প্রান্তিক হ্রদ কোন জেলায় অবস্থিত?
A
রাঙামাটি
B
খাগড়াছড়ি
C
বান্দরবান
D
সিলেট
উত্তরের বিবরণ
প্রান্তিক হ্রদ
প্রান্তিক হ্রদ বা প্রান্তিক লেক বান্দরবান জেলায় অবস্থিত। এটি প্রায় ২৫ একর এলাকা জুড়ে বিস্তৃত একটি কৃত্রিম জলাশয়। লেকটির চারপাশে বিভিন্ন প্রজাতির গাছগাছালি দেখা যায়।
অবস্থান:
-
বান্দরবান-কেরানীহাট সড়কের পাশে হলুদিয়া এলাকায় অবস্থিত।
-
জেলা সদর থেকে লেক পর্যন্ত প্রায় ১৪ কিলোমিটার দূরত্ব।
সুবিধা:
-
লেকের পাশে আছে উন্মুক্ত মাটির মঞ্চ, পিকনিক স্পট, বিশ্রামাগার এবং একটি উঁচু গোল ঘর।
বান্দরবান জেলা
-
বান্দরবান ১৮৬০ সালে পার্বত্য চট্টগ্রামের অংশ হিসেবে জেলা ঘোষণা করা হয়।
-
১৯০০ সালের পার্বত্য চট্টগ্রাম রেগুলেশন অনুযায়ী অঞ্চলটি তিনটি সার্কেলে বিভক্ত হয়: চাকমা সার্কেল, মং সার্কেল এবং বোমাং সার্কেল।
-
বান্দরবান তৎকালীন সময়ে বোমাং সার্কেলের অন্তর্ভুক্ত ছিল, তাই জেলার প্রাথমিক নাম ছিল বোমাং থং।
-
১৯৫১ সালে বান্দরবান মহকুমা হিসেবে প্রশাসনিক কার্যক্রম শুরু করে।
-
১৯৮১ সালের ১৮ এপ্রিল, বান্দরবান পার্বত্য জেলা হিসেবে প্রতিষ্ঠিত হয়, যেখানে লামাসহ সাতটি উপজেলা অন্তর্ভুক্ত।
-
ভৌগোলিক অবস্থান: দক্ষিণে মায়ানমার, পূর্বে ভারত।
-
প্রধান পাহাড়ি অঞ্চল: মিরিঞ্জা, ওয়ালটং, তামবাং এবং পলিতাই।
-
প্রধান নদী: সাঙ্গু, মাতামুহুরী এবং বাঁকখালী।
উৎস: জাতীয় তথ্য বাতায়ন।

0
Updated: 1 month ago
একনেক (ECNEC)-এর প্রধান কে?
Created: 1 month ago
A
প্রধানমন্ত্রী
B
অর্থমন্ত্রী
C
বাণিজ্যমন্ত্রী
D
পরিকল্পনা মন্ত্রী
একনেক (ECNEC) বাংলাদেশের অর্থনৈতিক নীতি ও প্রকল্প অনুমোদনের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ সংস্থা। এটি দেশের অর্থনৈতিক পরিকল্পনা ও নীতি নির্ধারণে কেন্দ্রীয় ভূমিকা পালন করে।
-
প্রধান: একনেকের প্রধান হলেন প্রধানমন্ত্রী।
-
পূর্ণ নাম: একনেকের পূর্ণরূপ Executive Committee of the National Economic Council। এটি 1982 সালে গঠিত হয়।
-
বিকল্প সভাপতি: একনেকের বিকল্প সভাপতি হলেন অর্থমন্ত্রী।
-
সদস্য: এর একজন প্রধান সদস্য হলেন পরিকল্পনা মন্ত্রী।

