A
Famous dead people from history
B
Giants
C
Scientists
D
Struldbrugs
উত্তরের বিবরণ
গ্লাবডাবড্রিবের গভর্নরের জাদুর ক্ষমতায় গালিভার মৃতদের আত্মা ডেকে দেখতে পারে। সে যেমন আলেকজান্ডার, হোমার, জুলিয়াস সিজারের মতো ঐতিহাসিক ব্যক্তিদের সঙ্গে দেখা করে। এতে সুইফট ইতিহাসের সত্যতা ও বর্তমান সমাজের ভণ্ডামিকে তুলনা করেছেন।

0
Updated: 1 week ago
Why were Laputans often considered ridiculous by Gulliver?
Created: 1 week ago
A
They worshipped their King blindly
B
They ignored daily life for abstract theories
C
They fought wars over mathematics
D
They were too obsessed with fashion
লাপুটার মানুষরা প্রতিদিনের বাস্তব প্রয়োজন ভুলে গাণিতিক হিসাব আর সঙ্গীতে ডুবে থাকত। ফলে কৃষি, ব্যবসা, প্রশাসন সবকিছু দুর্বল হয়ে যায়। গালিভারের চোখে তারা হাস্যকর হয়ে ওঠে। সুইফট এখানে দেখিয়েছেন—বাস্তবতা ভুলে বিমূর্ত চিন্তা সমাজকে ধ্বংস করে।

0
Updated: 1 week ago
What did Laputan astronomers constantly fear?
Created: 1 week ago
A
The destruction of the world by a comet
B
War with Blefuscu
C
Loss of their floating power
D
Decline of mathematics
লাপুটার জ্যোতির্বিদেরা সবসময় আতঙ্কে থাকত যে পৃথিবী ধ্বংস হয়ে যাবে কোনো ধূমকেতুর আঘাতে। তারা অকারণে ভয় পেত, যদিও সাধারণ মানুষ এসব গুরুত্ব দিত না। এতে বোঝা যায়—অতিরিক্ত বিজ্ঞানচিন্তা অনেক সময় বাস্তব জীবনে অযথা আতঙ্ক আনে।

0
Updated: 1 week ago
What did the Yahoos represent in the story?
Created: 1 week ago
A
The wisdom of simple life
B
The beauty of physical strength
C
The worst side of human nature
D
The hope for immortality
ইয়াহুরা ছিল নোংরা, লোভী, হিংস্র ও পশুসুলভ। তাদের কোনো নৈতিকতা বা যুক্তি ছিল না। সুইফট এদের মাধ্যমে মানবজাতির পশুসুলভ দিককে ব্যঙ্গ করেছেন। এভাবে তিনি পাঠককে বোঝাতে চেয়েছেন—মানুষ সভ্যতার আড়ালে এখনো পশুর মতো আচরণ করে।

0
Updated: 1 week ago