A
Struggles between kings and common people
B
Religious and political disputes in Europe
C
Difference between science and superstition
D
Trade rivalry among sea nations
উত্তরের বিবরণ
লিলিপুট ও ব্লেফুস্কুর ডিম ভাঙার রীতি নিয়ে বিরোধ আসলে ইউরোপের ক্যাথলিক ও প্রোটেস্ট্যান্টদের দ্বন্দ্বের প্রতীক। ছোট কারণে বড় যুদ্ধ শুরু হয়, যা মানুষের অন্ধ ধর্মীয় ও রাজনৈতিক বিভাজনের ব্যঙ্গচিত্র। সুইফট এখানে দেখিয়েছেন কিভাবে তুচ্ছ বিষয় থেকেও ভয়াবহ সংঘাত জন্মায়।

0
Updated: 1 week ago
What shocked Gulliver most in Brobdingnag?
Created: 1 week ago
A
The huge size of animals and people
B
The strange food they ate
C
The lack of books and libraries
D
The absence of advanced weapons
ব্রবডিংনাগে সবকিছুই বিশাল—মানুষ, পশু, গাছ, ফল ইত্যাদি। গালিভারের কাছে এটি ভয়ংকর ও অদ্ভুত লাগে। যেমন, সাধারণত যা মানুষের কাছে সুন্দরী নারী, তার দৈত্যাকার রূপ গালিভারের কাছে ভীতিকর হয়ে ওঠে। আকারের এই বৈপরীত্যই তাকে বিস্মিত করেছিল।

0
Updated: 1 week ago
How did Gulliver behave with his family after returning from the Houyhnhnms?
Created: 1 week ago
A
He could not bear their human smell and avoided them
B
He taught them Houyhnhnm language
C
He tried to take them back to the land of horses
D
He lived happily with them
দেশে ফিরে গালিভার মানুষের গন্ধও সহ্য করতে পারত না। স্ত্রী-সন্তানের কাছ থেকেও দূরে থাকত এবং ঘোড়ার সঙ্গে সময় কাটাত। এটি দেখায় তার মন পুরোপুরি বদলে গিয়েছিল।

0
Updated: 1 week ago
What special mark did Struldbrugs have?
Created: 1 week ago
A
A blue spot above the left eyebrow
B
A black circle on the forehead
C
A red dot above the left eyebrow
D
A golden ring on the hand
লাগনাগে স্ট্রাল্ডব্রাগসদের আলাদা করে চেনার জন্য তাদের বাম ভ্রুর ওপর নীল দাগ থাকত। এ দাগ জন্মের সময় থেকেই থাকত। এর মাধ্যমে মানুষ বুঝতে পারত যে সে অমর। কিন্তু অমরত্ব তাদের জন্য সুখের বদলে দুঃখ বয়ে আনে।

0
Updated: 1 week ago