What condition did the Emperor set for Gulliver’s release?
A
He must fight for Lilliput against Blefuscu
B
He must promise not to harm Lilliputians
C
He must never try to escape the island
D
All of Above
উত্তরের বিবরণ
সম্রাট গালিভারের মুক্তির জন্য কয়েকটি শর্ত নির্ধারণ করেছিলেন। এর মধ্যে ছিল—সে সম্রাটের অনুমতি ছাড়া লিলিপুট ত্যাগ করতে পারবে না, আগেভাগে না জানালে রাজধানীতে প্রবেশ করতে পারবে না, কেবল প্রধান সড়ক দিয়েই হাঁটতে হবে, কারও অনুমতি ছাড়া লিলিপুটবাসীদের ক্ষতি করা বা তুলে নেওয়া যাবে না, এবং তাকে ব্লেফুস্কুর বিরুদ্ধে লিলিপুটের প্রতিরক্ষায় ও বিভিন্ন নির্মাণকাজে সাহায্য করতে হবে। এর বিনিময়ে সম্রাট গালিভারকে খাবার, পানীয় এবং রাজপরিবারের সান্নিধ্য দান করবেন।

0
Updated: 1 month ago
What did the Houyhnhnms symbolize in Swift’s satire?
Created: 1 month ago
A
Blind faith and superstition
B
Power of military strength
C
Success in trade and wealth
D
Ideal of rational and moral life
হুইনহ্নিমরা এমন এক সমাজের প্রতীক, যেখানে সবকিছু যুক্তি ও নৈতিকতার ওপর দাঁড়িয়ে আছে। তারা মিথ্যা, লোভ, যুদ্ধ কিছুই জানে না। সুইফট তাদের মাধ্যমে দেখিয়েছেন—মানুষ এমন হতে পারলে সমাজ হবে শান্তিপূর্ণ ও ন্যায়ভিত্তিক।

0
Updated: 1 month ago
Why did Gulliver feel more comfortable with the Houyhnhnms than with humans?
Created: 1 month ago
A
They gave him magical powers
B
They provided him with wealth
C
They treated him as their king
D
They lived with honesty and reason
হুইনহ্নিমরা কোনো মিথ্যা বলত না, প্রতারণা জানত না। তাদের জীবন ছিল সত্য, যুক্তি ও ন্যায়ভিত্তিক। তাই গালিভার সেখানে বেশি শান্তি পায়। মানুষের রাজনীতি ও ষড়যন্ত্রের চেয়ে এই সরল জীবন তার কাছে উত্তম মনে হয়।

0
Updated: 1 month ago
How did Gulliver escape from Brobdingnag?
Created: 1 month ago
A
An eagle carried away his box
B
He secretly built a raft
C
The Queen helped him leave
D
He swam to the sea at night
গালিভারকে বহন করার বাক্সটি একদিন সমুদ্রের ধারে রাখা ছিল। হঠাৎ এক বিশাল ঈগল বাক্সটি তুলে নেয় এবং সমুদ্রে ফেলে দেয়। সৌভাগ্যক্রমে একটি জাহাজ এসে তাকে উদ্ধার করে। এভাবেই সে ব্রবডিংনাগ থেকে মুক্তি পায়।

0
Updated: 1 month ago