A
A blue spot above the left eyebrow
B
A black circle on the forehead
C
A red dot above the left eyebrow
D
A golden ring on the hand
উত্তরের বিবরণ
লাগনাগে স্ট্রাল্ডব্রাগসদের আলাদা করে চেনার জন্য তাদের বাম ভ্রুর ওপর নীল দাগ থাকত। এ দাগ জন্মের সময় থেকেই থাকত। এর মাধ্যমে মানুষ বুঝতে পারত যে সে অমর। কিন্তু অমরত্ব তাদের জন্য সুখের বদলে দুঃখ বয়ে আনে।

0
Updated: 1 week ago
What was the main political conflict in Lilliput?
Created: 1 week ago
A
Dispute about trade with foreign countries
B
Argument over land ownership
C
Struggle for choosing the Emperor’s successor
D
War with Blefuscu over egg-breaking custom
লিলিপুটের লোকেরা বলত ডিম ছোট দিক দিয়ে ভাঙতে হবে। তাদের শত্রু রাষ্ট্র ব্লেফুস্কুর লোকেরা বলত ডিম বড় দিক দিয়ে ভাঙতে হবে। এই ভিন্নমত থেকেই দুই দেশের মধ্যে দীর্ঘ রাজনৈতিক ও সামরিক দ্বন্দ্ব শুরু হয়। তাই ডিম ভাঙার সমস্যা শুধু লিলিপুটের ভেতরে নয়, বরং লিলিপুট ও ব্লেফুস্কু—দুটো রাষ্ট্রের মধ্যকার যুদ্ধের মূল কারণ। আসলে সুইফট এর মাধ্যমে ইউরোপের ক্যাথলিক বনাম প্রোটেস্ট্যান্ট দ্বন্দ্ব ব্যঙ্গ করেছেন।

0
Updated: 1 week ago
Why did Gulliver become unpopular among Lilliputian ministers?
Created: 1 week ago
A
He secretly met Blefuscu’s soldiers
B
He demanded higher food supplies
C
He insulted their religious customs
D
He refused to follow their selfish plans
লিলিপুটের অনেক মন্ত্রী রাজনীতিতে স্বার্থপর ছিল। তারা চেয়েছিল গালিভার সম্রাটের প্রতিটি আদেশ অন্ধভাবে পালন করুক। কিন্তু গালিভার যখন নিষ্ঠুর বা অন্যায় সিদ্ধান্ত মানেনি, তখন মন্ত্রীরা তার বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করে। এতে গালিভার ধীরে ধীরে তাদের অপছন্দের পাত্র হয়ে ওঠে।

0
Updated: 1 week ago
Why did Gulliver enjoy his visit to Glubbdubdrib?
Created: 1 week ago
A
He discovered new sciences
B
He learned magical tricks
C
He found treasures of gold
D
He could meet famous dead people
গ্লাবডাবড্রিবের গভর্নর মৃতদের আত্মা ডাকতে পারত। গালিভার এ সুযোগে হোমার, আলেকজান্ডার, সিজারের মতো ঐতিহাসিক ব্যক্তির সঙ্গে দেখা করে। এতে সে ইতিহাসের সত্যতা উপলব্ধি করে। সুইফট এখানে দেখিয়েছেন—বর্তমান সমাজ অতীত থেকে শিক্ষা নিতে ব্যর্থ হয়েছে।

0
Updated: 1 week ago