What was the main political conflict in Lilliput?
A
Dispute about trade with foreign countries
B
Argument over land ownership
C
Struggle for choosing the Emperor’s successor
D
War with Blefuscu over egg-breaking custom
উত্তরের বিবরণ
লিলিপুটের লোকেরা বলত ডিম ছোট দিক দিয়ে ভাঙতে হবে। তাদের শত্রু রাষ্ট্র ব্লেফুস্কুর লোকেরা বলত ডিম বড় দিক দিয়ে ভাঙতে হবে। এই ভিন্নমত থেকেই দুই দেশের মধ্যে দীর্ঘ রাজনৈতিক ও সামরিক দ্বন্দ্ব শুরু হয়। তাই ডিম ভাঙার সমস্যা শুধু লিলিপুটের ভেতরে নয়, বরং লিলিপুট ও ব্লেফুস্কু—দুটো রাষ্ট্রের মধ্যকার যুদ্ধের মূল কারণ। আসলে সুইফট এর মাধ্যমে ইউরোপের ক্যাথলিক বনাম প্রোটেস্ট্যান্ট দ্বন্দ্ব ব্যঙ্গ করেছেন।

0
Updated: 1 month ago
What was the Academy of Lagado in Balnibarbi famous for?
Created: 1 month ago
A
Strange and useless experiments
B
Military training for war
C
Libraries and education
D
Trading and business
বালনিবার্বির রাজধানী লাগাডোর অ্যাকাডেমিতে বিজ্ঞানীরা অবাস্তব ও অদ্ভুত গবেষণা করত। যেমন—শসা দিয়ে রোদ বানানো বা বরফ থেকে আগুন তৈরি করা। এসবের কোনো বাস্তব ফল ছিল না। এর মাধ্যমে সুইফট অকার্যকর বৈজ্ঞানিক পরীক্ষা ও অপচয়কে ব্যঙ্গ করেছেন।

0
Updated: 1 month ago
Misanthropist means _____.
Created: 2 months ago
A
One who flirts with ladies
B
A person of narrow views
C
A hater of mankind
D
One who believes that God is in everything
মানুষের প্রতি যার বিদ্বেষ আছে তাকে বলা হয় Misanthropist (মানববিদ্বেষী); অন্যদিকে মানুষের প্রতি যার উদারতা আছে তাকে বলা হয় philanthropist (মানবপ্রেমী)।

0
Updated: 2 months ago
Why did Gulliver feel more comfortable with the Houyhnhnms than with humans?
Created: 1 month ago
A
They gave him magical powers
B
They provided him with wealth
C
They treated him as their king
D
They lived with honesty and reason
হুইনহ্নিমরা কোনো মিথ্যা বলত না, প্রতারণা জানত না। তাদের জীবন ছিল সত্য, যুক্তি ও ন্যায়ভিত্তিক। তাই গালিভার সেখানে বেশি শান্তি পায়। মানুষের রাজনীতি ও ষড়যন্ত্রের চেয়ে এই সরল জীবন তার কাছে উত্তম মনে হয়।

0
Updated: 1 month ago