How did Gulliver impress the Lilliputians after being captured?
A
He behaved gently and calmly
B
He destroyed their enemies at once
C
He refused to eat their food
D
He shouted loudly for his freedom
উত্তরের বিবরণ
গালিভার প্রথমে ভয়ে বাঁধা থাকলেও কোনো ক্ষতি করেনি। বরং সে শান্তভাবে খাবার গ্রহণ করে ও আক্রমণ না করে আত্মনিয়ন্ত্রণ দেখায়। লিলিপুটবাসীরা ভাবে সে যদি চাইত তবে সহজেই তাদের ধ্বংস করতে পারত। তার ভদ্র আচরণেই তারা মুগ্ধ হয়।

0
Updated: 1 month ago
Why did Gulliver become unpopular among Lilliputian ministers?
Created: 1 month ago
A
He secretly met Blefuscu’s soldiers
B
He demanded higher food supplies
C
He insulted their religious customs
D
He refused to follow their selfish plans
লিলিপুটের অনেক মন্ত্রী রাজনীতিতে স্বার্থপর ছিল। তারা চেয়েছিল গালিভার সম্রাটের প্রতিটি আদেশ অন্ধভাবে পালন করুক। কিন্তু গালিভার যখন নিষ্ঠুর বা অন্যায় সিদ্ধান্ত মানেনি, তখন মন্ত্রীরা তার বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করে। এতে গালিভার ধীরে ধীরে তাদের অপছন্দের পাত্র হয়ে ওঠে।

0
Updated: 1 month ago
What was the main principle of Houyhnhnm society?
Created: 1 month ago
A
Life based on reason and truth
B
Glory through war and conquest
C
Faith in magic and superstition
D
Wealth through trade and business
হুইনহ্নিম সমাজে কোনো মিথ্যা বা প্রতারণা ছিল না। তারা সবকিছু যুক্তি, সত্য আর ন্যায়ের ওপর ভিত্তি করে চালাত। যুদ্ধ, রাজনীতি বা লোভ তাদের জীবনে ছিল না। সুইফট এখানে দেখিয়েছেন, আদর্শ সমাজ কেমন হওয়া উচিত।

0
Updated: 1 month ago
How did Gulliver behave with his family after returning from the Houyhnhnms?
Created: 1 month ago
A
He could not bear their human smell and avoided them
B
He taught them Houyhnhnm language
C
He tried to take them back to the land of horses
D
He lived happily with them
দেশে ফিরে গালিভার মানুষের গন্ধও সহ্য করতে পারত না। স্ত্রী-সন্তানের কাছ থেকেও দূরে থাকত এবং ঘোড়ার সঙ্গে সময় কাটাত। এটি দেখায় তার মন পুরোপুরি বদলে গিয়েছিল।

0
Updated: 1 month ago