Let us beging by looking at the minutes of the meeting. Here the underlined word means-
A
time record
B
time frame
C
written record
D
written analysis
উত্তরের বিবরণ
Minutes (মিনিটস)
English Meaning: A written record of what was said during a meeting.
Bangla Meaning: কোনও বৈঠকে বলা কথার বা দেওয়া নির্দেশ, মন্তব্য ও মতামতের লিখিত রেকর্ড; দাপ্তরিক লেখ্যপ্রমাণ।
Example Sentences:
-
Harry will take the minutes.
-
Let us begin by looking at the minutes of the meeting.
Source: Accessible Dictionary by Bangla Academy & Oxford Learner’s Dictionary
“Minutes” বলতে বোঝায় সেই লিখিত নথি যা বৈঠকে আলোচিত বিষয়, মন্তব্য বা সিদ্ধান্তগুলো সংরক্ষণ করে। এটি মূলত অফিসিয়াল বা প্রশাসনিক ব্যবহারের জন্য তৈরি হয়।

0
Updated: 1 month ago
A chart was appended to the report. Here 'appended' means-
Created: 1 month ago
A
changed
B
removed
C
joined
D
shortened
শব্দ: Append (ক্রিয়া, পারস্পরিক নয়)
ইংরেজি অর্থ: কোনো লেখা বা নথির শেষে কিছু যোগ করা।
বাংলা অর্থ: লেখায় বা নথিতে সংযুক্ত করা; (কোনো কিছু) পরিশেষে যোগ করা।
উদাহরণ: The results of the survey are appended to this chapter.
(বাংলা: জরিপের ফলাফলটি এই অধ্যায়ের সাথে সংযুক্ত করা হয়েছে।)
প্রশ্নের বিকল্পগুলোর অর্থ:
-
ক) changed: পরিবর্তিত বা ভিন্ন করা; অন্য কিছু দিয়ে পরিবর্তন করা।
-
খ) removed: সরানো বা বাদ দেওয়া।
-
গ) joined: দুটি জিনিসকে মিলিয়ে সংযুক্ত করা।
-
ঘ) shortened: ছোট বা সংক্ষিপ্ত করা।
ব্যাখ্যা:
যদি বলা হয় “A chart was appended to the report,” এখানে appended শব্দের অর্থ হচ্ছে “joined” বা সংযুক্ত করা। অর্থাৎ, একটি চার্ট রিপোর্টের শেষে যোগ করা হয়েছে।
সূত্র: Accessible Dictionary, Bangla Academy, Oxford Learner's Dictionary.

0
Updated: 1 month ago
"Read between the lines" এর অর্থ কী?
Created: 1 month ago
A
To analyze the grammar of the text
B
To enjoy reading silently
C
To understand the hidden meaning
D
To read the lines in reverse order
"Read between the lines" → To understand the hidden meaning
-
English Meaning: Look for or discover a meaning that is implied rather than explicitly stated.
-
Bangla Meaning: ভাল করে পড়ে অন্তর্নিহিত অর্থ বুঝে নেওয়া।
Example Sentence:
-
Read between the lines, so that you won't miss anything important.
-
Bangla Meaning: মনোযোগের সাথে অধ্যয়ন করে অন্তর্নিহিত অর্থ বোঝবার চেষ্টা করো, যেন গুরুত্বপূর্ণ কিছু তোমার কাছ থেকে ছুটে না যায়।
Source: Live MCQ Lecture

0
Updated: 1 month ago
What is the meaning of the expression 'bottom line'?
Created: 4 months ago
A
The final step
B
The end of a road
C
The last line of a book
D
The essential point
Bottom line
English Meaning: The key or most important point in a given context or situation.
Bangla Meaning: মূল বা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়।
Example Sentence: The bottom line is that we need another ten thousand dollars to complete the project.
Bangla Translation: আসল কথা হলো, এই প্রকল্পটি শেষ করতে আমাদের আরও দশ হাজার ডলার প্রয়োজন।
So, the meaning of the phrase 'Bottom line' is: The core or essential point.
Source: Live MCQ Lecture

0
Updated: 4 months ago