What was unusual about the island of Laputa?
A
It moved under the sea
B
It was made of gold
C
It had only magicians
D
It floated in the air
উত্তরের বিবরণ
লাপুটার সবচেয়ে অদ্ভুত বৈশিষ্ট্য ছিল এটি ভাসমান দ্বীপ। এটি আকাশে ভেসে চলত এবং চুম্বক শক্তির দ্বারা নিচের দিকে নেমে আসত বা ওপরে উঠত। এই ভাসমান দ্বীপকে সুইফট ব্যবহার করেছেন বিজ্ঞান ও প্রযুক্তির অযৌক্তিক ব্যবহারের ব্যঙ্গ করতে।

0
Updated: 1 month ago
How did Gulliver finally escape from Lilliput?
Created: 1 month ago
A
He was welcomed by Blefuscu’s Emperor
B
He secretly built a boat at night
C
He swam away when guards slept
D
He was pardoned by the Lilliputian Emperor
লিলিপুটে ষড়যন্ত্র শুরু হলে গালিভার বিপদে পড়ে। সে ব্লেফুস্কুর সম্রাটের আশ্রয় নেয়। ব্লেফুস্কুর রাজা তাকে সসম্মানে গ্রহণ করে এবং পালানোর সুযোগ দেয়। পরে গালিভার সেখানে একটি বড় নৌকা মেরামত করে নিজ দেশে ফেরার প্রস্তুতি নেয়।

1
Updated: 1 month ago
What was the root cause of Big-endians vs. Little-endians war?Disagreement on farming methods
Created: 1 month ago
A
Disagreement on farming methods
B
Dispute over breaking eggs at different ends
C
Rivalry over gold mines
D
Argument about land division
বিগ-এন্ডিয়ান ও লিটল-এন্ডিয়ানদের মধ্যে যুদ্ধ হয়েছিল ডিম কোন দিক দিয়ে ভাঙা উচিত তা নিয়ে। একদল বড় দিক দিয়ে, আরেক দল ছোট দিক দিয়ে ভাঙতে চাইত। সুইফট এটিকে ব্যবহার করেছেন ধর্মীয় বিভাজনের ব্যঙ্গচিত্র হিসেবে।

0
Updated: 1 month ago
How tall were the Lilliputians compared to humans?
Created: 1 month ago
A
Smaller than a child’s toy doll
B
About one foot tall
C
About six inches tall
D
Nearly the size of a newborn baby
লিলিপুটবাসীরা গড়পড়তা মাত্র ছয় ইঞ্চি লম্বা ছিল। তাই গালিভারের তুলনায় তারা খেলনার পুতুলের মতো ছোট দেখাত। অনেকেই ভাবে হয়তো তারা শিশুর আকারের মতো, কিন্তু আসলেই তারা মাত্র ছয় ইঞ্চি উচ্চতার ছিল। এ কারণে গালিভারকে তাদের কাছে দৈত্য মনে হয়েছিল।

0
Updated: 1 month ago