What problem did Laputan wives often create for the men?
A
They ran away with strangers from Balnibarbi
B
They refused to learn mathematics
C
They disliked music and art
D
They destroyed scientific instruments
উত্তরের বিবরণ
লাপুটার পুরুষরা এতটাই তত্ত্বচিন্তায় ব্যস্ত ছিল যে তারা স্ত্রীদের উপেক্ষা করত। ফলে অনেক নারী নিচে বালনিবার্বির পুরুষদের সঙ্গে পালিয়ে যেত। সুইফট এভাবে দেখিয়েছেন—অতিরিক্ত তত্ত্বচর্চা পারিবারিক জীবন ধ্বংস করে।

0
Updated: 1 month ago
How did Gulliver view the King of Brobdingnag?
Created: 1 month ago
A
As wise and morally upright
B
As cruel and arrogant
C
As ignorant of politics
D
As weak and careless
গালিভার রাজাকে ন্যায়পরায়ণ, জ্ঞানী ও সৎ শাসক হিসেবে বর্ণনা করে। যদিও রাজা ইংল্যান্ডকে ব্যঙ্গ করেন, তবুও গালিভার বুঝতে পারে তিনি উচ্চ নৈতিকতার অধিকারী। রাজা স্বার্থপরতা নয়, বরং ন্যায়ের পথে চলেন। এর মাধ্যমে সুইফট এক আদর্শ শাসকের প্রতিচ্ছবি দিয়েছেন।

0
Updated: 1 month ago
What did Laputans wear on their clothes to show their interests?
Created: 1 month ago
A
Pictures of gold and jewels
B
Symbols of swords and shields
C
Designs of ships and waves
D
Figures of suns, moons, and musical instruments
লাপুটার মানুষরা তাদের পোশাকে সূর্য, চাঁদ, বাদ্যযন্ত্র ইত্যাদির ছবি আঁকত। এগুলো তাদের চিন্তার জগতকে প্রকাশ করত। এতে বোঝা যায় তারা শুধু আকাশ আর সঙ্গীতেই ডুবে থাকত, বাস্তব জীবনে তাদের তেমন আগ্রহ ছিল না।

1
Updated: 1 month ago
"the most pernicious Race of little odious Vermin that Nature ever suffered to crawl upon the Surface of the Earth" is said by whom?
Created: 4 weeks ago
A
The King of Brobdingnag
B
The Emperor of Liliput
C
A Houyhnhnm
D
Lemuel Gulliver
গালিভারের দ্বিতীয় যাত্রায়, তিনি ব্রবডিংনাগের দৈত্যদের মাঝে একটি ক্ষুদ্র প্রাণী হয়ে যান এবং তার ছোট কায়েমাপন্নতা পূরণ করার জন্য দেশভক্তির মাধ্যমে গর্ব প্রকাশ করেন, নিজ দেশকে প্রসংসা করেন।
-
এই গর্ব ব্রবডিংনাগের রাজার তীব্র সমালোচনার উদ্রেক করে।
-
গালিভার যখন ইউরোপের, বিশেষত ইংল্যান্ডের, সমাজ, রাজনীতি ও ইতিহাসের বর্ণনা দেয়, তখন রাজা সাজানো ষড়যন্ত্র, বিদ্রোহ, হত্যা এবং গণহত্যার গল্পগুলো শুনে ভয়ানকভাবে স্তম্ভিত হন।
-
রাজার মন্তব্য অনুযায়ী, ইংরেজরা অবশ্যই "সবচেয়ে ক্ষতিকারক, ছোট, ঘৃণ্য পোকামাকড়ের জাতি, যা প্রকৃতি কখনও পৃথিবীর পৃষ্ঠে চলতে দেয়নি"।
-
এই উক্তি গ্যালিভারের নিজের সমাজের গভীর ত্রুটির প্রতি অন্ধত্বকে তুলে ধরে এবং ইউরোপীয় সভ্যতার তীব্র ব্যঙ্গাত্মক সমালোচনা হিসেবে কাজ করে।

0
Updated: 4 weeks ago