A
He behaved gently and calmly
B
He destroyed their enemies at once
C
He refused to eat their food
D
He shouted loudly for his freedom
উত্তরের বিবরণ
গালিভার প্রথমে ভয়ে বাঁধা থাকলেও কোনো ক্ষতি করেনি। বরং সে শান্তভাবে খাবার গ্রহণ করে ও আক্রমণ না করে আত্মনিয়ন্ত্রণ দেখায়। লিলিপুটবাসীরা ভাবে সে যদি চাইত তবে সহজেই তাদের ধ্বংস করতে পারত। তার ভদ্র আচরণেই তারা মুগ্ধ হয়।

0
Updated: 1 week ago
What was unusual about the island of Laputa?
Created: 1 week ago
A
It moved under the sea
B
It was made of gold
C
It had only magicians
D
It floated in the air
লাপুটার সবচেয়ে অদ্ভুত বৈশিষ্ট্য ছিল এটি ভাসমান দ্বীপ। এটি আকাশে ভেসে চলত এবং চুম্বক শক্তির দ্বারা নিচের দিকে নেমে আসত বা ওপরে উঠত। এই ভাসমান দ্বীপকে সুইফট ব্যবহার করেছেন বিজ্ঞান ও প্রযুক্তির অযৌক্তিক ব্যবহারের ব্যঙ্গ করতে।

0
Updated: 1 week ago
How did Gulliver first come to the court of Brobdingnag?
Created: 1 week ago
A
He was sold to the Queen by the farmer
B
He was presented as a gift by sailors
C
He escaped and reached the palace alone
D
He was found by the King in the forest
কৃষক গালিভারকে প্রদর্শন করে টাকা রোজগার করত। পরে যখন তাকে রাখতে কষ্ট হতে লাগল, তখন রানি তাকে কিনে নেয় এবং প্রাসাদে নিয়ে যায়। সেখান থেকেই গালিভারের রাজপ্রাসাদে জীবন শুরু হয়।

0
Updated: 1 week ago
Why did Gulliver avoid eating meat after living with the Houyhnhnms?
Created: 1 week ago
A
He disliked the taste of meat
B
He wanted to be more like them
C
He became weak and sick
D
He wanted to save the Yahoos
হুইনহ্নিমরা নিরামিষাশী ছিল এবং প্রকৃতির নিয়ম মেনে চলত। গালিভারও ধীরে ধীরে মাংস খাওয়া বন্ধ করে দেয়, যাতে সে তাদের মতো হতে পারে। এটি তার মানসিক পরিবর্তনের প্রতীক।

0
Updated: 1 week ago