A
By writing on slates
B
By using servants with bladders
C
By singing mathematical formulas
D
By sending signals with mirrors
উত্তরের বিবরণ
লাপুটার লোকেরা এতটাই চিন্তায় হারিয়ে যেত যে কথোপকথনে মন দিত না। এজন্য চাকররা চামড়ার ব্লাডার দিয়ে তাদের মাথা বা কানে ঠুকে মনোযোগ ফেরাত। এটি এক ধরনের হাস্যকর ব্যঙ্গ, যা দেখায় তত্ত্বচিন্তায় ডুবে থাকা মানুষের অযৌক্তিকতা।

0
Updated: 1 week ago
Gulliver’s third voyage takes him to:
Created: 2 weeks ago
A
Laputa
B
Lilliput
C
Brobdingnag
D
Glubbdubdrib

0
Updated: 2 weeks ago
What punishment did some Lilliputian ministers secretly plan for Gulliver?
Created: 1 week ago
A
To blind him and starve him slowly
B
To execute him by arrows
C
To drown him in the sea
D
To exile him forever
গালিভার সম্রাটকে সবসময় খুশি করতে পারেনি। ফলে কয়েকজন মন্ত্রী তার বিরুদ্ধে ষড়যন্ত্র করে। তাদের পরিকল্পনা ছিল তার চোখ উপড়ে ফেলা ও ধীরে ধীরে অনাহারে মারা ফেলা। এভাবে তারা সরাসরি হত্যার বদলে নিষ্ঠুর উপায়ে তাকে শেষ করতে চেয়েছিল।

0
Updated: 1 week ago
What did the King of Brobdingnag say about English lawyers?
Created: 1 week ago
A
They twisted laws for money
B
They defended justice honestly
C
They avoided political power
D
They worked only for the King
গালিভারের মুখে ইংরেজ আইনশৃঙ্খলার কথা শুনে রাজা মন্তব্য করেন যে ইংল্যান্ডের আইনজীবীরা টাকার জন্য আইনকে এদিক-সেদিক ঘোরায়। তারা ন্যায়ের চেয়ে স্বার্থকেই বড় করে দেখে। এতে সুইফট তার দেশের আইনি দুর্নীতি ও ভণ্ডামিকে ব্যঙ্গ করেছেন।

0
Updated: 1 week ago