১৯ মে ২০১২ তারিখে কোন বাংলাদেশি এভারেস্ট জয় করেন?
A
ওয়াসফিয়া নাজনীন
B
মুসা ইব্রাহিম
C
এম.এ. মুহিত
D
নিশাত মজুমদার
উত্তরের বিবরণ
নিশাত মজুমদার ও এভারেস্ট জয়
-
নিশাত মজুমদার বাংলাদেশের প্রথম নারী এভারেস্ট জয়ী।
-
তিনি ২০১২ সালের ১৯ মে বিশ্বের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ মাউন্ট এভারেস্টে আরোহণ করেন।
-
নিশাতের অন্যান্য উল্লেখযোগ্য অভিযানগুলোর মধ্যে রয়েছে: মেরা, সিংগু চুলি, মাকালু, চেকিগো, শিশাপাংমা, কিয়োজো রি, পিসাং, এলব্রুস, ইমজা সে ও লবুচে পর্বত।
বাংলাদেশী এভারেস্ট জয়ী
-
মাউন্ট এভারেস্ট (Mount Everest) প্রথম জয় করেন এডমন্ড হিলারি ও তেনজিং নোরগে, ১৯৫৩ সালে।
-
বাংলাদেশ ৬৭তম দেশ হিসেবে এভারেস্ট জয় করেছে।
-
এখন পর্যন্ত বাংলাদেশ থেকে ছয়জন ব্যক্তি এভারেস্ট জয় করেছেন:
-
মুসা ইব্রাহিম – ২০১০ সালের ২৩ মে
-
এম এ মুহিত – ২০১১ সালের ২১ মে
-
নিশাত মজুমদার – ২০১২ সালের ১৯ মে
-
ওয়াসফিয়া নাজরিন – ২০১২ সালের ২৬ মে
-
বাবর আলী – ২০২৪ সালের ১৯ মে
-
মো. খালেদ হোসেন – ২০১৩ সালের ২০ মে (দুর্ভাগ্যবশত চূড়া থেকে নামার পথে দুর্ঘটনায় মৃত্যুবরণ করায় আনুষ্ঠানিকভাবে জয়ী হিসেবে নিবন্ধিত হননি)
-
উৎস: The Business Standard, ২০ মে ২০২৪, প্রথম আলো, ২৯ আগস্ট ২০২২

0
Updated: 1 month ago
মহাস্থবীর শিলভদ্র কোন মহাবিহারের আচার্য ছিলেন?
Created: 1 month ago
A
আনন্দ বিহার
B
নালন্দা বিহার
C
গোসিপো বিহার
D
সোমপুর বিহার
মহাস্থবীর শীলভদ্র নালন্দা মহাবিহারের আচার্য ছিলেন
নালন্দা মহাবিহার
-
নালন্দা প্রাচীন ভারতের এক খ্যাতনামা বৌদ্ধ মহাবিহার।
-
সপ্তম শতকে এটি বৌদ্ধ শিক্ষা ও সংস্কৃতির কেন্দ্র হিসেবে বিশেষ প্রসিদ্ধি লাভ করেছিল।
-
ধারণা করা হয়, গুপ্ত সম্রাটরাই এই বিখ্যাত মহাবিহারটি নির্মাণ করেছিলেন।
-
পঞ্চম শতক থেকে প্রায় ১২০০ শতক পর্যন্ত নালন্দা একটি গুরুত্বপূর্ণ শিক্ষাকেন্দ্র হিসেবে পরিচিত ছিল।
-
এটি বিহারের পাটনা থেকে প্রায় ৯৫ কিমি দক্ষিণ-পূর্বে এবং বিহার শরিফ শহরের কাছে অবস্থিত।
-
চৈনিক তীর্থযাত্রী জুয়ান জাং ও ইজিং নালন্দা সম্পর্কে লিখেছেন; তাঁরা সপ্তম শতকে এখানে ভ্রমণ করেছিলেন।
-
বিখ্যাত চীনা তীর্থযাত্রী হিউয়েন-সাংও নালন্দায় কয়েক বছর পড়াশোনা করেছিলেন।
-
নালন্দার পণ্ডিতগণ তাদের নিজ নিজ ক্ষেত্রে বিখ্যাত ছিলেন।
-
হিউয়েন-সাংয়ের সময়, নালন্দার আচার্য ছিলেন বাঙালি বৌদ্ধ ভিক্ষু শীলভদ্র, যিনি সমতটের প্রথম প্রধান দার্শনিক ছিলেন।
-
শীলভদ্র সন্ন্যাস জীবন শুরু করার আগে যুক্তিবিদ্যা, ভাষাতত্ত্ব, সাংখ্যদর্শন ও ধর্মশাস্ত্রে প্রগভভাবে অধ্যয়ন করেছিলেন।
-
তিনি প্রথম বাঙালি বৌদ্ধ শিক্ষক, যিনি বাংলার বাইরে এই ধরনের মর্যাদা অর্জন করেছিলেন।
উল্লেখযোগ্য:
-
বর্তমান নালন্দা মহাবিহার ইউনেসকো বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসেবে স্বীকৃত।
উৎস: বাংলাপিডিয়া

