What did Laputans wear on their clothes to show their interests?
A
Pictures of gold and jewels
B
Symbols of swords and shields
C
Designs of ships and waves
D
Figures of suns, moons, and musical instruments
উত্তরের বিবরণ
লাপুটার মানুষরা তাদের পোশাকে সূর্য, চাঁদ, বাদ্যযন্ত্র ইত্যাদির ছবি আঁকত। এগুলো তাদের চিন্তার জগতকে প্রকাশ করত। এতে বোঝা যায় তারা শুধু আকাশ আর সঙ্গীতেই ডুবে থাকত, বাস্তব জীবনে তাদের তেমন আগ্রহ ছিল না।

1
Updated: 1 month ago
In Brobdingnag, how does the King react when Gulliver describes England’s political and military system?
Created: 2 weeks ago
A
He admires the system as wise and progressive.
B
He expresses neutrality, refusing to judge another nation.
C
He calls the English people “odious vermin” for their corruption.
D
He promises to adopt England’s system in Brobdingnag.
Brobdingnag অধ্যায়ে Gulliver ইংল্যান্ডের রাজনৈতিক ও সামরিক ব্যবস্থা নিয়ে গর্ব করে। কিন্তু Brobdingnag-এর রাজা সেটি শোনার পর বিস্মিত ও ঘৃণাভরে ইংরেজদের “odious vermin” বলে অভিহিত করেন।
তিনি মনে করেন, ইংরেজরা লোভী, দুর্নীতিগ্রস্ত, এবং একে অপরের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত।
এটি Swift-এর ব্যঙ্গাত্মক দৃষ্টিভঙ্গির একটি গুরুত্বপূর্ণ অংশ। Gulliver গর্বের সঙ্গে যা উপস্থাপন করে, তা রাজা নৈতিকভাবে ভয়ঙ্কর মনে করেন। এর মাধ্যমে বোঝা যায়, ইউরোপীয় সভ্যতা যে উন্নত বলে মনে করে, বাইরের দৃষ্টিকোণ থেকে তা পশ্চাৎপদ, নৈতিকভাবে দুর্বল এবং কুৎসিত।
অতএব, রাজা Brobdingnag আসলে Swift-এর কণ্ঠস্বর। তিনি দেখিয়েছেন, ইংল্যান্ডের সভ্যতা বাহ্যিকভাবে শক্তিশালী হলেও ভিতরে দুর্নীতি ও স্বার্থপরতায় পূর্ণ।

1
Updated: 2 weeks ago
What was the King’s final opinion about the English people?
Created: 1 month ago
A
They were noble and wise
B
They were selfish and corrupt
C
They were brave and generous
D
They were peace-loving and kind
গালিভার যখন ইংল্যান্ডের রাজনীতি, রাজাদের যুদ্ধ, মন্ত্রীদের ষড়যন্ত্র ইত্যাদি বর্ণনা করে, তখন ব্রবডিংনাগের রাজা তাচ্ছিল্য করেন। তিনি বলেন, ইংরেজরা লোভী, দুর্নীতিগ্রস্ত ও স্বার্থপর। এর মাধ্যমে সুইফট দেখিয়েছেন ইউরোপের তৎকালীন রাজনৈতিক অবস্থার ব্যঙ্গচিত্র।

0
Updated: 1 month ago
What is the fundamental principle that governs Houyhnhnm society?
Created: 4 weeks ago
A
Friendship
B
Tradition
C
Reason
D
Power
Houyhnhnm সমাজ পুরোপুরি দাঁড়িয়ে আছে pure, uncorrupted Reason এর উপর। তাদের প্রতিটি কাজ, আইন এবং সামাজিক কাঠামোর একমাত্র নির্দেশক নীতি হচ্ছে Reason।
তারা এমন এক জাতি হিসেবে দেখানো হয়েছে যারা প্রকৃতির নিয়ম মেনে বেঁচে থাকে, যেখানে তাদের চালনা করে logic, কিন্তু কোনভাবেই emotion, vice, বা selfish desire নয়।
-
Part IV, Chapter 8 এ Gulliver স্পষ্টভাবে বলেন:
"As these noble Houyhnhnms are endowed by nature with a general disposition to all virtues, and have no conceptions or ideas of what is evil in a rational creature, so their grand maxim is, to cultivate reason, and to be wholly governed by it." -
এর মানে হলো তারা কোন law এর প্রয়োজন অনুভব করে না, কারণ তারা কখনোই unreasonable আচরণ করতে সক্ষম নয়।
-
তারা lying ("the thing which was not"), greed, বা মানুষের মধ্যে প্রচলিত অন্যান্য vices বোঝেই না।
-
তাদের debates and decisions সবসময় community-এর মঙ্গলের জন্য সবচেয়ে logical এবং truthful solution খুঁজে বের করার উদ্দেশ্যে হয়।
-
সুতরাং বলা যায়, তাদের অস্তিত্বের absolute ভিত্তি হলো Reason।

0
Updated: 2 weeks ago