What would be the best antonym of "hibernate"?
A
dormancy
B
liveliness
C
sluggishness
D
democracy
উত্তরের বিবরণ
শব্দ: Hibernate
ইংরেজি অর্থ: (কিছু প্রাণী) শীতকালে ঘুমানো বা সক্রিয় না থাকা।
বাংলা অর্থ: গোটা শীতকাল ঘুম বা নিষ্ক্রিয় অবস্থায় কাটানো।
প্রদত্ত অপশনগুলোর অর্থ:
-
ক) Dormancy – সুপ্তাবস্থা; নিষ্ক্রিয় থাকা।
-
খ) Liveliness – উচ্ছলতা; প্রাণবন্ততা।
-
গ) Sluggishness – মন্থরতা; নিষ্ক্রিয়তা।
-
ঘ) Democracy – গণতন্ত্র।
বিশ্লেষণ: “Hibernate” মানে শীতকালে নিষ্ক্রিয় থাকা বা ঘুমানো। এর বিপরীত অর্থের শব্দ হবে প্রাণবন্ততা বা উচ্ছলতা, তাই সঠিক উত্তর হলো Liveliness।
উৎস: Cambridge Dictionary; Accessible Dictionary, Bangla Academy

0
Updated: 1 month ago
Choose the compound sentence of: "Unless you hurry, you will miss the bus."
Created: 2 months ago
A
Hurry or you will miss the bus.
B
You must hurry and catch the bus.
C
If you don’t hurry, the bus will miss you.
D
You may miss the bus because you are late.
Correct Answer
ক) Hurry or you will miss the bus.
Explanation:
-
মূল বাক্যটি Complex, কারণ এখানে conditional clause রয়েছে যা "Unless" দিয়ে শুরু হয়েছে (অর্থাৎ "if not")।
-
এটিকে Compound Sentence করতে হলে "unless" বাদ দিয়ে দুটি independent clause ব্যবহার করতে হবে এবং সেগুলোকে coordinating conjunction "or" দিয়ে যুক্ত করতে হবে।
-
Complex: Unless you hurry, you will miss the bus.
-
Compound: Hurry or you will miss the bus.
Other Options
খ) You must hurry and catch the bus. → নির্দেশমূলক বাক্য, কিন্তু compound নয়।
গ) If you don’t hurry, the bus will miss you. → অর্থ পরিবর্তন হয়ে গেছে, তাই ভুল।
ঘ) You may miss the bus because you are late. → কারণ-ফল সম্পর্ক, compound নয়।

0
Updated: 2 months ago
I am looking forward to (hear) from you.
Choose the right form of verb in the bracket.
Created: 1 week ago
A
hears
B
hear
C
hearing
D
heard
ইংরেজি ব্যাকরণে সাধারণত to-এর পর verb-এর base form (infinitive) ব্যবহৃত হয়, যেমন: to go, to eat, to play ইত্যাদি। কিন্তু কিছু বিশেষ শব্দগুচ্ছ বা expressions-এর পর verb + ing ব্যবহৃত হয়। এই ব্যতিক্রমগুলো মূলত prepositional “to” বহন করে, infinitive “to” নয়। ফলে এর পরে verb-এর gerund form (verb + ing) বসে।
এই ধরনের গুরুত্বপূর্ণ শব্দগুচ্ছগুলো হলো—
-
With a view to
-
With an eye to
-
Accustomed to
-
Adhere to
-
Adverse to
-
Addicted to
-
Committed to
-
Confess to
-
Devoted to
-
Look forward to
-
Conducive to
-
Be used to
-
Get used to
উদাহরণ:
I am looking forward to hearing from you.
এখানে to hearing ব্যবহৃত হয়েছে কারণ look forward to একটি prepositional phrase, যেখানে “to” preposition হিসেবে কাজ করছে, তাই এর পর verb-এর gerund form (hearing) বসেছে।

0
Updated: 1 week ago
I know what he wants.
The underlined part is -
Created: 1 month ago
A
Noun Clause
B
Adjective Clause
C
Adverb Clause
D
Compound Sentence
• Correct Answer: ক) Noun Clause
Explanation:
-
Noun Clause হলো এমন clause যা noun-এর মতো কাজ করে (subject, object বা complement)।
-
উদাহরণ: I know what he wants
-
এখানে what he wants হলো verb know এর object।
-
এটি প্রশ্নের উত্তর দিচ্ছে – "আমি কী জানি?" – তাই noun-এর কাজ করছে।
-
Other options:
-
খ) Adjective Clause: কোনো noun বা pronoun কে describe করে। যেমন: The man who came is my uncle. এখানে underlined অংশ Adjective Clause নয়।
-
গ) Adverb Clause: verb, adjective বা adverb modify করে। এখানে নেই।
-
ঘ) Compound Sentence: এখানে মাত্র একটি independent clause আছে, তাই Compound Sentence নয়।

0
Updated: 1 month ago