What advantage did Laputa have over Balnibarbi?
A
It had a stronger military
B
It could control them by floating above
C
It was richer in agriculture
D
It had better laws and justice
উত্তরের বিবরণ
লাপুটার ভাসমান দ্বীপ উপরে নেমে এসে বালনিবার্বিকে শাসন করত। প্রয়োজনে দ্বীপ নামিয়ে শহর ধ্বংস করতে পারত। এভাবে তারা ভয় দেখিয়ে অধীন রাষ্ট্রকে নিয়ন্ত্রণ করত। এটি ইউরোপের উপনিবেশবাদী শক্তির প্রতীকী চিত্র।

0
Updated: 1 month ago
Which of the following is Jonathan Swift’s most famous work?
Created: 1 month ago
A
Gulliver’s Travels
B
Robinson Crusoe
C
Pride and Prejudice
D
Moby-Dick
জনাথন সুইফট (Jonathan Swift) এবং তাঁর বিখ্যাত রচনা
জনাথন সুইফট ছিলেন একজন বিখ্যাত আয়ারিশ লেখক ও হাস্যরসাত্মক সাহিত্যিক। তাঁর সবচেয়ে প্রসিদ্ধ ও গুরুত্বপূর্ণ রচনা হলো Gulliver’s Travels, যা প্রথম প্রকাশিত হয় ১৭২৬ সালে। এটি শুধু বিনোদনমূলক নয়, বরং সমাজ, রাজনীতি এবং মানবস্বভাব নিয়ে গভীর ব্যঙ্গাত্মক সমালোচনার জন্য সাহিত্যের এক অনন্য ক্লাসিক।
উপন্যাসে Lemuel Gulliver-এর ভ্রমণ কাহিনী বর্ণিত হয়েছে, যেখানে তিনি বিভিন্ন কল্পিত দেশে যান এবং নানা অদ্ভুত অভিজ্ঞতার মাধ্যমে মানুষের অহংকার, দম্ভ, স্বার্থপরতা ও সামাজিক অন্যায়কে উন্মোচন করেন। ফলে বইটি একইসাথে শিক্ষামূলক ও বিনোদনমূলক সাহিত্য হিসেবে সুপরিচিত।
সঠিক উত্তর: ক) Gulliver’s Travels
বিস্তারিত আলোচনা
• Jonathan Swift
তিনি ছিলেন একজন Anglo-Irish author এবং clergyman।
ইংরেজি সাহিত্যের সর্বাধিক খ্যাতিমান prose satirist বা ব্যঙ্গকার হিসেবে বিবেচিত।
তাঁর অন্যতম পরিচিত ছদ্মনাম: Isaac Bickerstaff।
তাঁর লেখা Gulliver’s Travels ইংরেজি ব্যঙ্গসাহিত্যের সেরা উদাহরণগুলোর একটি।
তাঁর উল্লেখযোগ্য রচনা
Gulliver’s Travels
A Tale of a Tub
A Modest Proposal
The Battle of the Books
অপশনভিত্তিক বিশ্লেষণ
খ) Robinson Crusoe
রচয়িতা: Daniel Defoe
কাহিনী: এক নাবিক দুর্গম দ্বীপে একা টিকে থাকার গল্প।
এটি সুইফটের লেখা নয়।
গ) Pride and Prejudice
রচয়িতা: Jane Austen
একটি বিখ্যাত সামাজিক উপন্যাস।
সুইফটের রচনা নয়।
ঘ) Moby-Dick
রচয়িতা: Herman Melville
কাহিনী: Captain Ahab ও বিশাল সাদা তিমি Moby-Dick-এর গল্প।
এটিও সুইফটের রচনা নয়।
Source: Britannica

0
Updated: 1 month ago
How did Gulliver first come to the court of Brobdingnag?
Created: 1 month ago
A
He was sold to the Queen by the farmer
B
He was presented as a gift by sailors
C
He escaped and reached the palace alone
D
He was found by the King in the forest
কৃষক গালিভারকে প্রদর্শন করে টাকা রোজগার করত। পরে যখন তাকে রাখতে কষ্ট হতে লাগল, তখন রানি তাকে কিনে নেয় এবং প্রাসাদে নিয়ে যায়। সেখান থেকেই গালিভারের রাজপ্রাসাদে জীবন শুরু হয়।

0
Updated: 1 month ago
What did the Yahoos represent in the story?
Created: 1 month ago
A
The wisdom of simple life
B
The beauty of physical strength
C
The worst side of human nature
D
The hope for immortality
ইয়াহুরা ছিল নোংরা, লোভী, হিংস্র ও পশুসুলভ। তাদের কোনো নৈতিকতা বা যুক্তি ছিল না। সুইফট এদের মাধ্যমে মানবজাতির পশুসুলভ দিককে ব্যঙ্গ করেছেন। এভাবে তিনি পাঠককে বোঝাতে চেয়েছেন—মানুষ সভ্যতার আড়ালে এখনো পশুর মতো আচরণ করে।

0
Updated: 1 month ago