A
A rich and peaceful country
B
Failed scientific experiments everywhere
C
A land ruled by magicians
D
A place of giants
উত্তরের বিবরণ
বালনিবার্বি ছিল লাপুটার শাসনের অধীন একটি দেশ। এখানে গালিভার দেখে যে কৃষি, শিল্প ও সমাজ সব নষ্ট হয়ে গেছে, কারণ সবকিছু অকার্যকর বৈজ্ঞানিক পরীক্ষার হাতে ছেড়ে দেওয়া হয়েছে। এতে সুইফট ব্যঙ্গ করেছেন অকার্যকর গবেষণা ও অপপ্রয়োগকে।

0
Updated: 1 week ago
What contrast is highlighted between Lilliput and Brobdingnag?
Created: 1 week ago
A
Small vs. Giant scale of human life
B
Peaceful vs. Violent Society
C
Poverty vs. Wealth
D
Ignorance vs. Education
লিলিপুটে গালিভার ছিল দৈত্য, আর ব্রবডিংনাগে সে ক্ষুদ্র প্রাণীর মতো। দুটি ভ্রমণ আকারের বৈপরীত্যকে কেন্দ্র করে তৈরি। এই বৈপরীত্যের মাধ্যমে সুইফট দেখিয়েছেন মানব অহংকার কতটা আপেক্ষিক—কোথাও মানুষ দৈত্য, কোথাও ক্ষুদ্র পোকা।

0
Updated: 1 week ago
What was the King’s reaction when Gulliver offered gunpowder?
Created: 1 week ago
A
He rejected it as evil and cruel
B
He accepted it with great joy
C
He wanted to use it against enemies
D
He asked Gulliver to demonstrate it
গালিভার ইংল্যান্ডের শক্তি বোঝাতে গানপাউডার বানানোর প্রস্তাব দেয়। কিন্তু ব্রবডিংনাগের রাজা এটিকে ভয়ংকর ও অমানবিক অস্ত্র মনে করেন। তিনি বলেন, যারা এমন জিনিস আবিষ্কার করেছে তারা নীচ ও নিষ্ঠুর। এতে সুইফট ইউরোপীয় যুদ্ধনীতি ব্যঙ্গ করেছেন।

0
Updated: 1 week ago
Who took special care of Gulliver in the Queen’s palace?
Created: 1 week ago
A
The Queen herself
B
Glumdalclitch
C
The royal cook
D
The King’s daughter
গালিভারের দৈনন্দিন যত্ন নেওয়ার জন্য রানি তাকে এক কিশোরী মেয়ে, গ্লামডালক্লিচের কাছে দেন। সে গালিভারের জন্য বিছানা, জামাকাপড়, খাবার সবকিছু দেখাশোনা করত। সে তাকে খেলনার মতো ভালোবাসা দিত। এই চরিত্রটি গালিভারের জন্য বিশেষ স্নেহময় হয়ে ওঠে।

0
Updated: 1 week ago