How did the Laputans communicate with each other during deep thoughts?
A
By writing on slates
B
By using servants with bladders
C
By singing mathematical formulas
D
By sending signals with mirrors
উত্তরের বিবরণ
লাপুটার লোকেরা এতটাই চিন্তায় হারিয়ে যেত যে কথোপকথনে মন দিত না। এজন্য চাকররা চামড়ার ব্লাডার দিয়ে তাদের মাথা বা কানে ঠুকে মনোযোগ ফেরাত। এটি এক ধরনের হাস্যকর ব্যঙ্গ, যা দেখায় তত্ত্বচিন্তায় ডুবে থাকা মানুষের অযৌক্তিকতা।

0
Updated: 1 month ago
What contrast is highlighted between Lilliput and Brobdingnag?
Created: 1 month ago
A
Small vs. Giant scale of human life
B
Peaceful vs. Violent Society
C
Poverty vs. Wealth
D
Ignorance vs. Education
লিলিপুটে গালিভার ছিল দৈত্য, আর ব্রবডিংনাগে সে ক্ষুদ্র প্রাণীর মতো। দুটি ভ্রমণ আকারের বৈপরীত্যকে কেন্দ্র করে তৈরি। এই বৈপরীত্যের মাধ্যমে সুইফট দেখিয়েছেন মানব অহংকার কতটা আপেক্ষিক—কোথাও মানুষ দৈত্য, কোথাও ক্ষুদ্র পোকা।

0
Updated: 1 month ago
What was the greatest shock for Gulliver in Houyhnhnm land?
Created: 1 month ago
A
Humans were worse than animals
B
Horses ruled over men
C
Food was always scarce
D
There was no wealth or trade
ইয়াহুদের দেখে গালিভার বুঝতে পারে মানুষ কখনো কখনো পশুর চেয়েও নিকৃষ্ট হতে পারে। হুইনহ্নিমরা যুক্তি ও সত্যে বাঁচে, আর মানুষ (ইয়াহুর প্রতীক) লোভ ও হিংসায় ভরা। এই উপলব্ধি গালিভারের চিন্তাধারা পুরো পাল্টে দেয়।

0
Updated: 1 month ago
What moral lesson did Gulliver learn in Brobdingnag?
Created: 1 month ago
A
Human pride is foolish before greater powers
B
Wealth brings happiness in every society
C
Science is stronger than morality
D
Small nations are always weak
ব্রবডিংনাগে গালিভার বুঝতে পারে, ইংল্যান্ডের শক্তি ও গর্ব দৈত্যদের কাছে তুচ্ছ। সে উপলব্ধি করে মানুষ যতই অহংকার করুক, তার চেয়ে বড় কোনো শক্তির সামনে তা অর্থহীন হয়ে পড়ে। এ অভিজ্ঞতা তাকে বিনয়ী হতে শেখায়।

0
Updated: 1 month ago