A
It showed him a land of giants
B
It taught him advanced science
C
It made him rich with trade
D
It gave him a safe passage home
উত্তরের বিবরণ
জাপান ছিল গালিভারের ফেরার পথে শেষ স্টপ। লাগনাগের রাজা তাকে জাপানে পাঠান, সেখান থেকে ইংল্যান্ডে ফেরার জাহাজের সুযোগ হয়। জাপান অংশটি তুলনামূলক ছোট হলেও গুরুত্বপূর্ণ, কারণ এখান থেকেই তার দীর্ঘ ভ্রমণ পর্বের সমাপ্তি ঘটে।

0
Updated: 1 week ago
How did Gulliver behave with his family after returning from the Houyhnhnms?
Created: 1 week ago
A
He could not bear their human smell and avoided them
B
He taught them Houyhnhnm language
C
He tried to take them back to the land of horses
D
He lived happily with them
দেশে ফিরে গালিভার মানুষের গন্ধও সহ্য করতে পারত না। স্ত্রী-সন্তানের কাছ থেকেও দূরে থাকত এবং ঘোড়ার সঙ্গে সময় কাটাত। এটি দেখায় তার মন পুরোপুরি বদলে গিয়েছিল।

0
Updated: 1 week ago
What did the Houyhnhnms think about diseases among humans?
Created: 1 week ago
A
They believed diseases were divine punishments
B
They found it unnatural since they had no illnesses
C
They thought medicines were the best cure
D
They believed Yahoos spread them intentionally
হুইনহ্নিমদের সমাজে রোগব্যাধি ছিল না। তাই গালিভারের কাছ থেকে মানুষের অসুখ ও চিকিৎসার গল্প শুনে তারা অবাক হয়েছিল। এটি প্রতীকীভাবে বোঝায় মানুষের দুর্বলতা ও অস্বাভাবিক জীবনযাপন।

0
Updated: 1 week ago
Why was Laputa called a land of “theorists”?
Created: 1 week ago
A
People cared only for abstract theories, not for practice
B
They wrote many books of religion
C
They built the largest libraries in the world
D
They were excellent in trade and navigation
লাপুটার মানুষদের চিন্তা শুধু গণিত, সঙ্গীত আর জ্যোতির্বিজ্ঞানে সীমাবদ্ধ ছিল। কিন্তু কৃষি, অর্থনীতি বা বাস্তব কাজ নিয়ে তাদের কোনো মাথাব্যথা ছিল না। এজন্য তাদেরকে তত্ত্বচিন্তক বা "theorists" বলা হয়েছিল। সুইফট এখানে ইউরোপীয় বিজ্ঞানীদের ব্যঙ্গ করেছেন।

0
Updated: 1 week ago