A
He was welcomed by Blefuscu’s Emperor
B
He secretly built a boat at night
C
He swam away when guards slept
D
He was pardoned by the Lilliputian Emperor
উত্তরের বিবরণ
লিলিপুটে ষড়যন্ত্র শুরু হলে গালিভার বিপদে পড়ে। সে ব্লেফুস্কুর সম্রাটের আশ্রয় নেয়। ব্লেফুস্কুর রাজা তাকে সসম্মানে গ্রহণ করে এবং পালানোর সুযোগ দেয়। পরে গালিভার সেখানে একটি বড় নৌকা মেরামত করে নিজ দেশে ফেরার প্রস্তুতি নেয়।

1
Updated: 1 week ago
What advantage did Laputa have over Balnibarbi?
Created: 1 week ago
A
It had a stronger military
B
It could control them by floating above
C
It was richer in agriculture
D
It had better laws and justice
লাপুটার ভাসমান দ্বীপ উপরে নেমে এসে বালনিবার্বিকে শাসন করত। প্রয়োজনে দ্বীপ নামিয়ে শহর ধ্বংস করতে পারত। এভাবে তারা ভয় দেখিয়ে অধীন রাষ্ট্রকে নিয়ন্ত্রণ করত। এটি ইউরোপের উপনিবেশবাদী শক্তির প্রতীকী চিত্র।

0
Updated: 1 week ago
Who were the Struldbrugs in Luggnagg?
Created: 1 week ago
A
Giants with magical powers
B
Immortal but miserable people
C
Wise rulers of the country
D
Soldiers who never died in battle
লাগনাগে গালিভার অমর মানুষদের সম্পর্কে শোনে, যাদের বলা হয় স্ট্রাল্ডব্রাগস। প্রথমে মনে হয় তারা সৌভাগ্যবান, কিন্তু আসলে বয়স বাড়লেও তারা কখনো মরে না। ফলে তারা চরম কষ্ট ও দুঃখের জীবন যাপন করে। সুইফট এখানে দেখিয়েছেন—অমরত্ব আশীর্বাদ নয়, অভিশাপ হতে পারে।

0
Updated: 1 week ago
How did Gulliver first feel after meeting the Houyhnhnms?
Created: 1 week ago
A
Afraid of their strength
B
Amazed by their wisdom
C
Confused about their language
D
Angry at their cold behavior
প্রথমে গালিভার বুঝতে পারে না ঘোড়ারা এত যুক্তিবাদীভাবে কথা বলতে পারে। পরে তাদের আচরণ, যুক্তি আর ন্যায় দেখে বিস্মিত হয়। সে বুঝতে পারে হুইনহ্নিমরা মানুষ থেকে অনেক বেশি সভ্য ও উন্নত। এতে তার দৃষ্টিভঙ্গি বদলে যায়।

0
Updated: 1 week ago