A
It had a stronger military
B
It could control them by floating above
C
It was richer in agriculture
D
It had better laws and justice
উত্তরের বিবরণ
লাপুটার ভাসমান দ্বীপ উপরে নেমে এসে বালনিবার্বিকে শাসন করত। প্রয়োজনে দ্বীপ নামিয়ে শহর ধ্বংস করতে পারত। এভাবে তারা ভয় দেখিয়ে অধীন রাষ্ট্রকে নিয়ন্ত্রণ করত। এটি ইউরোপের উপনিবেশবাদী শক্তির প্রতীকী চিত্র।

0
Updated: 1 week ago
What did the Houyhnhnms symbolize in Swift’s satire?
Created: 1 week ago
A
Blind faith and superstition
B
Power of military strength
C
Success in trade and wealth
D
Ideal of rational and moral life
হুইনহ্নিমরা এমন এক সমাজের প্রতীক, যেখানে সবকিছু যুক্তি ও নৈতিকতার ওপর দাঁড়িয়ে আছে। তারা মিথ্যা, লোভ, যুদ্ধ কিছুই জানে না। সুইফট তাদের মাধ্যমে দেখিয়েছেন—মানুষ এমন হতে পারলে সমাজ হবে শান্তিপূর্ণ ও ন্যায়ভিত্তিক।

0
Updated: 1 week ago
How did the Houyhnhnms arrange marriages?
Created: 1 week ago
A
Based on reason and breeding, not passion
B
Based on wealth and land
C
Based on love and beauty
D
Based on orders from the Yahoos
হুইনহ্নিমরা বিয়ে করত প্রজনন আর যুক্তির জন্য, প্রেম বা সৌন্দর্যের জন্য নয়। তারা দেখত এক পরিবারে ছেলে বেশি হলে মেয়ের সঙ্গে মেলানো যায়, যেন ভারসাম্য থাকে। এতে বোঝা যায় তাদের সমাজ সম্পূর্ণ যুক্তিনির্ভর ছিল।

0
Updated: 1 week ago
How did Gulliver feel when the giant flies and wasps attacked him?
Created: 1 week ago
A
He was terrified and helpless
B
He fought bravely with his sword
C
He hid under Glumdalclitch’s bed
D
He ignored them as harmless
গালিভার এত ছোট হওয়ায় সাধারণ মাছি ও বোলতার মতো পোকাও তার জন্য ভয়ংকর হয়ে ওঠে। অনেক সময় তাকে কামড়ায় বা আক্রমণ করে। এসব মুহূর্তে গালিভার ভীষণ ভীত হয় এবং নিজেকে অসহায় মনে করে। এতে আকারের বৈপরীত্য আরও স্পষ্ট হয়।

1
Updated: 1 week ago