What special mark did Struldbrugs have?
A
A blue spot above the left eyebrow
B
A black circle on the forehead
C
A red dot above the left eyebrow
D
A golden ring on the hand
উত্তরের বিবরণ
লাগনাগে স্ট্রাল্ডব্রাগসদের আলাদা করে চেনার জন্য তাদের বাম ভ্রুর ওপর নীল দাগ থাকত। এ দাগ জন্মের সময় থেকেই থাকত। এর মাধ্যমে মানুষ বুঝতে পারত যে সে অমর। কিন্তু অমরত্ব তাদের জন্য সুখের বদলে দুঃখ বয়ে আনে।

0
Updated: 1 month ago
In the quote, what does “break their eggs at the convenient end” symbolize?
Created: 1 month ago
A
Practical religious tolerance
B
Foolish religious disputes
C
The science of eating habits
D
Political loyalty to the Emperor
ডিম ভাঙার এই রূপক আসলে ইউরোপের ক্যাথলিক ও প্রোটেস্ট্যান্ট দ্বন্দ্বের ব্যঙ্গ। তুচ্ছ বিষয়ে যে ভয়ংকর যুদ্ধ শুরু হতে পারে, তা সুইফট ব্যঙ্গাত্মকভাবে দেখিয়েছেন। ডিম ভাঙার দিক মানে ছোট ধর্মীয় পার্থক্য, যা বাস্তবে বড় সংঘাত তৈরি করে।

0
Updated: 1 month ago
How did Gulliver behave with his family after returning from the Houyhnhnms?
Created: 1 month ago
A
He could not bear their human smell and avoided them
B
He taught them Houyhnhnm language
C
He tried to take them back to the land of horses
D
He lived happily with them
দেশে ফিরে গালিভার মানুষের গন্ধও সহ্য করতে পারত না। স্ত্রী-সন্তানের কাছ থেকেও দূরে থাকত এবং ঘোড়ার সঙ্গে সময় কাটাত। এটি দেখায় তার মন পুরোপুরি বদলে গিয়েছিল।

0
Updated: 1 month ago
Who first discovered Gulliver in Brobdingnag?
Created: 1 month ago
A
A farmer
B
The Queen
C
The King
D
A fisherman
গালিভার প্রথমে এক বিশাল কৃষকের চোখে পড়ে। কৃষক তাকে খেলনার মতো ছোট দেখে অবাক হয়। পরে কৃষক তাকে বাড়িতে নিয়ে যায় এবং প্রদর্শনীর জন্য ব্যবহার করতে থাকে। এখান থেকেই তার ব্রবডিংনাগের জীবনের শুরু।

0
Updated: 1 month ago