A
He must fight for Lilliput against Blefuscu
B
He must promise not to harm Lilliputians
C
He must never try to escape the island
D
All of Above
উত্তরের বিবরণ
সম্রাট গালিভারের মুক্তির জন্য কয়েকটি শর্ত নির্ধারণ করেছিলেন। এর মধ্যে ছিল—সে সম্রাটের অনুমতি ছাড়া লিলিপুট ত্যাগ করতে পারবে না, আগেভাগে না জানালে রাজধানীতে প্রবেশ করতে পারবে না, কেবল প্রধান সড়ক দিয়েই হাঁটতে হবে, কারও অনুমতি ছাড়া লিলিপুটবাসীদের ক্ষতি করা বা তুলে নেওয়া যাবে না, এবং তাকে ব্লেফুস্কুর বিরুদ্ধে লিলিপুটের প্রতিরক্ষায় ও বিভিন্ন নির্মাণকাজে সাহায্য করতে হবে। এর বিনিময়ে সম্রাট গালিভারকে খাবার, পানীয় এবং রাজপরিবারের সান্নিধ্য দান করবেন।

0
Updated: 1 week ago
How did Gulliver help Lilliput in the war with Blefuscu?
Created: 1 week ago
A
He blocked their food supplies
B
He killed hundreds of soldiers
C
He destroyed Blefuscu’s palace
D
He captured their entire navy
যুদ্ধের সময় গালিভার সমুদ্রে নেমে ব্লেফুস্কুর জাহাজগুলো দড়ি দিয়ে বেঁধে টেনে নিয়ে আসে। এতে লিলিপুট সহজেই শত্রু নৌবাহিনী দখল করে নেয়। গালিভারের এই কৃতিত্ব লিলিপুটকে রক্ষা করলেও পরবর্তীতে রাজনীতিতে তার বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু হয়।

0
Updated: 1 week ago
How did Gulliver’s attitude towards humans change after living with the Houyhnhnms?
Created: 1 week ago
A
He wanted to rule them wisely
B
He began to hate mankind
C
He desired to improve them slowly
D
He ignored them completely
হুইনহ্নিমদের যুক্তিপূর্ণ জীবন দেখে গালিভার মানুষের স্বার্থপরতা, হিংসা ও মিথ্যা আরও ঘৃণা করতে শুরু করে। সে ইয়াহুদের সঙ্গে মানুষের মিল দেখে আতঙ্কিত হয়। ফলে দেশে ফেরার পরও সে মানুষকে এড়িয়ে চলে।

0
Updated: 1 week ago
Who was Glumdalclitch in Gulliver’s Brobdingnag adventure?
Created: 1 week ago
A
A farmer’s daughter who cared for him
B
The Queen’s maid of honor
C
The King’s youngest daughter
D
A magician from the court
গ্লামডালক্লিচ ছিল কৃষকের কন্যা, যিনি গালিভারকে যত্ন করতেন। তাকে ছোট বাক্সে বহন করত, কাপড়-খাবার সব ব্যবস্থা করত। গালিভারের কাছে সে ছিল এক অভিভাবকের মতো।

0
Updated: 1 week ago