A
It moved under the sea
B
It was made of gold
C
It had only magicians
D
It floated in the air
উত্তরের বিবরণ
লাপুটার সবচেয়ে অদ্ভুত বৈশিষ্ট্য ছিল এটি ভাসমান দ্বীপ। এটি আকাশে ভেসে চলত এবং চুম্বক শক্তির দ্বারা নিচের দিকে নেমে আসত বা ওপরে উঠত। এই ভাসমান দ্বীপকে সুইফট ব্যবহার করেছেন বিজ্ঞান ও প্রযুক্তির অযৌক্তিক ব্যবহারের ব্যঙ্গ করতে।

0
Updated: 1 week ago
Misanthropist means _____.
Created: 3 weeks ago
A
One who flirts with ladies
B
A person of narrow views
C
A hater of mankind
D
One who believes that God is in everything
মানুষের প্রতি যার বিদ্বেষ আছে তাকে বলা হয় Misanthropist (মানববিদ্বেষী); অন্যদিকে মানুষের প্রতি যার উদারতা আছে তাকে বলা হয় philanthropist (মানবপ্রেমী)।

0
Updated: 3 weeks ago
How did Gulliver finally arrive in Lilliput?
Created: 1 week ago
A
He swam ashore after his ship sank
B
He was rescued by Lilliputian boats
C
He drifted in a small lifeboat
D
He was carried by sea waves unconscious
গালিভারের জাহাজ ঝড়ে ডুবে যায়। কিছু নাবিক মারা যায়, বাকিরা হারিয়ে যায়। গালিভার সাঁতরে প্রাণ বাঁচায় এবং অবশেষে ক্লান্ত অবস্থায় লিলিপুটের তীরে পৌঁছায়। যদিও মনে হয় সে হয়তো নৌকা বা ঢেউয়ে এসেছে, আসল সত্য হলো সে সাঁতার কেটে দ্বীপে পৌঁছেছিল।

1
Updated: 1 week ago
How did Gulliver feel when ordered to leave the Houyhnhnms?
Created: 1 week ago
A
Excitement for returning home
B
Relief and happiness
C
Anger at their cruelty
D
Deep sorrow and despair
গালিভার হুইনহ্নিমদের সঙ্গে থাকতে এত অভ্যস্ত হয়ে পড়েছিল যে তাদের ছেড়ে যেতে হবে শুনে ভেঙে পড়ে। সে মনে করেছিল এই সমাজই আসল মানব সভ্যতার প্রতীক। তাই তাকে চলে যেতে হবে শুনে তার মনে গভীর দুঃখ জন্মায়।

0
Updated: 1 week ago