Women are too often ______ by family commitments.
A
confused
B
controlled
C
contaminated
D
constrained
উত্তরের বিবরণ
শব্দের অর্থ ও বাক্যে ব্যবহার
-
confused – বিভ্রান্ত, গুলিয়ে ফেলা বা কিংকর্তব্যবিমূঢ় হওয়া।
-
controlled – নিয়ন্ত্রণ করা, শাসন বা দমন করা।
-
contaminated – দূষিত করা, অশুদ্ধ বা নোংরা করা।
-
constrained – বাধ্য করা বা কোনো কিছু করার জন্য চাপ দেওয়া; স্বাভাবিকভাবে করতে পারা না বা অস্বস্তি বোধ করা।
বাক্যে ব্যবহার:
শূন্যস্থানে constrained শব্দটি বসালে বাক্যের অর্থ পুরোপুরি বোঝা যায়।
-
Complete Sentence: Women are often constrained by family commitment in this society.
-
বাংলা অর্থ: এ সমাজের নারীরা প্রায়ই পরিবারের দায়িত্বের কারণে বাধ্যবাধকতার মধ্যে থাকে।
উৎস: Accessible Dictionary, Bangla Academy

0
Updated: 1 month ago
No one can______ that he is clever.
Created: 2 weeks ago
A
defy
B
deny
C
admire
D
denounce
এই বাক্যটি বোঝার জন্য মূল বিষয় হলো এখানে কোনো সত্য বা তথ্যকে অস্বীকার করার ক্ষমতার কথা বলা হচ্ছে। তাই deny শব্দটি সবচেয়ে উপযুক্ত।
-
পুরো বাক্যটি হবে: No one can deny that he is clever. অর্থাৎ, কেউই অস্বীকার করতে পারবে না যে সে চতুর। এই প্রসঙ্গে deny ব্যবহার করলে বাক্যের অর্থ সম্পূর্ণ হয়।
-
The verb "deny" is used to express the inability or impossibility of refuting or rejecting a statement or fact, অর্থাৎ কোনো তথ্য বা বক্তব্যকে প্রত্যাখ্যান বা অস্বীকার করা।
অপরদিকে বাক্যের সাথে মিল না থাকা অন্যান্য বিকল্পগুলো হলো:
-
defy - দ্বন্দ্ব বা প্রতিরোধে আহ্বান করা
-
admire - প্রশংসা করা
-
denounce - সমালোচনা করা
তাহলে context অনুযায়ী শূন্যস্থানে deny বসানোই সবচেয়ে সঠিক।

0
Updated: 2 weeks ago
Choose the right word to fill the blank : It will be your task to make sure the ____ of traffic is maintained without interruption.
Created: 2 months ago
A
circulation
B
flow
C
current
D
procession
নিচের শব্দগুলোর অর্থ দেওয়া হলো—
ক) current - জলস্রোত, বায়ুস্রোত বা বিদ্যুৎ প্রবাহ।
খ) flow - বয়ে যাওয়া বা চলাচল করা।
গ) circulation - ঘুরে বেড়ানো বা বিশেষ করে রক্ত সঞ্চালনের প্রক্রিয়া।
ঘ) procession - মিছিল বা শোভাযাত্রা।
এখানে শূন্যস্থান পূরণের সঠিক শব্দ হবে flow।
উদাহরণ:
The flow of traffic — যানবাহনের চলাচলের প্রবাহ।
সম্পূর্ণ বাক্য:
আপনার কাজ হবে যান চলাচল যেন বাধাহীনভাবে চলতে থাকে তা নিশ্চিত করা।
সূত্র: বাংলা একাডেমির সহজ অভিধান।

0
Updated: 2 months ago
My wife reminded me ____.
Created: 2 months ago
A
of my appointment
B
to go my appointment
C
to my appointment
D
my appointment
• শূন্যস্থান পূরণের সঠিক উত্তর: – of my appointment
সম্পূর্ণ বাক্য: My wife reminded me of my appointment.
• Remind someone of something/someone – এটি একটি বহুল ব্যবহৃত ফ্রেজাল ভার্ব।
ইংরেজি অর্থ:
কারো বা কোনো কিছুর মতো মনে হওয়া, যা কাউকে অন্য কিছু বা কাউকে স্মরণ করিয়ে দেয়।
বাংলা অর্থ:
স্মরণ করিয়ে দেওয়া বা মনে করিয়ে দেওয়া।
উদাহরণ:
Your hair and eyes remind me of your mother.
(তোমার চুল ও চোখ আমাকে তোমার মায়ের কথা মনে করিয়ে দেয়।)
তথ্যসূত্র:
১. সহজ অভিধান – বাংলা একাডেমি
২. কেমব্রিজ ডিকশনারি

0
Updated: 2 months ago