A
Soldiers and sailors
B
farmers
C
Sorcerers and magicians
D
Scientists and Politicians
উত্তরের বিবরণ
গ্লাবডাবড্রিব দ্বীপে জাদুকররা বাস করত। এখানকার শাসক মৃত মানুষদের আত্মা ডেকে আনতে পারত। গালিভার এখানে প্রাচীন ইতিহাসের অনেক বিখ্যাত ব্যক্তিকে দেখতে পায়। এই অংশে সুইফট ইতিহাস ও বর্তমান সমাজের তুলনা করতে ব্যঙ্গ ব্যবহার করেছেন।

0
Updated: 1 week ago
What was the King’s final opinion about the English people?
Created: 1 week ago
A
They were noble and wise
B
They were selfish and corrupt
C
They were brave and generous
D
They were peace-loving and kind
গালিভার যখন ইংল্যান্ডের রাজনীতি, রাজাদের যুদ্ধ, মন্ত্রীদের ষড়যন্ত্র ইত্যাদি বর্ণনা করে, তখন ব্রবডিংনাগের রাজা তাচ্ছিল্য করেন। তিনি বলেন, ইংরেজরা লোভী, দুর্নীতিগ্রস্ত ও স্বার্থপর। এর মাধ্যমে সুইফট দেখিয়েছেন ইউরোপের তৎকালীন রাজনৈতিক অবস্থার ব্যঙ্গচিত্র।

0
Updated: 1 week ago
Misanthropist means _____.
Created: 3 weeks ago
A
One who flirts with ladies
B
A person of narrow views
C
A hater of mankind
D
One who believes that God is in everything
মানুষের প্রতি যার বিদ্বেষ আছে তাকে বলা হয় Misanthropist (মানববিদ্বেষী); অন্যদিকে মানুষের প্রতি যার উদারতা আছে তাকে বলা হয় philanthropist (মানবপ্রেমী)।

0
Updated: 3 weeks ago
What did the Houyhnhnms believe about war?
Created: 1 week ago
A
It was unnatural and unnecessary
B
It was glorious for brave horses
C
It was useful for gaining land
D
It was sometimes necessary for justice
হুইনহ্নিমরা মনে করত যুদ্ধ প্রকৃতির বিরুদ্ধে এবং কোনো কাজেই আসে না। তারা বিশ্বাস করত—যুক্তি ও আলোচনার মাধ্যমে সব সমস্যা সমাধান করা যায়। সুইফট এখানে দেখিয়েছেন, যুদ্ধ আসলে মানুষের বর্বরতার প্রতীক।

0
Updated: 1 week ago