How did Gulliver finally escape from Lilliput?
A
He was welcomed by Blefuscu’s Emperor
B
He secretly built a boat at night
C
He swam away when guards slept
D
He was pardoned by the Lilliputian Emperor
উত্তরের বিবরণ
লিলিপুটে ষড়যন্ত্র শুরু হলে গালিভার বিপদে পড়ে। সে ব্লেফুস্কুর সম্রাটের আশ্রয় নেয়। ব্লেফুস্কুর রাজা তাকে সসম্মানে গ্রহণ করে এবং পালানোর সুযোগ দেয়। পরে গালিভার সেখানে একটি বড় নৌকা মেরামত করে নিজ দেশে ফেরার প্রস্তুতি নেয়।

1
Updated: 1 month ago
In the quote, what does “break their eggs at the convenient end” symbolize?
Created: 1 month ago
A
Practical religious tolerance
B
Foolish religious disputes
C
The science of eating habits
D
Political loyalty to the Emperor
ডিম ভাঙার এই রূপক আসলে ইউরোপের ক্যাথলিক ও প্রোটেস্ট্যান্ট দ্বন্দ্বের ব্যঙ্গ। তুচ্ছ বিষয়ে যে ভয়ংকর যুদ্ধ শুরু হতে পারে, তা সুইফট ব্যঙ্গাত্মকভাবে দেখিয়েছেন। ডিম ভাঙার দিক মানে ছোট ধর্মীয় পার্থক্য, যা বাস্তবে বড় সংঘাত তৈরি করে।

0
Updated: 1 month ago
How did Gulliver view the King of Brobdingnag?
Created: 1 month ago
A
As wise and morally upright
B
As cruel and arrogant
C
As ignorant of politics
D
As weak and careless
গালিভার রাজাকে ন্যায়পরায়ণ, জ্ঞানী ও সৎ শাসক হিসেবে বর্ণনা করে। যদিও রাজা ইংল্যান্ডকে ব্যঙ্গ করেন, তবুও গালিভার বুঝতে পারে তিনি উচ্চ নৈতিকতার অধিকারী। রাজা স্বার্থপরতা নয়, বরং ন্যায়ের পথে চলেন। এর মাধ্যমে সুইফট এক আদর্শ শাসকের প্রতিচ্ছবি দিয়েছেন।

0
Updated: 1 month ago
"the most pernicious Race of little odious Vermin that Nature ever suffered to crawl upon the Surface of the Earth" is said by whom?
Created: 4 weeks ago
A
The King of Brobdingnag
B
The Emperor of Liliput
C
A Houyhnhnm
D
Lemuel Gulliver
গালিভারের দ্বিতীয় যাত্রায়, তিনি ব্রবডিংনাগের দৈত্যদের মাঝে একটি ক্ষুদ্র প্রাণী হয়ে যান এবং তার ছোট কায়েমাপন্নতা পূরণ করার জন্য দেশভক্তির মাধ্যমে গর্ব প্রকাশ করেন, নিজ দেশকে প্রসংসা করেন।
-
এই গর্ব ব্রবডিংনাগের রাজার তীব্র সমালোচনার উদ্রেক করে।
-
গালিভার যখন ইউরোপের, বিশেষত ইংল্যান্ডের, সমাজ, রাজনীতি ও ইতিহাসের বর্ণনা দেয়, তখন রাজা সাজানো ষড়যন্ত্র, বিদ্রোহ, হত্যা এবং গণহত্যার গল্পগুলো শুনে ভয়ানকভাবে স্তম্ভিত হন।
-
রাজার মন্তব্য অনুযায়ী, ইংরেজরা অবশ্যই "সবচেয়ে ক্ষতিকারক, ছোট, ঘৃণ্য পোকামাকড়ের জাতি, যা প্রকৃতি কখনও পৃথিবীর পৃষ্ঠে চলতে দেয়নি"।
-
এই উক্তি গ্যালিভারের নিজের সমাজের গভীর ত্রুটির প্রতি অন্ধত্বকে তুলে ধরে এবং ইউরোপীয় সভ্যতার তীব্র ব্যঙ্গাত্মক সমালোচনা হিসেবে কাজ করে।

0
Updated: 4 weeks ago