Find the odd-one-out -
A
The Bluest Eye
B
Sula
C
As I Lay Dying
D
A Mercy
উত্তরের বিবরণ
প্রশ্ন: উল্লিখিত অপশনগুলোর মধ্যে “Odd one” কোনটি?
-
উত্তর: As I Lay Dying
ব্যাখ্যা:
-
অন্য তিনটি সাহিত্যকর্ম—The Bluest Eye, Sula, এবং A Mercy—রচয়িতা আমেরিকান লেখিকা Toni Morrison।
-
As I Lay Dying একটি উপন্যাস, যা লিখেছেন William Faulkner এবং প্রকাশিত হয়েছে ১৯৩০ সালে।
As I Lay Dying সংক্ষেপে:
-
উপন্যাসটির ঘটনা ঘটে কল্পিত Yoknapatawpha কাউন্টি, Mississippi, USA-তে।
-
গল্পটি বিভিন্ন চরিত্রের দৃষ্টিকোণ থেকে ভাগাভাগি এবং ইন্টারকাটেড ন্যারেশনের মাধ্যমে বলা হয়েছে।
-
মূল চরিত্ররা:
-
Addie Bundren (প্রধান চরিত্র)
-
Anse (Addie-এর স্বামী)
-
Cash, Darl, Vardaman (ছেলেরা)
-
Dewey Dell (মেয়ে)
-
Jewel (Addie-এর অবৈধ সন্তান)
-
-
গল্পের মূল থিম: Addie-এর মৃত্যুর পর তার পরিবার তার ইচ্ছামতো তাকে জন্মস্থান কবরস্থানে পৌঁছে দেওয়ার চেষ্টা করে এবং পথের মধ্যে পরিবারের প্রত্যেক সদস্যের ভাগ্য তুলে ধরা হয়।
লেখক সম্পর্কে তথ্য:
-
William Cuthbert Faulkner ছিলেন আমেরিকান সাহিত্যিক।
-
জন্ম: ১৮৯৭, New Albany, Mississippi, USA
-
১৯৪৯ সালে সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করেন।
উল্লেখযোগ্য উপন্যাস:
-
The Sound and the Fury
-
As I Lay Dying (১৯৩০)
-
Light in August
-
Absalom, Absalom!
উৎস: Britannica

0
Updated: 1 month ago
Identify the word that serve as both a noun and an adjective.
Created: 1 month ago
A
Content
B
Triumph
C
Victory
D
Conquer
Content (noun)
-
English Meaning:
-
The things that are held or included in something.
-
A list of the chapters or sections given at the front of a book or periodical.
-
The material dealt with in a speech, literary work, etc., as distinct from its form or style.
-
A happy and satisfied feeling.
-
-
Bangla Meaning:
-
অভ্যন্তরস্থ বস্তু; আধেয়; বই কিংবা সাময়িকপত্রের সূচিপত্র; ধারণক্ষমতা; কোনো পাত্রে যে পরিমাণ জিনিস ধরে: সারমর্ম; কোনো বই, বক্তৃতা ইত্যাদির মূলকথা; কোনো কিছুর অংশ; উপাদান।
-
তুষ্টি; পরিতৃপ্তি; সন্তোষ।
-
-
Example Sentences:
-
I showed him the contents of my pocket.
-
The content of a barrel / the silver content of a coin.
-
Content (adjective)
-
English Meaning: Pleased with your situation and not hoping for change or improvement.
-
Bangla Meaning: তৃপ্ত; পরিতৃপ্ত; যা আছে তাই নিয়ে খুশি।
-
Example Sentence: I am content with my present job.
Other options discussion:
-
Conquer (verb-transitive)
-
English Meaning: To take control or possession of foreign land, or a group of people, by force; or to defeat someone in a game or competition.
-
Bangla Meaning: জয় করা; শক্তিবলে দখল করা; পরাজিত করা; কারো ভালোবাসা, প্রশংসা ইত্যাদি অর্জন করা।
-
Adjective form: Conquerable
-
Example: Akbar conquered the whole of India. / She has conquered the hearts of many men.
-
-
Victory (noun)
-
English Meaning: An act of defeating an enemy or opponent in a battle, game, or other competition.
-
Bangla Meaning: জয়; বিজয়।
-
Adjective form: Victorious
-
Example: The general led the troops to victory.
-
-
Triumph (noun)
-
English Meaning: A great victory or achievement.
-
Bangla Meaning: বিজয়; সাফল্য; বিজয়োল্লাসে।
-
Adjective forms:
-
Triumphal (বিজয়ঘটিত)
-
Triumphant (বিজয়দৃপ্ত; বিজয়োন্মত্ত)
-
-
Example: A garden built to celebrate Napoleon's many triumphs.
-
-
Triumph (verb)
-
English Meaning: Achieve a victory; be successful.
-
Bangla Meaning: (কারো উপর) বিজয় অর্জন করা; (কাউকে) পরাভূত করা।
-
Example: Spectacle has once again triumphed over content.
-
Source:
-
Oxford Learner's Dictionary
-
Cambridge Dictionary
-
Accessible Dictionary by Bangla Academy

0
Updated: 1 month ago
The book, along with the notes, ____ missing.
Created: 1 month ago
A
are
B
were
C
is
D
have
Correct Answer: গ) is
ব্যাখ্যা:
-
বাক্য: The book, along with the notes, is missing.
-
মূল subject: The book → singular
-
along with the notes → additional phrase, মূল subject নয়, তাই verb-ও পরিবর্তন হয় না।
-
singular subject হলে verb-ও singular হবে → is
-
অর্থ: "নোটসহ বইটি নিখোঁজ।"
Other Options:
-
are – ভুল, কারণ plural verb; মূল subject singular।
-
were – ভুল, past tense; subject singular।
-
have – ভুল, possession বোঝায়; এখানে verb হওয়া উচিত is missing।
Source: A Passage to the English Language, S.M. Zakir Hussain

0
Updated: 1 month ago
The masculine form of 'Nymph' is-
Created: 4 weeks ago
A
Swain
B
Friar
C
Spinster
D
Sire
‘Nymph’ রূপসী নারীর জন্য Feminine gender, এবং এর Masculine form হলো ‘Swain’। Swain সাধারণত কাব্যিক বা পুরাতন প্রয়োগে গ্রাম্যযুবক বা প্রেমিক হিসেবে বিবেচিত হয়।
অন্যান্য লিঙ্গের রূপ:
-
Friar / Monk (সন্ন্যাসী; ভিক্ষু; মঠবাসী) → Feminine: Nun (মঠবাসিনী; সন্ন্যাসিনী)
-
Spinster (অবিবাহিতা মহিলা) → Masculine: Bachelor (অবিবাহিত পুরুষ)
-
Sire (Masculine, noun; কোনো পশুর জনক বা সম্রাট) → Feminine: Dame (পশুদের সম্রাজ্ঞী)
Source:

0
Updated: 4 weeks ago