Why did the King of Brobdingnag and the King of Luggnagg differ in attitude?
A
One rejected violence, the other valued honesty
B
One was cruel, the other was generous
C
One loved wealth, the other hated it
D
One wanted science, the other ignored it
উত্তরের বিবরণ
ব্রবডিংনাগের রাজা গানপাউডার শুনে সেটিকে নিষ্ঠুর অস্ত্র বলে প্রত্যাখ্যান করেন। অন্যদিকে লাগনাগের রাজা গালিভারের সততা দেখে তাকে রক্ষা করেন এবং জাপানে পাঠান। উভয় রাজাই ভিন্নভাবে নৈতিকতার উদাহরণ তৈরি করেছেন। এতে সুইফট আদর্শ শাসকের রূপ এঁকেছেন।

0
Updated: 1 month ago
What was the King’s reaction when Gulliver offered gunpowder?
Created: 1 month ago
A
He rejected it as evil and cruel
B
He accepted it with great joy
C
He wanted to use it against enemies
D
He asked Gulliver to demonstrate it
গালিভার ইংল্যান্ডের শক্তি বোঝাতে গানপাউডার বানানোর প্রস্তাব দেয়। কিন্তু ব্রবডিংনাগের রাজা এটিকে ভয়ংকর ও অমানবিক অস্ত্র মনে করেন। তিনি বলেন, যারা এমন জিনিস আবিষ্কার করেছে তারা নীচ ও নিষ্ঠুর। এতে সুইফট ইউরোপীয় যুদ্ধনীতি ব্যঙ্গ করেছেন।

0
Updated: 1 month ago
Gulliver's Travels is written by -
Created: 1 month ago
A
Jonathan Swift
B
Thomas Hardy
C
Jane Austen
D
Charlotte Bronte
Gulliver's Travels
-
Author: Jonathan Swift
-
এটি ৪ খন্ডের একটি satirical novel
-
সম্পূর্ণ শিরোনাম: Travels into Several Remote Places in the World
-
প্রকাশিত: 1726
-
এটি 18th century-এর একটি বিখ্যাত satire
Summary:
-
Lemuel Gulliver সমুদ্র ভ্রমণে বের হয় এবং পথে ঝড়ে জাহাজ ভেঙ্গে যায়।
-
তিনি বেঁচে যান এবং একটি অদ্ভুত দেশে পৌঁছান, যেখানে লোকদের উচ্চতা ৬ ইঞ্চির নিচে।
-
Gulliver-এর বিশাল দেহ লিলিপুটদের নানা কাজে আসে, এমনকি পার্শ্ববর্তী রাজ্য Blefuscu-র সাথে চলমান যুদ্ধেও সাহায্য করে।
-
এক পর্যায়ে তিনি লিলিপুটদের রোষের শিকার হন এবং শাস্তি হিসেবে চোখ তুলে ফেলার হুমকি পান।
-
শেষ পর্যন্ত শাস্তি এড়াতে সক্ষম হন এবং বেঁচে ফিরে আসেন।
Jonathan Swift
-
ইংরেজি সাহিত্যের একজন বিখ্যাত satirist
-
Augustan age-এর একজন লেখক
-
Anglo-Irish author এবং clergyman
-
ছদ্মনাম: Isaac Bickerstaff
Famous Works:
-
Gulliver's Travels
-
A Tale of a Tub
-
A Modest Proposal
-
The Battle of Books
উৎস:

0
Updated: 1 month ago
How did Gulliver react to the giant women in Brobdingnag?
Created: 1 month ago
A
He admired their beauty
B
He felt disgust and fear
C
He wanted to marry one
D
He ignored them completely
গালিভার দৈত্যাকার নারীদের কাছে খুব অস্বস্তি বোধ করত। তাদের ত্বকের দাগ, নিঃশ্বাসের গন্ধ ও বিশাল শরীর তাকে ভয় পাইয়ে দিত। যা স্বাভাবিক মানুষের চোখে সুন্দর মনে হতে পারে, তার কাছে তা ছিল ভীতিকর। এতে সুইফট সৌন্দর্যের আপেক্ষিকতা দেখিয়েছেন।

1
Updated: 1 month ago