A
saving lives
B
timely action
C
saving time
D
time tailoring
উত্তরের বিবরণ
প্রবাদ বাক্য: "A stitch in time saves nine"
বাংলা অর্থ: “সময়ের এক ফোঁড় আর অসময়ের দশ ফোঁড়।”
অর্থাৎ, কোনো সমস্যা ছোট অবস্থায় সমাধান করলে বড় সমস্যা তৈরি হওয়া রোধ করা যায়।
ব্যাখ্যা: এই প্রবাদটি আমাদের শেখায় যে, সময়মতো কাজ করা বা সমস্যা দেখা মাত্র সমাধান করা শ্রেয়, কারণ সময় নষ্ট করলে পরে সমস্যা অনেক বড় হয়ে যেতে পারে। এটি “timely action” বা যথাসময়ে পদক্ষেপ নেওয়ার গুরুত্বকে নির্দেশ করে।
উদাহরণ: “It seems that something is wrong with my car; it’s better to get it checked because a stitch in time saves nine.”
(অর্থাৎ, গাড়িতে কোনো সমস্যা দেখা দিলে তা এখনই ঠিক করানো ভালো, পরে সমস্যাটা বড় হয়ে গেলে অনেক ঝামেলা হবে।)
Reference: Merriam Webster.

0
Updated: 1 week ago
We (not have) a holiday since the beginning of the year. - Which of the following verb forms best completes the above sentence?
Created: 3 months ago
A
did not have
B
have not had
C
are not having
D
had not had
সম্পূর্ণ বাক্য: We have not had a holiday since the beginning of the year.
বিষয়বস্তু:
যখন বাক্যে নির্দিষ্ট কোনো সময় উল্লেখ থাকে, তখন বুঝা যায় এটি Present Perfect Continuous Tense হওয়া উচিত।
তবে have, be, see, watch, understand এর মতো মূল ক্রিয়া (main verbs) থাকলে Present Perfect Continuous এর পরিবর্তে Present Perfect Tense ব্যবহৃত হয়।
গঠন:
Subject + have/has + past participle + ... + for/since + time
উদাহরণ:
-
He has not had much free time since the beginning of the month.
-
We have not had much workload for a few days.

0
Updated: 3 months ago
Choose the right word to fill the blank: I should appreciate it if you could complete this work __ Thursday.
Created: 1 month ago
A
till
B
untill
C
upto
D
by
নির্ধারিত সময়ের আগে কোনো কাজ শেষ করতে হলে complete এর পরে by ব্যবহার করা হয়।
-
Complete by মানে নির্দিষ্ট সময়ের মধ্যে কাজ শেষ করা।
-
উদাহরণ: I should appreciate it if you could complete this work by Thursday.
-
বাংলা অর্থ: আপনি যদি বৃহস্পতিবারের মধ্যে এই কাজ শেষ করতে পারেন, আমি খুশি হব।

0
Updated: 1 month ago
Teacher said, 'The earth ____ round the sun.'
Created: 1 week ago
A
moves
B
moved
C
has moved
D
will be moving
• শূন্যস্থানে সঠিক উত্তর হবে - moves
- Complete sentence: Teacher said, 'The earth moves round the sun'.
• 'General truth', 'universal truth' সবসময় present indefinite tense দ্বারা প্রকাশ করা হয়।
- Present indefinite tense এর structure হলো Subject + verb এর base form + object.
- subject টি third person singular number হলে verb এর সাথে 's' বা 'es' যুক্ত হয়)
- সুতরাং verb-টি হবে 'moves'.

0
Updated: 1 week ago