How did Gulliver finally reach Japan?
A
By secretly escaping with a sailor
B
By taking permission from Luggnagg’s King
C
By floating on a raft
D
By being rescued by pirates
উত্তরের বিবরণ
লাগনাগ থেকে গালিভার জাপানে যাওয়ার অনুমতি পায়। রাজা তাকে নিরাপদে জাপানে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করেন। পরে জাপান থেকেই গালিভার ইংল্যান্ডে ফেরার সুযোগ খুঁজে নেয়। এই সফরে তার ভ্রমণ পর্বটি নতুনভাবে সম্পূর্ণ হয়।

1
Updated: 1 month ago
Gulliver's Travels is written by -
Created: 1 month ago
A
Jonathan Swift
B
Thomas Hardy
C
Jane Austen
D
Charlotte Bronte
Gulliver's Travels
-
Author: Jonathan Swift
-
এটি ৪ খন্ডের একটি satirical novel
-
সম্পূর্ণ শিরোনাম: Travels into Several Remote Places in the World
-
প্রকাশিত: 1726
-
এটি 18th century-এর একটি বিখ্যাত satire
Summary:
-
Lemuel Gulliver সমুদ্র ভ্রমণে বের হয় এবং পথে ঝড়ে জাহাজ ভেঙ্গে যায়।
-
তিনি বেঁচে যান এবং একটি অদ্ভুত দেশে পৌঁছান, যেখানে লোকদের উচ্চতা ৬ ইঞ্চির নিচে।
-
Gulliver-এর বিশাল দেহ লিলিপুটদের নানা কাজে আসে, এমনকি পার্শ্ববর্তী রাজ্য Blefuscu-র সাথে চলমান যুদ্ধেও সাহায্য করে।
-
এক পর্যায়ে তিনি লিলিপুটদের রোষের শিকার হন এবং শাস্তি হিসেবে চোখ তুলে ফেলার হুমকি পান।
-
শেষ পর্যন্ত শাস্তি এড়াতে সক্ষম হন এবং বেঁচে ফিরে আসেন।
Jonathan Swift
-
ইংরেজি সাহিত্যের একজন বিখ্যাত satirist
-
Augustan age-এর একজন লেখক
-
Anglo-Irish author এবং clergyman
-
ছদ্মনাম: Isaac Bickerstaff
Famous Works:
-
Gulliver's Travels
-
A Tale of a Tub
-
A Modest Proposal
-
The Battle of Books
উৎস:

0
Updated: 1 month ago
What did Gulliver find in Balnibarbi?
Created: 1 month ago
A
A rich and peaceful country
B
Failed scientific experiments everywhere
C
A land ruled by magicians
D
A place of giants
বালনিবার্বি ছিল লাপুটার শাসনের অধীন একটি দেশ। এখানে গালিভার দেখে যে কৃষি, শিল্প ও সমাজ সব নষ্ট হয়ে গেছে, কারণ সবকিছু অকার্যকর বৈজ্ঞানিক পরীক্ষার হাতে ছেড়ে দেওয়া হয়েছে। এতে সুইফট ব্যঙ্গ করেছেন অকার্যকর গবেষণা ও অপপ্রয়োগকে।

1
Updated: 1 month ago
On arriving England, Gulliver decided to spend his time:
Created: 4 weeks ago
A
In reading
B
In research
C
In his garden at Redriff
D
None of A, B, and C
Gulliver যখন Houyhnhnms-এর দেশ থেকে শেষবার ইংল্যান্ডে ফেরে, তখন সে মানুষের প্রতি গভীর ঘৃণা অনুভব করে, কারণ সে তাদের despicable Yahoos হিসেবে দেখে।নিজের পরিবারের উপস্থিতিও সে সহ্য করতে পারে না।
• এই অবস্থার সঙ্গে মানিয়ে নিতে, সে দুটি ঘোড়া কেনে এবং প্রতিদিন অন্তত চার ঘণ্টা তাদের সঙ্গে stables-এ কথা বলে কাটায়।
• তার অন্যান্য প্রধান কাজ, যা সে বইয়ের শেষে উল্লেখ করে, হলো তার household পরিচালনা করা এবং Redriff-এ তার বাড়ির garden-এ কাজ করা।
• এই সব কাজের মাধ্যমে সে যতটা সম্ভব মানুষের সংস্পর্শ এড়িয়ে চলতে পারে।

0
Updated: 2 weeks ago