A
People cared only for abstract theories, not for practice
B
They wrote many books of religion
C
They built the largest libraries in the world
D
They were excellent in trade and navigation
উত্তরের বিবরণ
লাপুটার মানুষদের চিন্তা শুধু গণিত, সঙ্গীত আর জ্যোতির্বিজ্ঞানে সীমাবদ্ধ ছিল। কিন্তু কৃষি, অর্থনীতি বা বাস্তব কাজ নিয়ে তাদের কোনো মাথাব্যথা ছিল না। এজন্য তাদেরকে তত্ত্বচিন্তক বা "theorists" বলা হয়েছিল। সুইফট এখানে ইউরোপীয় বিজ্ঞানীদের ব্যঙ্গ করেছেন।

0
Updated: 1 week ago
How did Gulliver feel when ordered to leave the Houyhnhnms?
Created: 1 week ago
A
Excitement for returning home
B
Relief and happiness
C
Anger at their cruelty
D
Deep sorrow and despair
গালিভার হুইনহ্নিমদের সঙ্গে থাকতে এত অভ্যস্ত হয়ে পড়েছিল যে তাদের ছেড়ে যেতে হবে শুনে ভেঙে পড়ে। সে মনে করেছিল এই সমাজই আসল মানব সভ্যতার প্রতীক। তাই তাকে চলে যেতে হবে শুনে তার মনে গভীর দুঃখ জন্মায়।

0
Updated: 1 week ago
What did the Houyhnhnms symbolize in Swift’s satire?
Created: 1 week ago
A
Blind faith and superstition
B
Power of military strength
C
Success in trade and wealth
D
Ideal of rational and moral life
হুইনহ্নিমরা এমন এক সমাজের প্রতীক, যেখানে সবকিছু যুক্তি ও নৈতিকতার ওপর দাঁড়িয়ে আছে। তারা মিথ্যা, লোভ, যুদ্ধ কিছুই জানে না। সুইফট তাদের মাধ্যমে দেখিয়েছেন—মানুষ এমন হতে পারলে সমাজ হবে শান্তিপূর্ণ ও ন্যায়ভিত্তিক।

0
Updated: 1 week ago
Why did the King of Brobdingnag and the King of Luggnagg differ in attitude?
Created: 1 week ago
A
One rejected violence, the other valued honesty
B
One was cruel, the other was generous
C
One loved wealth, the other hated it
D
One wanted science, the other ignored it
ব্রবডিংনাগের রাজা গানপাউডার শুনে সেটিকে নিষ্ঠুর অস্ত্র বলে প্রত্যাখ্যান করেন। অন্যদিকে লাগনাগের রাজা গালিভারের সততা দেখে তাকে রক্ষা করেন এবং জাপানে পাঠান। উভয় রাজাই ভিন্নভাবে নৈতিকতার উদাহরণ তৈরি করেছেন। এতে সুইফট আদর্শ শাসকের রূপ এঁকেছেন।

0
Updated: 1 week ago