Why did Gulliver enjoy his visit to Glubbdubdrib?
A
He discovered new sciences
B
He learned magical tricks
C
He found treasures of gold
D
He could meet famous dead people
উত্তরের বিবরণ
গ্লাবডাবড্রিবের গভর্নর মৃতদের আত্মা ডাকতে পারত। গালিভার এ সুযোগে হোমার, আলেকজান্ডার, সিজারের মতো ঐতিহাসিক ব্যক্তির সঙ্গে দেখা করে। এতে সে ইতিহাসের সত্যতা উপলব্ধি করে। সুইফট এখানে দেখিয়েছেন—বর্তমান সমাজ অতীত থেকে শিক্ষা নিতে ব্যর্থ হয়েছে।

1
Updated: 1 month ago
The King of Laputa can control the land below by-
Created: 4 weeks ago
A
Sending his army
B
Cutting off trade
C
Using magic
D
Hovering over a town to block the sun and rain
লাপুটা, জোনাথন স্বিফটের “গ্যালিভারের ভ্রমণ”-এর উড়ন্ত দ্বীপের রাজা, নিচের বলনিবারবি ভূখণ্ডের ওপর তার নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেন এক অনন্য ও দমনমূলক পদ্ধতিতে।
-
লাপুটা দ্বীপকে বিদ্রোহী শহরের উপর স্থাপন করে তিনি শহরের মানুষদের সূর্যের আলো ও বৃষ্টি থেকে বঞ্চিত করতে পারেন, যা ক্ষুধা ও রোগের জন্ম দেয়।
-
অতিরিক্ত শাস্তি হিসেবে লাপুটিয়ানরা শহরের উপর পাথর ফেলে দিতে পারে।
-
সবচেয়ে চরম বিদ্রোহের ক্ষেত্রে, রাজা পুরো দ্বীপকে নিচে নামিয়ে শহরটি চূর্ণ করার ক্ষমতা রাখেন।
-
এই প্রযুক্তিগত সর্বোচ্চ ক্ষমতা রাজা ও লাপুটায় বসবাসরত শিক্ষিত এলিটদের প্রথাগত সেনাবাহিনী ছাড়াই শাসন চালানোর সুযোগ দেয়।
-
উড়ন্ত দ্বীপটি নিজেই শক্তিশালী অস্ত্র এবং শাসকের কর্তৃত্বের দৃশ্যমান প্রতীক, যা স্থলভাগের অধিবাসীদের ওপর সরকারের প্রভাব বজায় রাখে।

0
Updated: 4 weeks ago
Gulliver’s role in helping Lilliput defeat Blefuscu is ironic because—
Created: 2 weeks ago
A
He becomes a tool of propaganda for a tiny empire
B
His immense size trivialises their military victory
C
Swift mocks human pride in wars that mean nothing
D
He unknowingly supports a tyrannical ruler
গালিভারের সাহায্যে লিলিপুটিয়ানরা সহজেই ব্লেফাস্কুকে পরাজিত করে। এই দৃশ্যটি আসলে ব্যঙ্গাত্মক। সুইফট বোঝাতে চেয়েছেন যে, মানুষের যুদ্ধ আসলে অর্থহীন, আর গালিভারের মত একজন দৈত্যের সাহায্যে এমন বিজয় আরও হাস্যকর হয়ে ওঠে।
যুদ্ধ মানে মানুষের অহংকার, ক্ষমতার লড়াই এবং ক্ষুদ্র কারণের জন্য হাজারো প্রাণহানি। কিন্তু এখানে একটি বিশাল মানুষ মুহূর্তের মধ্যে সেই যুদ্ধের সমাপ্তি ঘটিয়ে দেয়। এর মাধ্যমে বোঝানো হয় যে, মানুষের গৌরবময় যুদ্ধ আসলে ছোট এবং হাস্যকর।

1
Updated: 2 weeks ago
Who were the Houyhnhnms?
Created: 1 month ago
A
Savage human tribes
B
Cruel and wild giants
C
Talking birds with wisdom
D
Rational and wise horses
হুইনহ্নিমরা ছিল বুদ্ধিমান ও যুক্তিবাদী ঘোড়া। তারা শান্তভাবে জীবন যাপন করত, মিথ্যা জানত না, যুদ্ধ করত না। তাদের জীবন ছিল সম্পূর্ণ যুক্তি আর ন্যায়ের ওপর ভিত্তি করে। সুইফট এখানে আদর্শ সমাজের প্রতীক তৈরি করেছেন।

0
Updated: 1 month ago