A
Old age is always a happy time
B
Immortality is a curse, not a blessing
C
Human life becomes wiser with age
D
Wealth ensures peace in old age
উত্তরের বিবরণ
প্রথমে গালিভার ভাবে অমরত্ব সৌভাগ্যের। কিন্তু স্ট্রাল্ডব্রাগস দেখে সে বুঝতে পারে—বার্ধক্য আসতে থাকে, কিন্তু মৃত্যু আসে না। ফলে তাদের জীবন কষ্টময় হয়ে ওঠে। এখানে সুইফট মানুষের অযৌক্তিক চাওয়াকে ব্যঙ্গ করেছেন এবং দেখিয়েছেন—মৃত্যুহীন জীবন আসলে অভিশাপ।

0
Updated: 1 week ago
What did the Houyhnhnms decide about Gulliver after some time?
Created: 1 week ago
A
He should leave their land
B
He should live as their servant
C
He should punish the Yahoos
D
He should stay among them
হুইনহ্নিমরা মনে করে গালিভার ইয়াহুর মতো হলেও ভিন্ন। তবে তাদের সমাজে এমন ব্যতিক্রম রাখা ঠিক হবে না। তাই সভায় সিদ্ধান্ত হয় গালিভারকে দেশ ছাড়তে হবে। এটি দেখায়—আদর্শ সমাজেও ভিন্নতাকে জায়গা দেওয়া সবসময় সহজ নয়।

0
Updated: 1 week ago
How did Gulliver impress the Lilliputians after being captured?
Created: 1 week ago
A
He behaved gently and calmly
B
He destroyed their enemies at once
C
He refused to eat their food
D
He shouted loudly for his freedom
গালিভার প্রথমে ভয়ে বাঁধা থাকলেও কোনো ক্ষতি করেনি। বরং সে শান্তভাবে খাবার গ্রহণ করে ও আক্রমণ না করে আত্মনিয়ন্ত্রণ দেখায়। লিলিপুটবাসীরা ভাবে সে যদি চাইত তবে সহজেই তাদের ধ্বংস করতে পারত। তার ভদ্র আচরণেই তারা মুগ্ধ হয়।

0
Updated: 1 week ago
What was Gulliver’s position in Brobdingnag society?
Created: 1 week ago
A
A toy and curiosity
B
A respected scholar
C
A soldier in the army
D
A servant in the palace
ব্রবডিংনাগবাসীরা গালিভারকে ছোট্ট খেলনা বা কৌতূহলের বস্তু হিসেবে দেখত। কৃষক তাকে প্রদর্শনীতে দেখাত, আর প্রাসাদে রানি তাকে আলাদা ঘরে রাখত। যদিও সে শিক্ষিত মানুষ ছিল, তার আকারের কারণে সবাই তাকে শুধুই খেলনা হিসেবে ব্যবহার করত।

0
Updated: 1 week ago