Who did Gulliver meet in Glubbdubdrib with the governor’s help?
A
Famous dead people from history
B
Giants
C
Scientists
D
Struldbrugs
উত্তরের বিবরণ
গ্লাবডাবড্রিবের গভর্নরের জাদুর ক্ষমতায় গালিভার মৃতদের আত্মা ডেকে দেখতে পারে। সে যেমন আলেকজান্ডার, হোমার, জুলিয়াস সিজারের মতো ঐতিহাসিক ব্যক্তিদের সঙ্গে দেখা করে। এতে সুইফট ইতিহাসের সত্যতা ও বর্তমান সমাজের ভণ্ডামিকে তুলনা করেছেন।

0
Updated: 1 month ago
In Lagado, in the academy of projectors Gulliver met a man who had been engaged upon a project for extracting sunbeams out of cucumbers:
Created: 4 weeks ago
A
For the last eight years
B
For the last twelve years
C
For the last ten years
D
None of A, B, and C
In Part III of Gulliver’s Travels, যখন Gulliver Grand Academy of Lagado-তে পৌঁছায়, প্রথম যে “projector” তিনি দেখেন, তিনি এমন একজন মানুষ যিনি আট বছর ধরে cucumber থেকে sunbeams বের করার প্রকল্পে কাজ করছেন। তার উদ্দেশ্য ছিল এই sunbeams-গুলো bottle-এ রাখা এবং ঠান্ডা গ্রীষ্মে বাতাসকে গরম করার জন্য ছেড়ে দেওয়া।
-
এটি Swift-এর absurd এবং impractical scientific experiments-এর সবচেয়ে বিখ্যাত উদাহরণগুলোর মধ্যে একটি।
-
Swift এখানে science-এর অযৌক্তিক প্রয়োগ এবং মানুষ কতটা অদ্ভুত ধারণার পিছনে সময় নষ্ট করতে পারে তা ব্যঙ্গাত্মকভাবে তুলে ধরেছেন।
-
এই গল্পের মাধ্যমে পাঠক বুঝতে পারে যে knowledge এবং experimentation-ও যখন বাস্তবতার সঙ্গে সংযুক্ত না হয়, তখন তা অমূল্য এবং হাস্যকর হতে পারে।

0
Updated: 2 weeks ago
The Yahoos are described as-
Created: 4 weeks ago
A
Intelligent and peaceful
B
Magical and mysterious
C
Vicious, filthy, and brutish
D
A society of skilled craftsmen
Gulliver’s Travels এ Yahoos হলো একদম degenerate এবং animalistic creatures, যাদের Gulliver Houyhnhnms দের দেশে দেখতে পায়। এগুলো আসলে মানবজাতির সবচেয়ে নিকৃষ্ট দিকগুলোর এক ধরনের satirical representation। Gulliver এদের বর্ণনা করেছেন এভাবে:
-
Filthy: নিজের মলমূত্রে ঢাকা থাকে এবং খুবই স্যাঁতসেঁতে, নোংরা পরিবেশে বসবাস করে।
-
Vicious: এরা mindless violence, অতিরিক্ত greed (worthless shiny stones নিয়ে ঝগড়া করে), এবং selfish desires এ ভরপুর।
-
Brutish: এদের মধ্যে reason, language, বা কোনো ধরনের civilized society নেই। শুধুমাত্র base instincts দ্বারা পরিচালিত হয়।
শুরুতে Gulliver এদের দেখে ভীষণভাবে বিরক্ত হয়ে যায় এবং শেষ পর্যন্ত ভয়ে উপলব্ধি করে যে এরা আসলে তার নিজের species-এরই এক ধরনের grotesque parody।

0
Updated: 2 weeks ago
Why does Gulliver eventually lose favour in Lilliput despite serving them faithfully?
Created: 2 weeks ago
A
Because he refuses to destroy Blefuscu completely
B
Because he secretly aids the enemy kingdom
C
Because his morality clashes with their cruelty
D
Because he disobeys the emperor’s order for treasure
গালিভার লিলিপুটের হয়ে যুদ্ধ করে এবং তাদের জয় এনে দেয়। কিন্তু যখন সম্রাট তাকে আদেশ দেয় ব্লেফাস্কুর রাজধানী সম্পূর্ণ ধ্বংস করতে, তখন গালিভার অস্বীকার করে।
তার মানবিকতা তাকে বাধা দেয় নিরপরাধ মানুষ হত্যা করতে। এর ফলে সম্রাটের ক্রোধ জন্মায় এবং ধীরে ধীরে গালিভারের বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু হয়।
সুইফট এখানে ব্যঙ্গ করেছেন যে, রাজনৈতিক ক্ষমতা কখনো মানবিকতা বোঝে না। রাষ্ট্রনায়করা মানবিকতা ও ন্যায়ের চেয়ে ক্ষমতার লোভকে বড় মনে করে।

0
Updated: 2 weeks ago