What food did the Lilliputians provide to Gulliver first?
A
Thousands of loaves of bread and whole cow
B
Large baskets of fruits and cooked rice
C
Buckets of milk and baskets of meat
D
Dozens of tiny fish and roasted birds
উত্তরের বিবরণ
গালিভারের খিদে মেটানোর জন্য লিলিপুটবাসীরা ঝুড়ি ভর্তি মাংস ও রুটি এবং বালতিতে দুধ দেয়। তাদের দিক থেকে এটি বিশাল পরিমাণ হলেও গালিভারের কাছে তেমন কিছুই ছিল না। অন্য অপশনগুলো শুনতে মিল থাকলেও প্রকৃত সত্য হলো দুধ ও মাংসই দেওয়া হয়েছিল।

1
Updated: 1 month ago
What condition did the Emperor set for Gulliver’s release?
Created: 1 month ago
A
He must fight for Lilliput against Blefuscu
B
He must promise not to harm Lilliputians
C
He must never try to escape the island
D
All of Above
সম্রাট গালিভারের মুক্তির জন্য কয়েকটি শর্ত নির্ধারণ করেছিলেন। এর মধ্যে ছিল—সে সম্রাটের অনুমতি ছাড়া লিলিপুট ত্যাগ করতে পারবে না, আগেভাগে না জানালে রাজধানীতে প্রবেশ করতে পারবে না, কেবল প্রধান সড়ক দিয়েই হাঁটতে হবে, কারও অনুমতি ছাড়া লিলিপুটবাসীদের ক্ষতি করা বা তুলে নেওয়া যাবে না, এবং তাকে ব্লেফুস্কুর বিরুদ্ধে লিলিপুটের প্রতিরক্ষায় ও বিভিন্ন নির্মাণকাজে সাহায্য করতে হবে। এর বিনিময়ে সম্রাট গালিভারকে খাবার, পানীয় এবং রাজপরিবারের সান্নিধ্য দান করবেন।

0
Updated: 1 month ago
What is the size of the people in Lilliput?
Created: 2 months ago
A
Six inches tall
B
Twelve feet tall
C
Normal size
D
Giant size

0
Updated: 2 months ago
How does Gulliver earn the title of Nardac in Lilliput?
Created: 4 weeks ago
A
By capturing the Blefuscudian fleet
B
By putting out the fire in the empress’s quarters
C
By showing lenience toward a group of soldiers who earlier attack him
D
By helping the Lilliputians construct a new palace
In Jonathan Swift-এর "Gulliver's Travels," Lemuel Gulliver Lilliput-এর Emperor-এর কাছে অসাধারণ কৃতিত্বের জন্য উচ্চ সম্মান "Nardac" উপাধি অর্জন করে।
তিনি একাই প্রতিদ্বন্দ্বী দেশ Blefuscu-এর নৌবহর দখল করে এই সম্মানের যোগ্যতা প্রমাণ করেন, যা Emperor-এর কাছে একটি বিশাল সেবা হিসেবে বিবেচিত হয়।
-
Nardac উপাধি হলো Lilliput-এর সর্বোচ্চ সম্মান, যা একজন ব্যক্তিকে দেওয়া যেতে পারে।
-
Gulliver-এর Blefuscudian নৌবহর দখলের কৌশল Emperor এবং পুরো দরবারকে মুগ্ধ করে এবং তাকে Lilliput-এর শক্তিশালী বন্ধু হিসেবে প্রতিষ্ঠিত করে।
-
শুরুতে, তার বিশাল আকৃতির কারণে Gulliver কে কৌতূহলপূর্ণ এবং সম্ভাব্য হুমকি হিসেবে দেখা হতো।
-
কিন্তু শত্রু জাহাজ দখলের পরিকল্পনা প্রণয়ন ও সম্পাদনের মাধ্যমে, তিনি তার নিষ্ঠা এবং অমূল্য অবদান প্রমাণ করেন।
-
দুই দ্বীপকে বিভাজিত করা চ্যানেলে প্রবেশ করে, Gulliver একটি কেবল ব্যবহার করে পুরো Blefuscudian নৌবহর টেনে Lilliput এ আনে, যা Emperor এবং তার দরবার উপকূল থেকে প্রত্যক্ষ করে।
-
সফল অভিযানের পর Emperor তাৎক্ষণিকভাবে তাকে Nardac উপাধি প্রদান করেন।

0
Updated: 2 weeks ago