How did Gulliver finally arrive in Lilliput?
A
He swam ashore after his ship sank
B
He was rescued by Lilliputian boats
C
He drifted in a small lifeboat
D
He was carried by sea waves unconscious
উত্তরের বিবরণ
গালিভারের জাহাজ ঝড়ে ডুবে যায়। কিছু নাবিক মারা যায়, বাকিরা হারিয়ে যায়। গালিভার সাঁতরে প্রাণ বাঁচায় এবং অবশেষে ক্লান্ত অবস্থায় লিলিপুটের তীরে পৌঁছায়। যদিও মনে হয় সে হয়তো নৌকা বা ঢেউয়ে এসেছে, আসল সত্য হলো সে সাঁতার কেটে দ্বীপে পৌঁছেছিল।

2
Updated: 1 month ago
How did the Laputans communicate with each other during deep thoughts?
Created: 1 month ago
A
By writing on slates
B
By using servants with bladders
C
By singing mathematical formulas
D
By sending signals with mirrors
লাপুটার লোকেরা এতটাই চিন্তায় হারিয়ে যেত যে কথোপকথনে মন দিত না। এজন্য চাকররা চামড়ার ব্লাডার দিয়ে তাদের মাথা বা কানে ঠুকে মনোযোগ ফেরাত। এটি এক ধরনের হাস্যকর ব্যঙ্গ, যা দেখায় তত্ত্বচিন্তায় ডুবে থাকা মানুষের অযৌক্তিকতা।

0
Updated: 1 month ago
What is the fundamental principle that governs Houyhnhnm society?
Created: 4 weeks ago
A
Friendship
B
Tradition
C
Reason
D
Power
Houyhnhnm সমাজ পুরোপুরি দাঁড়িয়ে আছে pure, uncorrupted Reason এর উপর। তাদের প্রতিটি কাজ, আইন এবং সামাজিক কাঠামোর একমাত্র নির্দেশক নীতি হচ্ছে Reason।
তারা এমন এক জাতি হিসেবে দেখানো হয়েছে যারা প্রকৃতির নিয়ম মেনে বেঁচে থাকে, যেখানে তাদের চালনা করে logic, কিন্তু কোনভাবেই emotion, vice, বা selfish desire নয়।
-
Part IV, Chapter 8 এ Gulliver স্পষ্টভাবে বলেন:
"As these noble Houyhnhnms are endowed by nature with a general disposition to all virtues, and have no conceptions or ideas of what is evil in a rational creature, so their grand maxim is, to cultivate reason, and to be wholly governed by it." -
এর মানে হলো তারা কোন law এর প্রয়োজন অনুভব করে না, কারণ তারা কখনোই unreasonable আচরণ করতে সক্ষম নয়।
-
তারা lying ("the thing which was not"), greed, বা মানুষের মধ্যে প্রচলিত অন্যান্য vices বোঝেই না।
-
তাদের debates and decisions সবসময় community-এর মঙ্গলের জন্য সবচেয়ে logical এবং truthful solution খুঁজে বের করার উদ্দেশ্যে হয়।
-
সুতরাং বলা যায়, তাদের অস্তিত্বের absolute ভিত্তি হলো Reason।

0
Updated: 2 weeks ago
How did Gulliver impress the Lilliputians after being captured?
Created: 1 month ago
A
He behaved gently and calmly
B
He destroyed their enemies at once
C
He refused to eat their food
D
He shouted loudly for his freedom
গালিভার প্রথমে ভয়ে বাঁধা থাকলেও কোনো ক্ষতি করেনি। বরং সে শান্তভাবে খাবার গ্রহণ করে ও আক্রমণ না করে আত্মনিয়ন্ত্রণ দেখায়। লিলিপুটবাসীরা ভাবে সে যদি চাইত তবে সহজেই তাদের ধ্বংস করতে পারত। তার ভদ্র আচরণেই তারা মুগ্ধ হয়।

0
Updated: 1 month ago