A
Thousands of loaves of bread and whole cow
B
Large baskets of fruits and cooked rice
C
Buckets of milk and baskets of meat
D
Dozens of tiny fish and roasted birds
উত্তরের বিবরণ
গালিভারের খিদে মেটানোর জন্য লিলিপুটবাসীরা ঝুড়ি ভর্তি মাংস ও রুটি এবং বালতিতে দুধ দেয়। তাদের দিক থেকে এটি বিশাল পরিমাণ হলেও গালিভারের কাছে তেমন কিছুই ছিল না। অন্য অপশনগুলো শুনতে মিল থাকলেও প্রকৃত সত্য হলো দুধ ও মাংসই দেওয়া হয়েছিল।

0
Updated: 1 week ago
Why were High Heels considered superior by many Lilliputians?
Created: 1 week ago
A
They were wealthier than Low Heels
B
They represented old noble traditions
C
They were stronger in the army
D
They were closer to the Emperor
হাই হিলরা ছিল প্রাচীন অভিজাত ও ঐতিহ্যবাহী শ্রেণির প্রতীক। অনেক সাধারণ মানুষ তাদেরকে শ্রদ্ধা করত, কারণ তারা প্রাচীন গৌরব ধরে রেখেছিল। এটি ইংল্যান্ডের টোরিদের প্রতীক। সুইফট দেখিয়েছেন—রাজনীতিতে ঐতিহ্য বনাম পরিবর্তনের দ্বন্দ্ব সবসময় থাকে।

0
Updated: 1 week ago
Why did Gulliver feel more comfortable with the Houyhnhnms than with humans?
Created: 1 week ago
A
They gave him magical powers
B
They provided him with wealth
C
They treated him as their king
D
They lived with honesty and reason
হুইনহ্নিমরা কোনো মিথ্যা বলত না, প্রতারণা জানত না। তাদের জীবন ছিল সত্য, যুক্তি ও ন্যায়ভিত্তিক। তাই গালিভার সেখানে বেশি শান্তি পায়। মানুষের রাজনীতি ও ষড়যন্ত্রের চেয়ে এই সরল জীবন তার কাছে উত্তম মনে হয়।

0
Updated: 1 week ago
How did Gulliver’s attitude towards humans change after living with the Houyhnhnms?
Created: 1 week ago
A
He wanted to rule them wisely
B
He began to hate mankind
C
He desired to improve them slowly
D
He ignored them completely
হুইনহ্নিমদের যুক্তিপূর্ণ জীবন দেখে গালিভার মানুষের স্বার্থপরতা, হিংসা ও মিথ্যা আরও ঘৃণা করতে শুরু করে। সে ইয়াহুদের সঙ্গে মানুষের মিল দেখে আতঙ্কিত হয়। ফলে দেশে ফেরার পরও সে মানুষকে এড়িয়ে চলে।

0
Updated: 1 week ago