0
Updated: 1 month ago
বাংলাদেশে প্রধান বীজ উৎপাদনকারী সরকারি প্রতিষ্ঠান -
Created: 1 month ago
A
BARI
B
BINA
C
BADC
D
BRRI
বাংলাদেশে প্রধান সরকারি বীজ উৎপাদনকারী প্রতিষ্ঠান হলো বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন (BADC), যা দেশের কৃষি উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং কৃষকদের মানসম্মত কৃষি উপকরণ সরবরাহ নিশ্চিত করে।
-
BADC বাংলাদেশের প্রধান সরকারি বীজ উৎপাদনকারী প্রতিষ্ঠান।
-
এটি কৃষি উপকরণ সরবরাহের দায়িত্বে নিয়োজিত এবং দেশের কৃষি উন্নয়নের কাজ তদারকি করে।
-
BADC বিভিন্ন ফসলের উফশী বীজ উৎপাদন, সংরক্ষণ ও সরবরাহ করে।
-
এছাড়াও এটি সেচ ব্যবস্থার উন্নয়ন এবং কৃষক পর্যায়ে মানসম্মত সার সরবরাহ নিশ্চিত করে।
-
১৯৬১ সালে প্রতিষ্ঠিত পূর্ব পাকিস্তান কৃষি উন্নয়ন কর্পোরেশন দেশ স্বাধীন হওয়ার পর BADC নাম ধারণ করে।
-
এর প্রধান কার্যালয় ঢাকার মতিঝিলে অবস্থিত।

0
Updated: 1 month ago
বর্তমান অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা কবে শপথ গ্রহণ করেন?
Created: 3 weeks ago
A
২০২৪ সালের ০৫ আগস্ট
B
২০২৪ সালের ০৮ আগস্ট
C
২০২৪ সালের ০৬ আগস্ট
D
২০২৪ সালের ০৯ আগস্ট
২০২৪ সালের আগস্টে বাংলাদেশে রাজনৈতিক পরিবর্তনের প্রেক্ষাপটে একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হয়। এই সরকারের প্রধান উপদেষ্টা এবং শপথ গ্রহণের প্রক্রিয়া সম্পর্কিত তথ্যগুলো :
-
২০২৪ সালের ৫ আগস্ট গণ-অভ্যুত্থানের মাধ্যমে আওয়ামী লীগ সরকারের পতন ঘটে।
-
২০২৪ সালের ৮ আগস্ট অন্তর্বর্তীকালীন সরকার শপথ গ্রহণ করে।
-
এই সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব গ্রহণ করেন ড. মুহাম্মদ ইউনুস।
-
শপথ বাক্য পাঠ করেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন।
-
শপথ গ্রহণের স্থান ছিল বঙ্গভবন।

0
Updated: 3 weeks ago