What did Gulliver find in Balnibarbi?
A
A rich and peaceful country
B
Failed scientific experiments everywhere
C
A land ruled by magicians
D
A place of giants
উত্তরের বিবরণ
বালনিবার্বি ছিল লাপুটার শাসনের অধীন একটি দেশ। এখানে গালিভার দেখে যে কৃষি, শিল্প ও সমাজ সব নষ্ট হয়ে গেছে, কারণ সবকিছু অকার্যকর বৈজ্ঞানিক পরীক্ষার হাতে ছেড়ে দেওয়া হয়েছে। এতে সুইফট ব্যঙ্গ করেছেন অকার্যকর গবেষণা ও অপপ্রয়োগকে।

1
Updated: 1 month ago
What condition did the Emperor set for Gulliver’s release?
Created: 1 month ago
A
He must fight for Lilliput against Blefuscu
B
He must promise not to harm Lilliputians
C
He must never try to escape the island
D
All of Above
সম্রাট গালিভারের মুক্তির জন্য কয়েকটি শর্ত নির্ধারণ করেছিলেন। এর মধ্যে ছিল—সে সম্রাটের অনুমতি ছাড়া লিলিপুট ত্যাগ করতে পারবে না, আগেভাগে না জানালে রাজধানীতে প্রবেশ করতে পারবে না, কেবল প্রধান সড়ক দিয়েই হাঁটতে হবে, কারও অনুমতি ছাড়া লিলিপুটবাসীদের ক্ষতি করা বা তুলে নেওয়া যাবে না, এবং তাকে ব্লেফুস্কুর বিরুদ্ধে লিলিপুটের প্রতিরক্ষায় ও বিভিন্ন নির্মাণকাজে সাহায্য করতে হবে। এর বিনিময়ে সম্রাট গালিভারকে খাবার, পানীয় এবং রাজপরিবারের সান্নিধ্য দান করবেন।

0
Updated: 1 month ago
Why did the Emperor of Lilliput grow suspicious of Gulliver?
Created: 1 month ago
A
Gulliver refused to destroy Blefuscu
B
Gulliver ate too much food daily
C
Gulliver made friends with common people
D
Gulliver demanded gold and wealth
প্রথমে সম্রাট গালিভারকে যুদ্ধজয়ে ব্যবহার করে আনন্দিত ছিলেন। কিন্তু গালিভার যখন ব্লেফুস্কুকে পুরোপুরি ধ্বংস করতে অস্বীকার করে, তখন সম্রাট সন্দেহ করতে থাকেন। তিনি মনে করেন গালিভার হয়তো শত্রু দেশের সঙ্গে বন্ধুত্ব করছে। এই অবিশ্বাসই গালিভারের বিপদের সূচনা করে।

0
Updated: 1 month ago
Why did the Brobdingnagians find Gulliver’s clothes strange?
Created: 1 month ago
A
They were too small and delicate
B
They were made of animal skins
C
They were decorated with gold and silver
D
They were full of dust and dirt
দৈত্যাকার ব্রবডিংনাগবাসীদের কাছে গালিভারের পোশাক ছিল খেলনার মতো ছোট ও সূক্ষ্ম। তারা অবাক হয় কিভাবে এত সূক্ষ্মভাবে কাপড় সেলাই করা যায়। আসলে এই বৈপরীত্যের মাধ্যমে সুইফট মানুষের প্রযুক্তি আর দৈত্যদের দৃষ্টিভঙ্গির তুলনা করেছেন।

0
Updated: 1 month ago