A
By secretly escaping with a sailor
B
By taking permission from Luggnagg’s King
C
By floating on a raft
D
By being rescued by pirates
উত্তরের বিবরণ
লাগনাগ থেকে গালিভার জাপানে যাওয়ার অনুমতি পায়। রাজা তাকে নিরাপদে জাপানে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করেন। পরে জাপান থেকেই গালিভার ইংল্যান্ডে ফেরার সুযোগ খুঁজে নেয়। এই সফরে তার ভ্রমণ পর্বটি নতুনভাবে সম্পূর্ণ হয়।

0
Updated: 1 week ago
How did the Queen of Brobdingnag treat Gulliver?
Created: 1 week ago
A
With kindness and care
B
As a prisoner
C
As a scientific object
D
With neglect and cruelty
কৃষক গালিভারকে রাজার প্রাসাদে বিক্রি করে দিলে রানি তাকে স্নেহ করেন। তিনি গালিভারের থাকার জন্য একটি ছোট্ট ঘর তৈরি করান এবং তার খাবার, নিরাপত্তা সবকিছু দেখাশোনা করেন। এতে গালিভার অনেক স্বস্তি পায়।

0
Updated: 1 week ago
How did Gulliver finally escape from Lilliput?
Created: 1 week ago
A
He was welcomed by Blefuscu’s Emperor
B
He secretly built a boat at night
C
He swam away when guards slept
D
He was pardoned by the Lilliputian Emperor
লিলিপুটে ষড়যন্ত্র শুরু হলে গালিভার বিপদে পড়ে। সে ব্লেফুস্কুর সম্রাটের আশ্রয় নেয়। ব্লেফুস্কুর রাজা তাকে সসম্মানে গ্রহণ করে এবং পালানোর সুযোগ দেয়। পরে গালিভার সেখানে একটি বড় নৌকা মেরামত করে নিজ দেশে ফেরার প্রস্তুতি নেয়।

1
Updated: 1 week ago
What did the conflict between High Heels and Low Heels in Lilliput symbolize?
Created: 1 week ago
A
Political divisions like Whigs and Tories in England
B
Social classes of rich and poor
C
Differences between men and women
D
Rivalry between soldiers and sailors
লিলিপুটে “হাই হিল” আর “লো হিল” বিভাজন আসলে ইংল্যান্ডের তৎকালীন রাজনৈতিক দল—হুইগ ও টোরিদের প্রতীক। সুইফট দেখিয়েছেন কিভাবে তুচ্ছ কারণে রাজনৈতিক দলাদলি সমাজে বড় বিভাজন তৈরি করে।

0
Updated: 1 week ago