাপন।

0
Updated: 1 month ago