A
Strange and useless experiments
B
Military training for war
C
Libraries and education
D
Trading and business
উত্তরের বিবরণ
বালনিবার্বির রাজধানী লাগাডোর অ্যাকাডেমিতে বিজ্ঞানীরা অবাস্তব ও অদ্ভুত গবেষণা করত। যেমন—শসা দিয়ে রোদ বানানো বা বরফ থেকে আগুন তৈরি করা। এসবের কোনো বাস্তব ফল ছিল না। এর মাধ্যমে সুইফট অকার্যকর বৈজ্ঞানিক পরীক্ষা ও অপচয়কে ব্যঙ্গ করেছেন।

0
Updated: 1 week ago
What did the conflict between High Heels and Low Heels in Lilliput symbolize?
Created: 1 week ago
A
Political divisions like Whigs and Tories in England
B
Social classes of rich and poor
C
Differences between men and women
D
Rivalry between soldiers and sailors
লিলিপুটে “হাই হিল” আর “লো হিল” বিভাজন আসলে ইংল্যান্ডের তৎকালীন রাজনৈতিক দল—হুইগ ও টোরিদের প্রতীক। সুইফট দেখিয়েছেন কিভাবে তুচ্ছ কারণে রাজনৈতিক দলাদলি সমাজে বড় বিভাজন তৈরি করে।

0
Updated: 1 week ago
What was the root cause of Big-endians vs. Little-endians war?Disagreement on farming methods
Created: 1 week ago
A
Disagreement on farming methods
B
Dispute over breaking eggs at different ends
C
Rivalry over gold mines
D
Argument about land division
বিগ-এন্ডিয়ান ও লিটল-এন্ডিয়ানদের মধ্যে যুদ্ধ হয়েছিল ডিম কোন দিক দিয়ে ভাঙা উচিত তা নিয়ে। একদল বড় দিক দিয়ে, আরেক দল ছোট দিক দিয়ে ভাঙতে চাইত। সুইফট এটিকে ব্যবহার করেছেন ধর্মীয় বিভাজনের ব্যঙ্গচিত্র হিসেবে।

0
Updated: 1 week ago
How did Gulliver behave with his family after returning from the Houyhnhnms?
Created: 1 week ago
A
He could not bear their human smell and avoided them
B
He taught them Houyhnhnm language
C
He tried to take them back to the land of horses
D
He lived happily with them
দেশে ফিরে গালিভার মানুষের গন্ধও সহ্য করতে পারত না। স্ত্রী-সন্তানের কাছ থেকেও দূরে থাকত এবং ঘোড়ার সঙ্গে সময় কাটাত। এটি দেখায় তার মন পুরোপুরি বদলে গিয়েছিল।

0
Updated: 1 week ago