0
Updated: 1 month ago
বাংলাদেশের সংবিধানের আলোকে নিম্নের কোন অধিকারটি মৌলিক অধিকারের অন্তর্ভুক্ত নয়?
Created: 5 days ago
A
বাক-স্বাধীনতার অধিকার
B
শিক্ষার অধিকার
C
সভা সমাবেশের অধিকার
D
ধর্মচর্চার অধিকার
বাংলাদেশের সংবিধান অনুযায়ী শিক্ষার অধিকার মৌলিক অধিকারের অন্তর্ভুক্ত নয়, এটি রাষ্ট্র পরিচালনার মূলনীতির অংশ হিসেবে বিবেচিত।
• সংবিধানের তৃতীয় অধ্যায়ে মৌলিক অধিকারসমূহ বর্ণিত হয়েছে।
• এই অধ্যায়ে অন্তর্ভুক্ত অধিকারগুলো হলো — বাক-স্বাধীনতা, সভা-সমাবেশের স্বাধীনতা, এবং ধর্মচর্চার অধিকার।
তৃতীয় অধ্যায়ে উল্লিখিত অন্যান্য অধিকারসমূহ:
• আইনের দৃষ্টিতে সমতা
• ধর্ম বা বর্ণভিত্তিক বৈষম্য নিষিদ্ধ
• সরকারি নিয়োগে সমান সুযোগ
• বিদেশী খেতাব গ্রহণে নিষেধাজ্ঞা
• আইনের আশ্রয় পাওয়ার অধিকার
• জীবন ও ব্যক্তি-স্বাধীনতার সুরক্ষা
• গ্রেপ্তার ও আটক সংক্রান্ত রক্ষাকবচ
• জবরদস্তি শ্রম নিষিদ্ধকরণ
• বিচার ও দণ্ডের ক্ষেত্রে সুরক্ষা
• চলাফেরা, সমাবেশ, সংগঠন, চিন্তা, বিবেক ও বাকস্বাধীনতা
• পেশা বা বৃত্তি বেছে নেওয়ার স্বাধীনতা
• ধর্মীয় স্বাধীনতা ও সম্পত্তির অধিকার
বাংলাদেশের সংবিধানের ১১টি অধ্যায় ও তাদের বিষয়:
• প্রথম অধ্যায় – প্রজাতন্ত্র
• দ্বিতীয় অধ্যায় – রাষ্ট্র পরিচালনার মূলনীতি
• তৃতীয় অধ্যায় – মৌলিক অধিকার
• চতুর্থ অধ্যায় – নির্বাহী বিভাগ
• পঞ্চম অধ্যায় – আইনসভা
• ষষ্ঠ অধ্যায় – বিচার বিভাগ
• সপ্তম অধ্যায় – নির্বাচন
• অষ্টম অধ্যায় – মহা হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক
• নবম অধ্যায় – বাংলাদেশের কর্মবিভাগ
• দশম অধ্যায় – সংবিধানের সংশোধন
• একাদশ অধ্যায় – বিবিধ

0
Updated: 5 days ago
২০১৫-১৬ অর্থবছরে বাংলাদেশের গড় মূল্যস্ফীতি ছিল-
Created: 1 month ago
A
৫.৯২
B
৬.০%
C
৬.৪১%
D
৬.৪৩%
বাংলাদেশের সাম্প্রতিক অর্থনৈতিক ও সামাজিক তথ্য (২০২৪)
জনসংখ্যা ও জনঘনত্ব
-
মোট জনসংখ্যা: ১৭১ মিলিয়ন
-
স্বাভাবিক জনসংখ্যা বৃদ্ধির হার: ১.৩৩%
-
জনসংখ্যার ঘনত্ব: ১,১৭১ জন/বর্গ কিমি
স্বাস্থ্য ও আয়ু
-
গড় আয়ু: ৭২.৩ বছর
অর্থনীতি ও আয়
-
মাথাপিছু জাতীয় আয়: ২,৭৮৪ মার্কিন ডলার
-
মোট রপ্তানি আয়: ৩৮.৪৫ বিলিয়ন মার্কিন ডলার
-
মোট আমদানি ব্যয়: ৪৪.১১ বিলিয়ন মার্কিন ডলার
মূল্যস্ফীতি (২০২৪)
-
মোট মূল্যস্ফীতি: ৯.৭৪%
-
খাদ্যে মূল্যস্ফীতি: ১০.২২%
-
খাদ্য বহির্ভূত খাতে মূল্যস্ফীতি: ৯.৩৪%
-
শিক্ষা ও দারিদ্র্য
-
সাক্ষরতার হার (৭ বছর ও তার বেশি বয়স): ৭৭.৯%
-
দারিদ্র্যের হার: ১৮.৭%
-
চরম দারিদ্র্যের হার: ৫.৬%
তথ্যসূত্র: অর্থনৈতিক সমীক্ষা ২০২৪
[মনে রাখবেন- এই প্রশ্নের তথ্য পরিবর্তনশীল। অনুগ্রহ করে সাম্প্রতিক তথ্য দেখে নিন। সাম্প্রতিক আপডেট তথ্য জানার জন্য Live MCQ ডাইনামিক ইনফো প্যানেল, সাম্প্রতিক সমাচার বা অথেনটিক সংবাদপত্র দেখুন।]

0
Updated: 1 month ago