A
Dispute about trade with foreign countries
B
Argument over land ownership
C
Struggle for choosing the Emperor’s successor
D
War with Blefuscu over egg-breaking custom
উত্তরের বিবরণ
লিলিপুটের লোকেরা বলত ডিম ছোট দিক দিয়ে ভাঙতে হবে। তাদের শত্রু রাষ্ট্র ব্লেফুস্কুর লোকেরা বলত ডিম বড় দিক দিয়ে ভাঙতে হবে। এই ভিন্নমত থেকেই দুই দেশের মধ্যে দীর্ঘ রাজনৈতিক ও সামরিক দ্বন্দ্ব শুরু হয়। তাই ডিম ভাঙার সমস্যা শুধু লিলিপুটের ভেতরে নয়, বরং লিলিপুট ও ব্লেফুস্কু—দুটো রাষ্ট্রের মধ্যকার যুদ্ধের মূল কারণ। আসলে সুইফট এর মাধ্যমে ইউরোপের ক্যাথলিক বনাম প্রোটেস্ট্যান্ট দ্বন্দ্ব ব্যঙ্গ করেছেন।

0
Updated: 1 week ago
What does the conflict between Lilliput and Blefuscu mainly symbolize?
Created: 1 week ago
A
Struggles between kings and common people
B
Religious and political disputes in Europe
C
Difference between science and superstition
D
Trade rivalry among sea nations
লিলিপুট ও ব্লেফুস্কুর ডিম ভাঙার রীতি নিয়ে বিরোধ আসলে ইউরোপের ক্যাথলিক ও প্রোটেস্ট্যান্টদের দ্বন্দ্বের প্রতীক। ছোট কারণে বড় যুদ্ধ শুরু হয়, যা মানুষের অন্ধ ধর্মীয় ও রাজনৈতিক বিভাজনের ব্যঙ্গচিত্র। সুইফট এখানে দেখিয়েছেন কিভাবে তুচ্ছ বিষয় থেকেও ভয়াবহ সংঘাত জন্মায়।

0
Updated: 1 week ago
How did the farmer use Gulliver before selling him?
Created: 1 week ago
A
He kept him as a pet
B
He showed him in public for money
C
He gave him as a gift to the Queen
D
He taught him farming work
কৃষক গালিভারকে প্রথমে খেলনা মনে করলেও পরে বুঝতে পারে তাকে দিয়ে টাকা রোজগার করা যায়। সে গালিভারকে বিভিন্ন শহরে ঘুরিয়ে লোকদের দেখাত এবং প্রবেশমূল্য নিত। এতে গালিভার অনেক কষ্ট পেলেও কৃষকের আর্থিক লাভ হচ্ছিল।

0
Updated: 1 week ago
What was the common physical feature of Laputans?
Created: 1 week ago
A
Very short and fat
B
Extremely tall and thin
C
One eye turned inward and the other upward
D
Dark skin and red hair
লাপুটার মানুষের চোখের অবস্থান ছিল অদ্ভুত—একটি চোখ ভেতরের দিকে, আরেকটি আকাশের দিকে। এটি প্রতীকীভাবে বোঝায় তারা সবসময় গণনা ও আকাশে ব্যস্ত থাকত, বাস্তব জীবনের প্রতি নজর ছিল না। সুইফট এটি ব্যবহার করেছেন ব্যঙ্গাত্মকভাবে।

0
Updated: 1 week ago