A
Music and Mathematics
B
War and Politics
C
Farming and Fishing
D
Hunting and Sports
উত্তরের বিবরণ
লাপুটার মানুষদের প্রধান আগ্রহ ছিল সঙ্গীত ও গণিতে। তারা এতটাই তত্ত্বচিন্তায় ডুবে থাকত যে বাস্তব জীবনের কাজ যেমন কৃষি, ব্যবসা বা রাজনীতি অবহেলিত হতো। সুইফট এখানে দেখিয়েছেন—অতিরিক্ত বিমূর্ত জ্ঞানচর্চা সমাজের জন্য ক্ষতিকর হতে পারে।

0
Updated: 1 week ago
What moral lesson does Gulliver learn from the Struldbrugs?
Created: 1 week ago
A
Old age is always a happy time
B
Immortality is a curse, not a blessing
C
Human life becomes wiser with age
D
Wealth ensures peace in old age
প্রথমে গালিভার ভাবে অমরত্ব সৌভাগ্যের। কিন্তু স্ট্রাল্ডব্রাগস দেখে সে বুঝতে পারে—বার্ধক্য আসতে থাকে, কিন্তু মৃত্যু আসে না। ফলে তাদের জীবন কষ্টময় হয়ে ওঠে। এখানে সুইফট মানুষের অযৌক্তিক চাওয়াকে ব্যঙ্গ করেছেন এবং দেখিয়েছেন—মৃত্যুহীন জীবন আসলে অভিশাপ।

0
Updated: 1 week ago
Gulliver’s third voyage takes him to:
Created: 2 weeks ago
A
Laputa
B
Lilliput
C
Brobdingnag
D
Glubbdubdrib

0
Updated: 2 weeks ago
Who was Glumdalclitch in Gulliver’s Brobdingnag adventure?
Created: 1 week ago
A
A farmer’s daughter who cared for him
B
The Queen’s maid of honor
C
The King’s youngest daughter
D
A magician from the court
গ্লামডালক্লিচ ছিল কৃষকের কন্যা, যিনি গালিভারকে যত্ন করতেন। তাকে ছোট বাক্সে বহন করত, কাপড়-খাবার সব ব্যবস্থা করত। গালিভারের কাছে সে ছিল এক অভিভাবকের মতো।

0
Updated: 1 week ago