What was the main criticism Swift made through Balnibarbi?
A
War is necessary for progress
B
Kings should rule forever
C
Agriculture is unimportant in a nation
D
Useless scientific projects ruin society
উত্তরের বিবরণ
বালনিবার্বিতে গালিভার দেখে, কৃষি ও শিল্প সব নষ্ট হয়েছে। কারণ সবকিছু তথাকথিত বিজ্ঞানীদের হাতে ছেড়ে দেওয়া হয়েছে, যারা অকেজো পরীক্ষা করে সমাজ ধ্বংস করছে। সুইফট এর মাধ্যমে ইউরোপে চলা অপকারি বৈজ্ঞানিক পরীক্ষা ও অযৌক্তিক তত্ত্বকে ব্যঙ্গ করেছেন।

0
Updated: 1 month ago
What was the common physical feature of Laputans?
Created: 1 month ago
A
Very short and fat
B
Extremely tall and thin
C
One eye turned inward and the other upward
D
Dark skin and red hair
লাপুটার মানুষের চোখের অবস্থান ছিল অদ্ভুত—একটি চোখ ভেতরের দিকে, আরেকটি আকাশের দিকে। এটি প্রতীকীভাবে বোঝায় তারা সবসময় গণনা ও আকাশে ব্যস্ত থাকত, বাস্তব জীবনের প্রতি নজর ছিল না। সুইফট এটি ব্যবহার করেছেন ব্যঙ্গাত্মকভাবে।

0
Updated: 1 month ago
Why were Laputans often considered ridiculous by Gulliver?
Created: 1 month ago
A
They worshipped their King blindly
B
They ignored daily life for abstract theories
C
They fought wars over mathematics
D
They were too obsessed with fashion
লাপুটার মানুষরা প্রতিদিনের বাস্তব প্রয়োজন ভুলে গাণিতিক হিসাব আর সঙ্গীতে ডুবে থাকত। ফলে কৃষি, ব্যবসা, প্রশাসন সবকিছু দুর্বল হয়ে যায়। গালিভারের চোখে তারা হাস্যকর হয়ে ওঠে। সুইফট এখানে দেখিয়েছেন—বাস্তবতা ভুলে বিমূর্ত চিন্তা সমাজকে ধ্বংস করে।

0
Updated: 1 month ago
How did Gulliver finally escape from Lilliput?
Created: 1 month ago
A
He was welcomed by Blefuscu’s Emperor
B
He secretly built a boat at night
C
He swam away when guards slept
D
He was pardoned by the Lilliputian Emperor
লিলিপুটে ষড়যন্ত্র শুরু হলে গালিভার বিপদে পড়ে। সে ব্লেফুস্কুর সম্রাটের আশ্রয় নেয়। ব্লেফুস্কুর রাজা তাকে সসম্মানে গ্রহণ করে এবং পালানোর সুযোগ দেয়। পরে গালিভার সেখানে একটি বড় নৌকা মেরামত করে নিজ দেশে ফেরার প্রস্তুতি নেয়।

1
Updated: 1 month ago