A
Verb
B
Adjective
C
Adverb
D
Noun
উত্তরের বিবরণ
• Material noun and adjective দুটোই হতে পারে। কিন্তু,
- কিন্তু, এই বাক্যে Material noun হিসেবে ব্যবহৃত হয়েছে।
• I am in the process of collecting material for my story.
- আমি আমার গল্পের জন্য উপাদান সংগ্রহের প্রক্রিয়ার মধ্যে আছি।
- The word "material" refers to the substance or content that is being collected. It functions as a thing that you can collect, making it a noun.
• Material (noun)
English Meaning: the matter from which a thing is or can be made.
Bangla Meaning: বস্তু; জড় উপাদান।
Example sentence:
- Goats can eat more or less any plant material"
• Material (adjective)
English Meaning: denoting or consisting of physical objects rather than the mind or spirit/ significant; important.
Bangla Meaning: বস্তুগত; পদার্থগত, বাস্তব; গুরুত্বপূর্ণ; প্রাসঙ্গিক।
Example:
- The material world"
- The insects did not do any material damage to the crop.
Source: Oxford Learner's Dictionary and Accessible Dictionary by Bangla Academy.

0
Updated: 1 week ago
Which of the following is a possessive adjective?
Created: 1 week ago
A
me
B
my
C
mine
D
he

0
Updated: 1 week ago
One of the four sentences, given below is grammatically wrong. Choose the wrong sentence:
Created: 3 weeks ago
A
The land is belonged to an old lady.
B
They parted from one another suddenly.
C
The leader expressed himself forcibly.
D
Mother bought me an ice cream.
ভুল বাক্য: The land is belonged to an old lady.
কারণ: এখানে is belonged ভুল, কারণ belong ক্রিয়াটির passive form হয় না।
সঠিক বাক্য: The land belonged to an old lady.
বাংলা অর্থ: জমিটি একজন বৃদ্ধা মহিলার ছিল।
বাকি বাক্যগুলো সঠিক:
খ) They parted from one another suddenly.
বাংলা অর্থ: হঠাৎ করেই তারা একে অপরের থেকে আলাদা হয়ে গেল।
গ) The leader expressed himself forcibly.
বাংলা অর্থ: নেতা জোর দিয়ে নিজের কথা প্রকাশ করলেন।
ঘ) Mother bought me an ice cream.
বাংলা অর্থ: মা আমাকে একটি আইসক্রিম কিনে দিলেন।

0
Updated: 3 weeks ago
Complete the following sentence choosing the appropriate option: It's raining cats and dogs, so-
Created: 4 days ago
A
Watch out for falling animals.
B
Make sure you take an umbrella.
C
Keep your pets inside.
D
Keep the windows open.
শূন্যস্থানে সঠিক উত্তর:
Make sure you take an umbrella.
পূর্ণ বাক্য:
It's raining cats and dogs, so make sure you take an umbrella.
“It's raining cats and dogs” অর্থ মুষলধারে বৃষ্টি হচ্ছে। তাই বাইরে যাওয়ার আগে ছাতা সঙ্গে নেওয়া উচিত।
“It's raining cats and dogs” ব্যবহার করলে অর্থ:
It means – It's raining heavily.
cats and dogs (adverb হিসেবে)
English Meaning: in great quantities; very hard.
বাংলায় অর্থ: অনেক পরিমাণে, তীব্রভাবে।
উদাহরণ: rain cats and dogs দ্বারা বোঝায় – তুমুল বর্ষণ।
উদাহরণ বাক্য:
-
Last night, it was raining cats and dogs, and the streets were flooded within minutes.
– গত রাতের বৃষ্টি এত তীব্র ছিল যে কয়েক মিনিটের মধ্যে রাস্তা পানিতে ভরে গিয়েছিল। -
I forgot my umbrella, and it started to rain cats and dogs just as I left the office.
– আমি ছাতা ভুলে গিয়েছিলাম, আর অফিস থেকে বের হওয়ার ঠিক মুহূর্তে মুষলধারে বৃষ্টি শুরু হয়ে গেল।
উৎস: Merriam-Webster

0
Updated: 4 days ago