A
Giants with magical powers
B
Immortal but miserable people
C
Wise rulers of the country
D
Soldiers who never died in battle
উত্তরের বিবরণ
লাগনাগে গালিভার অমর মানুষদের সম্পর্কে শোনে, যাদের বলা হয় স্ট্রাল্ডব্রাগস। প্রথমে মনে হয় তারা সৌভাগ্যবান, কিন্তু আসলে বয়স বাড়লেও তারা কখনো মরে না। ফলে তারা চরম কষ্ট ও দুঃখের জীবন যাপন করে। সুইফট এখানে দেখিয়েছেন—অমরত্ব আশীর্বাদ নয়, অভিশাপ হতে পারে।

0
Updated: 1 week ago
Why were Laputans often considered ridiculous by Gulliver?
Created: 1 week ago
A
They worshipped their King blindly
B
They ignored daily life for abstract theories
C
They fought wars over mathematics
D
They were too obsessed with fashion
লাপুটার মানুষরা প্রতিদিনের বাস্তব প্রয়োজন ভুলে গাণিতিক হিসাব আর সঙ্গীতে ডুবে থাকত। ফলে কৃষি, ব্যবসা, প্রশাসন সবকিছু দুর্বল হয়ে যায়। গালিভারের চোখে তারা হাস্যকর হয়ে ওঠে। সুইফট এখানে দেখিয়েছেন—বাস্তবতা ভুলে বিমূর্ত চিন্তা সমাজকে ধ্বংস করে।

0
Updated: 1 week ago
How did Gulliver finally arrive in Lilliput?
Created: 1 week ago
A
He swam ashore after his ship sank
B
He was rescued by Lilliputian boats
C
He drifted in a small lifeboat
D
He was carried by sea waves unconscious
গালিভারের জাহাজ ঝড়ে ডুবে যায়। কিছু নাবিক মারা যায়, বাকিরা হারিয়ে যায়। গালিভার সাঁতরে প্রাণ বাঁচায় এবং অবশেষে ক্লান্ত অবস্থায় লিলিপুটের তীরে পৌঁছায়। যদিও মনে হয় সে হয়তো নৌকা বা ঢেউয়ে এসেছে, আসল সত্য হলো সে সাঁতার কেটে দ্বীপে পৌঁছেছিল।

1
Updated: 1 week ago
What moral lesson did Gulliver learn in Brobdingnag?
Created: 1 week ago
A
Human pride is foolish before greater powers
B
Wealth brings happiness in every society
C
Science is stronger than morality
D
Small nations are always weak
ব্রবডিংনাগে গালিভার বুঝতে পারে, ইংল্যান্ডের শক্তি ও গর্ব দৈত্যদের কাছে তুচ্ছ। সে উপলব্ধি করে মানুষ যতই অহংকার করুক, তার চেয়ে বড় কোনো শক্তির সামনে তা অর্থহীন হয়ে পড়ে। এ অভিজ্ঞতা তাকে বিনয়ী হতে শেখায়।

0
Updated: 1 week ago