What was the Academy of Lagado in Balnibarbi famous for?
A
Strange and useless experiments
B
Military training for war
C
Libraries and education
D
Trading and business
উত্তরের বিবরণ
বালনিবার্বির রাজধানী লাগাডোর অ্যাকাডেমিতে বিজ্ঞানীরা অবাস্তব ও অদ্ভুত গবেষণা করত। যেমন—শসা দিয়ে রোদ বানানো বা বরফ থেকে আগুন তৈরি করা। এসবের কোনো বাস্তব ফল ছিল না। এর মাধ্যমে সুইফট অকার্যকর বৈজ্ঞানিক পরীক্ষা ও অপচয়কে ব্যঙ্গ করেছেন।

0
Updated: 1 month ago
What did the King of Brobdingnag think about English politics?
Created: 1 month ago
A
He admired it greatly
B
He laughed at its corruption
C
He wanted to copy it
D
He ignored it completely
গালিভার ইংল্যান্ডের রাজনীতি ও সামরিক শক্তির গর্ব করে বলেছিল। কিন্তু ব্রবডিংনাগের রাজা এসব শুনে বিস্মিত ও মজা পান। তিনি বলেন, এত ছোট মানুষ এত দুর্নীতি ও লোভে ভরা রাজনীতি চালায়—এটা হাস্যকর। এখানে সুইফট ব্যঙ্গ করেছেন ইউরোপীয় রাজনীতিকে।

0
Updated: 1 month ago
How did Gulliver learn the Houyhnhnms’ language?
Created: 1 month ago
A
By practicing with the Yahoos
B
By studying their books
C
By living with a kind master horse
D
By listening secretly in meetings
গালিভারকে এক হুইনহ্নিম পরিবারের ঘোড়া আশ্রয় দেয়। সেই ঘোড়ার সঙ্গে থেকে সে তাদের ভাষা শেখে। সময়ের সঙ্গে সে এতটাই দক্ষ হয়ে ওঠে যে আলোচনায় অংশ নিতে পারে। এটি তাকে হুইনহ্নিম সমাজ বুঝতে সাহায্য করে।

1
Updated: 1 month ago
What was the greatest shock for Gulliver in Houyhnhnm land?
Created: 1 month ago
A
Humans were worse than animals
B
Horses ruled over men
C
Food was always scarce
D
There was no wealth or trade
ইয়াহুদের দেখে গালিভার বুঝতে পারে মানুষ কখনো কখনো পশুর চেয়েও নিকৃষ্ট হতে পারে। হুইনহ্নিমরা যুক্তি ও সত্যে বাঁচে, আর মানুষ (ইয়াহুর প্রতীক) লোভ ও হিংসায় ভরা। এই উপলব্ধি গালিভারের চিন্তাধারা পুরো পাল্টে দেয়।

0
Updated: 1 month ago