A
War is necessary for progress
B
Kings should rule forever
C
Agriculture is unimportant in a nation
D
Useless scientific projects ruin society
উত্তরের বিবরণ
বালনিবার্বিতে গালিভার দেখে, কৃষি ও শিল্প সব নষ্ট হয়েছে। কারণ সবকিছু তথাকথিত বিজ্ঞানীদের হাতে ছেড়ে দেওয়া হয়েছে, যারা অকেজো পরীক্ষা করে সমাজ ধ্বংস করছে। সুইফট এর মাধ্যমে ইউরোপে চলা অপকারি বৈজ্ঞানিক পরীক্ষা ও অযৌক্তিক তত্ত্বকে ব্যঙ্গ করেছেন।

0
Updated: 1 week ago
How did Gulliver escape from Brobdingnag?
Created: 1 week ago
A
An eagle carried away his box
B
He secretly built a raft
C
The Queen helped him leave
D
He swam to the sea at night
গালিভারকে বহন করার বাক্সটি একদিন সমুদ্রের ধারে রাখা ছিল। হঠাৎ এক বিশাল ঈগল বাক্সটি তুলে নেয় এবং সমুদ্রে ফেলে দেয়। সৌভাগ্যক্রমে একটি জাহাজ এসে তাকে উদ্ধার করে। এভাবেই সে ব্রবডিংনাগ থেকে মুক্তি পায়।

0
Updated: 1 week ago
Who lived on the island of Glubbdubdrib?
Created: 1 week ago
A
Soldiers and sailors
B
farmers
C
Sorcerers and magicians
D
Scientists and Politicians
গ্লাবডাবড্রিব দ্বীপে জাদুকররা বাস করত। এখানকার শাসক মৃত মানুষদের আত্মা ডেকে আনতে পারত। গালিভার এখানে প্রাচীন ইতিহাসের অনেক বিখ্যাত ব্যক্তিকে দেখতে পায়। এই অংশে সুইফট ইতিহাস ও বর্তমান সমাজের তুলনা করতে ব্যঙ্গ ব্যবহার করেছেন।

0
Updated: 1 week ago
How did Gulliver behave with his family after returning from the Houyhnhnms?
Created: 1 week ago
A
He could not bear their human smell and avoided them
B
He taught them Houyhnhnm language
C
He tried to take them back to the land of horses
D
He lived happily with them
দেশে ফিরে গালিভার মানুষের গন্ধও সহ্য করতে পারত না। স্ত্রী-সন্তানের কাছ থেকেও দূরে থাকত এবং ঘোড়ার সঙ্গে সময় কাটাত। এটি দেখায় তার মন পুরোপুরি বদলে গিয়েছিল।

0
Updated: 1 week ago