Why was Laputa called a land of “theorists”?
A
People cared only for abstract theories, not for practice
B
They wrote many books of religion
C
They built the largest libraries in the world
D
They were excellent in trade and navigation
উত্তরের বিবরণ
লাপুটার মানুষদের চিন্তা শুধু গণিত, সঙ্গীত আর জ্যোতির্বিজ্ঞানে সীমাবদ্ধ ছিল। কিন্তু কৃষি, অর্থনীতি বা বাস্তব কাজ নিয়ে তাদের কোনো মাথাব্যথা ছিল না। এজন্য তাদেরকে তত্ত্বচিন্তক বা "theorists" বলা হয়েছিল। সুইফট এখানে ইউরোপীয় বিজ্ঞানীদের ব্যঙ্গ করেছেন।

0
Updated: 1 month ago
What was Gulliver’s position in Brobdingnag society?
Created: 1 month ago
A
A toy and curiosity
B
A respected scholar
C
A soldier in the army
D
A servant in the palace
ব্রবডিংনাগবাসীরা গালিভারকে ছোট্ট খেলনা বা কৌতূহলের বস্তু হিসেবে দেখত। কৃষক তাকে প্রদর্শনীতে দেখাত, আর প্রাসাদে রানি তাকে আলাদা ঘরে রাখত। যদিও সে শিক্ষিত মানুষ ছিল, তার আকারের কারণে সবাই তাকে শুধুই খেলনা হিসেবে ব্যবহার করত।

0
Updated: 1 month ago
How did Gulliver learn the Houyhnhnms’ language?
Created: 1 month ago
A
By practicing with the Yahoos
B
By studying their books
C
By living with a kind master horse
D
By listening secretly in meetings
গালিভারকে এক হুইনহ্নিম পরিবারের ঘোড়া আশ্রয় দেয়। সেই ঘোড়ার সঙ্গে থেকে সে তাদের ভাষা শেখে। সময়ের সঙ্গে সে এতটাই দক্ষ হয়ে ওঠে যে আলোচনায় অংশ নিতে পারে। এটি তাকে হুইনহ্নিম সমাজ বুঝতে সাহায্য করে।

1
Updated: 1 month ago
Who is the author of A Tale of a Tub?
Created: 1 month ago
A
John Bunyan
B
Alexander Pope
C
Jonathan Swift
D
Samuel Johnson
Jonathan Swift ছিলেন একজন আঙ্গলো-আইরিশ লেখক ও ইংরেজি ভাষার শ্রেষ্ঠ ব্যঙ্গকারদের একজন। তাঁর বিখ্যাত রচনা A Tale of a Tub একটি প্রখর গদ্য ব্যঙ্গরচনা, যা ১৬৯৬–১৬৯৯ সালের মধ্যে রচিত হয়। এটি Swift-এর প্রথম প্রধান কাজ হিসেবে স্বীকৃত এবং তিনটি ভাগে বিভক্ত—A Tale of a Tub, The Battle of the Books, এবং A Discourse Concerning the Mechanical Operation of the Spirit।
-
Swift তাঁর রচনায় টব বা tub–এর একটি রূপক ব্যবহার করেছেন। যেমন নাবিকরা তিমির দৃষ্টি আকর্ষণ এড়াতে সমুদ্রে টব ফেলে, তেমনই এই রচনা সমালোচকদের মনোযোগ অন্যদিকে সরিয়ে নেওয়ার একটি প্রলুব্ধক বা decoy হিসেবে কাজ করে।
-
মূল গ্রন্থটি এগারোটি ভাগে বিভক্ত, যেখানে খ্রিস্টধর্মের ইতিহাস এবং সমসাময়িক শিক্ষাবৃত্তি নিয়ে তীক্ষ্ণ ব্যঙ্গাত্মক আলোচনা করা হয়েছে।
-
Swift-এর parody, ironic digressions এবং কল্পনাশক্তির ব্যবহার এই রচনাটিকে বিশেষভাবে অনন্য করেছে।
Jonathan Swift (1667–1745) ছিলেন ধর্ম, রাজনীতি, সমাজ ও মানব প্রকৃতির ব্যঙ্গাত্মক সমালোচনার জন্য বিখ্যাত। তিনি অনেক সময় Isaac Bickerstaff ছদ্মনামে লিখতেন। তাঁর সর্বাধিক পরিচিত রচনা হলো Gulliver’s Travels, যা এখনও বিশ্বসাহিত্যের এক অনন্য ব্যঙ্গ-উপন্যাস হিসেবে বিবেচিত হয়।
-
Gulliver’s Travels (novel)
-
A Tale of a Tub (prose satire)
-
A Modest Proposal (satiric essay)
-
The Battle of the Books (book)
-
Journal to Stella (book)

0
Updated: 1 month ago