A
They were hated by society
B
They became old but never died
C
They were poor without wealth
D
They were punished by the King
উত্তরের বিবরণ
স্ট্রাল্ডব্রাগসরা কখনো মারা যেত না, কিন্তু বয়স থামত না। ফলে তারা বার্ধক্যে দুর্বল, অসুস্থ ও একাকী হয়ে পড়ত। মৃত্যুহীন জীবন তাদের জন্য যন্ত্রণার হয়ে দাঁড়ায়। গালিভার বুঝতে পারে—অমরত্ব মানেই সুখ নয়, বরং অভিশাপ হতে পারে।

0
Updated: 1 week ago
How did Gulliver finally manage to leave Lilliput?
Created: 1 week ago
A
By being pardoned by Lilliput’s ministers
B
By building his own raft secretly
C
By swimming into the ocean
D
With the help of Blefuscu’s Emperor
লিলিপুটে শত্রু তৈরি হওয়ার পর গালিভার ব্লেফুস্কুর সম্রাটের শরণাপন্ন হয়। ব্লেফুস্কুর সম্রাট তাকে রক্ষা করে এবং পালানোর সুযোগ দেয়। পরে গালিভার একটি ফেলে দেওয়া বড় নৌকা মেরামত করে সমুদ্রপথে দেশ ছাড়ে। তাই প্রকৃত সাহায্য এসেছিল ব্লেফুস্কুর দিক থেকেই।

0
Updated: 1 week ago
How did Gulliver behave with his family after returning from the Houyhnhnms?
Created: 1 week ago
A
He could not bear their human smell and avoided them
B
He taught them Houyhnhnm language
C
He tried to take them back to the land of horses
D
He lived happily with them
দেশে ফিরে গালিভার মানুষের গন্ধও সহ্য করতে পারত না। স্ত্রী-সন্তানের কাছ থেকেও দূরে থাকত এবং ঘোড়ার সঙ্গে সময় কাটাত। এটি দেখায় তার মন পুরোপুরি বদলে গিয়েছিল।

0
Updated: 1 week ago
What was the main political conflict in Lilliput?
Created: 1 week ago
A
Dispute about trade with foreign countries
B
Argument over land ownership
C
Struggle for choosing the Emperor’s successor
D
War with Blefuscu over egg-breaking custom
লিলিপুটের লোকেরা বলত ডিম ছোট দিক দিয়ে ভাঙতে হবে। তাদের শত্রু রাষ্ট্র ব্লেফুস্কুর লোকেরা বলত ডিম বড় দিক দিয়ে ভাঙতে হবে। এই ভিন্নমত থেকেই দুই দেশের মধ্যে দীর্ঘ রাজনৈতিক ও সামরিক দ্বন্দ্ব শুরু হয়। তাই ডিম ভাঙার সমস্যা শুধু লিলিপুটের ভেতরে নয়, বরং লিলিপুট ও ব্লেফুস্কু—দুটো রাষ্ট্রের মধ্যকার যুদ্ধের মূল কারণ। আসলে সুইফট এর মাধ্যমে ইউরোপের ক্যাথলিক বনাম প্রোটেস্ট্যান্ট দ্বন্দ্ব ব্যঙ্গ করেছেন।

0
Updated: 1 week ago