A
Pictures of gold and jewels
B
Symbols of swords and shields
C
Designs of ships and waves
D
Figures of suns, moons, and musical instruments
উত্তরের বিবরণ
লাপুটার মানুষরা তাদের পোশাকে সূর্য, চাঁদ, বাদ্যযন্ত্র ইত্যাদির ছবি আঁকত। এগুলো তাদের চিন্তার জগতকে প্রকাশ করত। এতে বোঝা যায় তারা শুধু আকাশ আর সঙ্গীতেই ডুবে থাকত, বাস্তব জীবনে তাদের তেমন আগ্রহ ছিল না।

0
Updated: 1 week ago
How did Gulliver travel around the palace safely?
Created: 1 week ago
A
He was carried in a small box
B
He rode on Glumdalclitch’s shoulder
C
He used a tiny cart made for him
D
He always walked with guards
গালিভারের নিরাপত্তার জন্য তার জন্য বিশেষ একটি কাঠের বাক্স বানানো হয়েছিল। গ্লামডালক্লিচ সেই বাক্সে করে তাকে প্রাসাদের ভেতরে-বাইরে বহন করত। এতে গালিভার দুর্ঘটনা বা দৈত্যদের আঘাত থেকে রক্ষা পেত। এই বাক্সটি তার ছোট ঘরের মতো ছিল।

0
Updated: 1 week ago
How did Gulliver feel when ordered to leave the Houyhnhnms?
Created: 1 week ago
A
Excitement for returning home
B
Relief and happiness
C
Anger at their cruelty
D
Deep sorrow and despair
গালিভার হুইনহ্নিমদের সঙ্গে থাকতে এত অভ্যস্ত হয়ে পড়েছিল যে তাদের ছেড়ে যেতে হবে শুনে ভেঙে পড়ে। সে মনে করেছিল এই সমাজই আসল মানব সভ্যতার প্রতীক। তাই তাকে চলে যেতে হবে শুনে তার মনে গভীর দুঃখ জন্মায়।

0
Updated: 1 week ago
How did Gulliver finally manage to leave Lilliput?
Created: 1 week ago
A
By being pardoned by Lilliput’s ministers
B
By building his own raft secretly
C
By swimming into the ocean
D
With the help of Blefuscu’s Emperor
লিলিপুটে শত্রু তৈরি হওয়ার পর গালিভার ব্লেফুস্কুর সম্রাটের শরণাপন্ন হয়। ব্লেফুস্কুর সম্রাট তাকে রক্ষা করে এবং পালানোর সুযোগ দেয়। পরে গালিভার একটি ফেলে দেওয়া বড় নৌকা মেরামত করে সমুদ্রপথে দেশ ছাড়ে। তাই প্রকৃত সাহায্য এসেছিল ব্লেফুস্কুর দিক থেকেই।

0
Updated: 1 week ago