Which is the correct sentence?
A
He insisted on seeing her
B
He insisted for seeing her
C
He insisted in seeing her
D
He insisted to be seeing her
উত্তরের বিবরণ
সঠিক বাক্য:
-
He insisted on seeing her.
ব্যাখ্যা:
-
Insist on / insist upon / insist on doing something মানে হলো—কোনো কিছু করতে জোর দেওয়া, এমনকি সেটা অন্যদের বিরক্ত করতে পারে বা তারা মনে করতে পারে এটা ভালো নয়।
-
বাংলায় বলা যায়, কোনো বিষয়ে জোর দেওয়া বা অনড় থাকা।
-
Insist on / upon এর পর verb-এর -ing ফর্ম ব্যবহার হয়।
উদাহরণ:
-
He insisted on my going there. → সে জোর দিয়েছেন যে আমি সেখানে যাই।
-
She insists on doing everything her own way. → সে সবকিছু নিজের মতো করার জোর দেন।
-
Despite the alternative suggestions, she insisted on following the original plan. → বিকল্প পরামর্শ থাকা সত্ত্বেও, সে মূল পরিকল্পনা অনুসরণের জন্য জোর দিয়েছেন।
Source: Cambridge Dictionary Grammar Reference.

0
Updated: 1 month ago
Choose the correct sentence-
Created: 4 months ago
A
Let he and you be witnesses
B
Let you and him be witnesses
C
Let you and he be witnesses
D
Let you and he be witness
১. যদি কোনো বাক্যে একাধিক Pronoun থাকে, তাহলে সাধারণত এগুলো Second Person → Third Person → First Person (সংক্ষেপে '231' নিয়মে) সাজানো হয়। যেমন:
You, he and I are responsible.
এক্ষেত্রে verb সর্বদা plural হয়।
২. তবে, যখন অপরাধ বা দোষ স্বীকার করার বিষয় থাকে, তখন pronoun-এর ক্রম হয় First Person → Second Person → Third Person (যেমন '123' বা '132')। যেমন:
I, you and he committed the crime.
৩. Let-এর পর সবসময় Objective Pronoun ব্যবহৃত হয়।
উদাহরণ: Let you and him be witnesses.
এখানে you এবং him — উভয়ই Objective Pronoun।
অন্যদিকে, you and he হলো এর Subjective form, যা Let-এর পরে ব্যবহারযোগ্য নয়।

0
Updated: 4 months ago
Choose the sentence with an abstract noun.
Created: 5 months ago
A
His honesty impressed the judges.
B
The child plays in the park.
C
She opened the window.
D
I bought a new laptop yesterday.

0
Updated: 5 months ago
Choose the correct meaning of the phrase “At the outset”.
Created: 3 weeks ago
A
At the end
B
At the beginning
C
In the middle
D
After a while
At the outset এর অর্থ এবং ব্যবহার নিম্নরূপ:
-
English Meaning: the beginning
-
Bangla Meaning: শুরুতেই / প্রারম্ভেই
Example Sentence:
I told him at the outset I wasn't interested.
Bangla Meaning: আমি তাকে শুরুতেই বলেছিলাম যে আমি আগ্রহী নই।
Source:

0
Updated: 3 weeks ago