A
Adverb
B
Adjective
C
Noun
D
Verb
উত্তরের বিবরণ
Hereditary (adjective)
ইংরেজি অর্থ: কোনো বৈশিষ্ট্য বা রোগ যা পিতামাতা থেকে সন্তানদের মধ্যে জিনের মাধ্যমে চলে আসে।
বাংলা অর্থ: পুত্রপৌত্রে প্রাপ্ত; পরম্পরাগত; ক্রমায়ত; কৌলিক; বংশানুক্রমিক।
উদাহরণ বাক্য:
-
Depression is often hereditary.
এই বাক্যে ‘hereditary’ শব্দটি ‘Depression’ (নামপদ) কে বর্ণনা করছে, তাই এটি একটি বিশেষণ (Adjective)।
সূত্র: Oxford Learner’s Dictionary, Merriam-Webster Dictionary.

0
Updated: 1 week ago
The expression 'break a leg' means-
Created: 6 days ago
A
To trick someone
B
To avoid taking risks
C
To fail at something
D
To wish someone good luck
Idiom: “Break a Leg”
-
Meaning:
-
English: Used to wish someone good luck, especially a performer
-
Bangla: শুভকামনা জানানো
-
-
Example Sentence:
-
Break a leg! Show them why you're the best candidate.
-
Bangla: শুভকামনা রইলো! তাদের দেখিয়ে দাও তুমিই সেরা প্রার্থী।
-
-
Usage Context:
-
Commonly used in theatre, exams, or competitions to wish success without saying “good luck” directly
-
-
Sources:
-
Cambridge Dictionary
-
Merriam-Webster Dictionary
-

0
Updated: 6 days ago
"Aureng-Zebe" is a play written by-
Created: 1 week ago
A
R. K. Narayan
B
Matthew Arnold
C
John Dryden
D
E. M. Forster
Aureng-Zebe
Playwright: John Dryden
-
Aureng-Zebe হলো John Dryden রচিত একটি heroic tragedy।
-
নাটকটি মূলত মুঘল সম্রাট আওরঙ্গজেব, তার পিতা শাহজাহান (নাটকে “Emperor”) এবং তার ভাই মুরাদ বখশ (নাটকে “Morat”) এর বাস্তব জীবনের ঘটনা অবলম্বনে রচিত।
-
মূল বিষয়সমূহ: রাজতান্ত্রিক ক্ষমতার দ্বন্দ্ব, পারিবারিক বিশ্বাসঘাতকতা, নৈতিকতা বনাম ভালোবাসা ও কর্তব্য।
Famous Quotation
-
“When I consider life, 'tis all a cheat.”
-
অর্থ: “জীবনের কথা ভাবলে মনে হয়, সবই প্রতারণা।”
-
John Dryden (1631–1700)
-
তিনি ছিলেন একজন English poet, dramatist এবং literary critic।
-
Dryden-কে বলা হয় Father of Modern English Criticism।
-
তিনি 1668–1689 পর্যন্ত Poet Laureate হিসেবে দায়িত্ব পালন করেছেন।
Notable Works
-
All for Love (tragedy)
-
The Indian Emperour (play)
-
The Indian Queen (play)
-
Aureng-Zebe (play)
-
The Medall (satire)
-
Absalom and Achitophel (poetry)
-
Essay of Dramatic Poesy
-
Mac Flecknoe (poem)
Source: Britannica

0
Updated: 1 week ago
"There's a divinity that shapes our ends"
This quotation is taken from-
Created: 1 week ago
A
As You Like It
B
Macbeth
C
Hamlet
D
Othello
Famous Quotations from Hamlet
-
“To be or not to be, that is the question.”
-
“Frailty, thy name is woman.”
-
“Brevity is the soul of wit.”
-
“Listen to many, speak to a few.”
-
“Though this be madness, yet there is method in’t.”
-
“Conscience does make cowards of us all.”
-
“One may smile, and smile, and be a villain.”
-
“There’s a divinity that shapes our ends, rough-hew them how we will.”
-
“There is nothing either good or bad, but thinking makes it so.”
-
“There are more things in heaven and earth, Horatio, than are dreamt of in your philosophy.”
William Shakespeare (1564–1616)
-
William Shakespeare ছিলেন একাধারে English poet, dramatist এবং actor।
-
তাঁকে বলা হয় English National Poet।
-
Stratford-upon-Avon-এ জন্মগ্রহণ করার কারণে তাঁকে Bard of Avon বা Swan of Avon বলা হয়।
-
তাঁকে অনেকেই সর্বকালের সর্বশ্রেষ্ঠ নাট্যকার হিসেবে বিবেচনা করেন।
-
Shakespeare বিশ্বসাহিত্যে এক অদ্বিতীয় স্থান অধিকার করে আছেন।
-
তিনি মূলত তাঁর drama ও sonnet-এর জন্য বিখ্যাত।
-
তাঁর রচনায় রয়েছে: ১৫৪ টি sonnet এবং ৩৭ টি play।
-
এছাড়াও তিনি long narrative poems লিখেছেন।
Notable Plays by Shakespeare
-
A Midsummer Night’s Dream
-
All’s Well That Ends Well
-
Antony and Cleopatra
-
As You Like It
-
Hamlet
-
Julius Caesar
-
Othello
-
King Lear
-
Macbeth
-
Measure for Measure
-
Much Ado About Nothing
-
Richard III
-
The Taming of the Shrew
-
The Tempest
Source: Britannica

0
Updated: 1 week ago