What were the Laputans mainly interested in?
A
Music and Mathematics
B
War and Politics
C
Farming and Fishing
D
Hunting and Sports
উত্তরের বিবরণ
লাপুটার মানুষদের প্রধান আগ্রহ ছিল সঙ্গীত ও গণিতে। তারা এতটাই তত্ত্বচিন্তায় ডুবে থাকত যে বাস্তব জীবনের কাজ যেমন কৃষি, ব্যবসা বা রাজনীতি অবহেলিত হতো। সুইফট এখানে দেখিয়েছেন—অতিরিক্ত বিমূর্ত জ্ঞানচর্চা সমাজের জন্য ক্ষতিকর হতে পারে।

0
Updated: 1 month ago
What was the root cause of Big-endians vs. Little-endians war?Disagreement on farming methods
Created: 1 month ago
A
Disagreement on farming methods
B
Dispute over breaking eggs at different ends
C
Rivalry over gold mines
D
Argument about land division
বিগ-এন্ডিয়ান ও লিটল-এন্ডিয়ানদের মধ্যে যুদ্ধ হয়েছিল ডিম কোন দিক দিয়ে ভাঙা উচিত তা নিয়ে। একদল বড় দিক দিয়ে, আরেক দল ছোট দিক দিয়ে ভাঙতে চাইত। সুইফট এটিকে ব্যবহার করেছেন ধর্মীয় বিভাজনের ব্যঙ্গচিত্র হিসেবে।

0
Updated: 1 month ago
How did Gulliver escape from Brobdingnag?
Created: 1 month ago
A
An eagle carried away his box
B
He secretly built a raft
C
The Queen helped him leave
D
He swam to the sea at night
গালিভারকে বহন করার বাক্সটি একদিন সমুদ্রের ধারে রাখা ছিল। হঠাৎ এক বিশাল ঈগল বাক্সটি তুলে নেয় এবং সমুদ্রে ফেলে দেয়। সৌভাগ্যক্রমে একটি জাহাজ এসে তাকে উদ্ধার করে। এভাবেই সে ব্রবডিংনাগ থেকে মুক্তি পায়।

0
Updated: 1 month ago
What punishment did some Lilliputian ministers secretly plan for Gulliver?
Created: 1 month ago
A
To blind him and starve him slowly
B
To execute him by arrows
C
To drown him in the sea
D
To exile him forever
গালিভার সম্রাটকে সবসময় খুশি করতে পারেনি। ফলে কয়েকজন মন্ত্রী তার বিরুদ্ধে ষড়যন্ত্র করে। তাদের পরিকল্পনা ছিল তার চোখ উপড়ে ফেলা ও ধীরে ধীরে অনাহারে মারা ফেলা। এভাবে তারা সরাসরি হত্যার বদলে নিষ্ঠুর উপায়ে তাকে শেষ করতে চেয়েছিল।

0
Updated: 1 month ago