What moral lesson does Gulliver learn from the Struldbrugs?
A
Old age is always a happy time
B
Immortality is a curse, not a blessing
C
Human life becomes wiser with age
D
Wealth ensures peace in old age
উত্তরের বিবরণ
প্রথমে গালিভার ভাবে অমরত্ব সৌভাগ্যের। কিন্তু স্ট্রাল্ডব্রাগস দেখে সে বুঝতে পারে—বার্ধক্য আসতে থাকে, কিন্তু মৃত্যু আসে না। ফলে তাদের জীবন কষ্টময় হয়ে ওঠে। এখানে সুইফট মানুষের অযৌক্তিক চাওয়াকে ব্যঙ্গ করেছেন এবং দেখিয়েছেন—মৃত্যুহীন জীবন আসলে অভিশাপ।

0
Updated: 1 month ago
Who were the Yahoos?
Created: 1 month ago
A
Loyal servants of the Houyhnhnms
B
Brutish and dirty human-like creatures
C
Educated but greedy men
D
Giants living in caves
ইয়াহুরা ছিল পশুসুলভ, নোংরা ও হিংস্র মানুষসদৃশ প্রাণী। তারা স্বার্থপর, লোভী ও অসভ্য ছিল। সুইফট এদের মাধ্যমে মানবজাতির অমানবিক দিক ব্যঙ্গ করেছেন। গালিভার তাদের দেখে মানুষ সম্পর্কে ভীত ও হতাশ হয়ে পড়ে।

0
Updated: 1 month ago
What weapons do the Lilliputians use against Gulliver when they first encounter him?
Created: 4 weeks ago
A
Tiny daggers and spears.
B
Small but powerful muskets.
C
Bows and arrows.
D
Nets and ropes to capture him.
গুলিভার যখন প্রথম লিলিপুটের তীরে জেগে ওঠে এবং তার বাঁধন থেকে মুক্তি পাওয়ার চেষ্টা করে, তখন ছোট্ট অধিবাসীরা সংগঠিত সামরিক প্রতিরোধ চালায়।
-
তারা হাজার হাজার ছোট তীর ছুঁড়ে তাকে আক্রমণ করে, যা তার হাত ও মুখে সুঁইয়ের মতো চেঁচামেচি সৃষ্টি করে।
-
আক্রমণ গুরুতর আঘাত না দিলেও বেদনাদায়ক এবং এটি তাদের সংখ্যা ও দৃঢ়তা প্রদর্শন করে।
-
এই অভিজ্ঞতার কারণে গালিভার শান্ত হয়ে পড়ে এবং আর স্থানচ্যুত হওয়ার চেষ্টা করে না।

0
Updated: 4 weeks ago
Misanthropist means _____.
Created: 2 months ago
A
One who flirts with ladies
B
A person of narrow views
C
A hater of mankind
D
One who believes that God is in everything
মানুষের প্রতি যার বিদ্বেষ আছে তাকে বলা হয় Misanthropist (মানববিদ্বেষী); অন্যদিকে মানুষের প্রতি যার উদারতা আছে তাকে বলা হয় philanthropist (মানবপ্রেমী)।

0
Updated: 2 months ago