A
Glory of mathematics
B
Misuse of abstract science
C
Peaceful life of musicians
D
A perfect scientific utopia
উত্তরের বিবরণ
লাপুটায় মানুষরা কেবল গণিত ও সঙ্গীত নিয়ে ব্যস্ত ছিল। বাস্তব জীবনের কৃষি, শিল্প বা প্রশাসন অবহেলিত ছিল। এর মাধ্যমে সুইফট দেখিয়েছেন—অতিরিক্ত বিমূর্ত বিজ্ঞানচর্চা মানুষের বাস্তব জীবনকে ধ্বংস করে। এটি মূলত ইউরোপীয় বিজ্ঞানীদের অকার্যকর গবেষণার প্রতি ব্যঙ্গ।

0
Updated: 1 week ago
What was unusual about the island of Laputa?
Created: 1 week ago
A
It moved under the sea
B
It was made of gold
C
It had only magicians
D
It floated in the air
লাপুটার সবচেয়ে অদ্ভুত বৈশিষ্ট্য ছিল এটি ভাসমান দ্বীপ। এটি আকাশে ভেসে চলত এবং চুম্বক শক্তির দ্বারা নিচের দিকে নেমে আসত বা ওপরে উঠত। এই ভাসমান দ্বীপকে সুইফট ব্যবহার করেছেন বিজ্ঞান ও প্রযুক্তির অযৌক্তিক ব্যবহারের ব্যঙ্গ করতে।

0
Updated: 1 week ago
Why did the Houyhnhnms distrust the Yahoos?
Created: 1 week ago
A
They were wise but dishonest
B
They were lazy but harmless
C
They were violent and greedy
D
They were weak and sickly
ইয়াহুরা ছিল হিংস্র, নোংরা ও লোভী। তারা সম্পদ, খাবার ও চকচকে জিনিসের জন্য লড়াই করত। তাই হুইনহ্নিমরা সবসময় তাদের থেকে দূরে থাকত। এটি মানুষের স্বভাবের অমানবিক ও পশুসুলভ দিককে ব্যঙ্গ করেছে।

0
Updated: 1 week ago
How did Gulliver view the King of Brobdingnag?
Created: 1 week ago
A
As wise and morally upright
B
As cruel and arrogant
C
As ignorant of politics
D
As weak and careless
গালিভার রাজাকে ন্যায়পরায়ণ, জ্ঞানী ও সৎ শাসক হিসেবে বর্ণনা করে। যদিও রাজা ইংল্যান্ডকে ব্যঙ্গ করেন, তবুও গালিভার বুঝতে পারে তিনি উচ্চ নৈতিকতার অধিকারী। রাজা স্বার্থপরতা নয়, বরং ন্যায়ের পথে চলেন। এর মাধ্যমে সুইফট এক আদর্শ শাসকের প্রতিচ্ছবি দিয়েছেন।

0
Updated: 1 week ago