A
He wanted to return home quickly
B
He feared the Lilliputian army
C
He disliked unnecessary cruelty
D
He was secretly friendly with Blefuscu
উত্তরের বিবরণ
গালিভার শত্রু দেশের নৌবহর দখল করে দেয় সম্রাটকে। কিন্তু সম্রাট তাকে পুরো ব্লেফুস্কু দখল করতে বলেন। গালিভার অমানবিক রক্তপাত ও দাসত্বকে ঘৃণা করে, তাই সে অস্বীকার করে। এর ফলে সম্রাট তার ওপর রাগ করেন। এতে গালিভারের মানবিকতা স্পষ্ট হয়।

0
Updated: 1 week ago
Who did Gulliver meet in Glubbdubdrib with the governor’s help?
Created: 1 week ago
A
Famous dead people from history
B
Giants
C
Scientists
D
Struldbrugs
গ্লাবডাবড্রিবের গভর্নরের জাদুর ক্ষমতায় গালিভার মৃতদের আত্মা ডেকে দেখতে পারে। সে যেমন আলেকজান্ডার, হোমার, জুলিয়াস সিজারের মতো ঐতিহাসিক ব্যক্তিদের সঙ্গে দেখা করে। এতে সুইফট ইতিহাসের সত্যতা ও বর্তমান সমাজের ভণ্ডামিকে তুলনা করেছেন।

0
Updated: 1 week ago
How did Gulliver finally manage to leave Lilliput?
Created: 1 week ago
A
By being pardoned by Lilliput’s ministers
B
By building his own raft secretly
C
By swimming into the ocean
D
With the help of Blefuscu’s Emperor
লিলিপুটে শত্রু তৈরি হওয়ার পর গালিভার ব্লেফুস্কুর সম্রাটের শরণাপন্ন হয়। ব্লেফুস্কুর সম্রাট তাকে রক্ষা করে এবং পালানোর সুযোগ দেয়। পরে গালিভার একটি ফেলে দেওয়া বড় নৌকা মেরামত করে সমুদ্রপথে দেশ ছাড়ে। তাই প্রকৃত সাহায্য এসেছিল ব্লেফুস্কুর দিক থেকেই।

0
Updated: 1 week ago
Why was Laputa called a land of “theorists”?
Created: 1 week ago
A
People cared only for abstract theories, not for practice
B
They wrote many books of religion
C
They built the largest libraries in the world
D
They were excellent in trade and navigation
লাপুটার মানুষদের চিন্তা শুধু গণিত, সঙ্গীত আর জ্যোতির্বিজ্ঞানে সীমাবদ্ধ ছিল। কিন্তু কৃষি, অর্থনীতি বা বাস্তব কাজ নিয়ে তাদের কোনো মাথাব্যথা ছিল না। এজন্য তাদেরকে তত্ত্বচিন্তক বা "theorists" বলা হয়েছিল। সুইফট এখানে ইউরোপীয় বিজ্ঞানীদের ব্যঙ্গ করেছেন।

0
Updated: 1 week ago