A
Very short and fat
B
Extremely tall and thin
C
One eye turned inward and the other upward
D
Dark skin and red hair
উত্তরের বিবরণ
লাপুটার মানুষের চোখের অবস্থান ছিল অদ্ভুত—একটি চোখ ভেতরের দিকে, আরেকটি আকাশের দিকে। এটি প্রতীকীভাবে বোঝায় তারা সবসময় গণনা ও আকাশে ব্যস্ত থাকত, বাস্তব জীবনের প্রতি নজর ছিল না। সুইফট এটি ব্যবহার করেছেন ব্যঙ্গাত্মকভাবে।

0
Updated: 1 week ago
What did the King of Brobdingnag think about English politics?
Created: 1 week ago
A
He admired it greatly
B
He laughed at its corruption
C
He wanted to copy it
D
He ignored it completely
গালিভার ইংল্যান্ডের রাজনীতি ও সামরিক শক্তির গর্ব করে বলেছিল। কিন্তু ব্রবডিংনাগের রাজা এসব শুনে বিস্মিত ও মজা পান। তিনি বলেন, এত ছোট মানুষ এত দুর্নীতি ও লোভে ভরা রাজনীতি চালায়—এটা হাস্যকর। এখানে সুইফট ব্যঙ্গ করেছেন ইউরোপীয় রাজনীতিকে।

0
Updated: 1 week ago
Why did the King of Brobdingnag and the King of Luggnagg differ in attitude?
Created: 1 week ago
A
One rejected violence, the other valued honesty
B
One was cruel, the other was generous
C
One loved wealth, the other hated it
D
One wanted science, the other ignored it
ব্রবডিংনাগের রাজা গানপাউডার শুনে সেটিকে নিষ্ঠুর অস্ত্র বলে প্রত্যাখ্যান করেন। অন্যদিকে লাগনাগের রাজা গালিভারের সততা দেখে তাকে রক্ষা করেন এবং জাপানে পাঠান। উভয় রাজাই ভিন্নভাবে নৈতিকতার উদাহরণ তৈরি করেছেন। এতে সুইফট আদর্শ শাসকের রূপ এঁকেছেন।

0
Updated: 1 week ago
How did Gulliver feel when the giant flies and wasps attacked him?
Created: 1 week ago
A
He was terrified and helpless
B
He fought bravely with his sword
C
He hid under Glumdalclitch’s bed
D
He ignored them as harmless
গালিভার এত ছোট হওয়ায় সাধারণ মাছি ও বোলতার মতো পোকাও তার জন্য ভয়ংকর হয়ে ওঠে। অনেক সময় তাকে কামড়ায় বা আক্রমণ করে। এসব মুহূর্তে গালিভার ভীষণ ভীত হয় এবং নিজেকে অসহায় মনে করে। এতে আকারের বৈপরীত্য আরও স্পষ্ট হয়।

1
Updated: 1 week ago