A
Dylan Thomas
B
Ezra Pound
C
W. H. Auden
D
W.B. Yeats
উত্তরের বিবরণ
‘The Lake Isle of Innisfree’ এবং W.B. Yeats
‘The Lake Isle of Innisfree’
-
এই কবিতাটি লিখেছেন আইরিশ কবি W.B. Yeats।
-
কবিতাটি মোট ১২ লাইনের।
-
Innisfree হলো আয়ারল্যান্ডের একটি শান্ত ও নৈসর্গিক দ্বীপ।
-
কবিতায় কবি শহরের কোলাহল ও ব্যস্ত জীবনের ক্লান্তি থেকে মুক্তি পেতে, গ্রামের শান্ত পরিবেশে যাওয়ার আকাঙ্ক্ষা প্রকাশ করেছেন।
William Butler Yeats (1865-1939)
-
তিনি একজন আইরিশ কবি ও নাট্যকার, যাকে আইরিশ জাতীয় কবি (National Poet of Ireland) বলা হয়।
-
২০শ শতাব্দীর আইরিশ সাহিত্য ও সংস্কৃতির পুনর্জাগরণের একজন প্রধান পথিকৃত ছিলেন।
-
তাঁর সাহিত্যকর্মে প্রায়শই প্রতীকবাদ (Symbolism) এবং মায়াবাদ (Mysticism) দেখা যায়।
-
আয়ারল্যান্ডের ঐতিহ্য ও রাজনীতির সঙ্গে তার লেখা গভীরভাবে প্রভাবিত।
-
জন্মভূমির প্রতি তার ভালোবাসা তার কবিতায় স্পষ্ট।
-
তিনি ১৯২৩ সালে সাহিত্যে নোবেল পুরস্কার প্রথম আইরিশ হিসেবে পান।
-
তিনি Abbey Theatre প্রতিষ্ঠা করেন, যা আইরিশ ন্যাশনাল থিয়েটার হিসেবেও পরিচিত, এবং মৃত্যুর আগ পর্যন্ত এর পরিচালক ছিলেন।
প্রধান কবিতাসমূহ:
-
The Lake Isle of Innisfree
-
The Wild Swans at Coole
-
The Tower
-
The Winding Stair and Other Poems
-
The Second Coming
-
Sailing to Byzantium
-
Among School Children
-
A Prayer for My Daughter
-
When You Are Old
-
Easter 1916
-
September 1919
-
The Wanderings of Oisin
-
Leda and The Swan
-
The Cat and the Moon, ইত্যাদি।
প্রধান নাটকসমূহ (Plays):
-
At the Hawk’s Well
-
The Resurrection
-
The Only Jealousy of Emer
-
The Dreaming of the Bones
-
Four Plays for Dancers
-
Calvary
-
Cathleen ni Houlihan
-
The Countess Cathleen, ইত্যাদি।
প্রোস (Prose) লেখা:
-
A Vision
-
Celtic Twilight (essay), ইত্যাদি।
উৎস: Britannica, Live MCQ Lecture

0
Updated: 1 week ago
Who is the author of the play "Riders to the Sea"?
Created: 1 week ago
A
John Millington Synge
B
Dylan Thomas
C
Rudyard Kipling
D
Joseph Conrad
• The author of the play "Riders to the Sea" is – John Millington Synge.
• Riders to the Sea
-
One-act play by John Millington Synge
-
লেখা ১৯০৩ সালে, মঞ্চস্থ ১৯০৪ সালে
-
সমালোচকদের মতে, dramatic literature এর অন্যতম শ্রেষ্ঠ one-act play
-
কেন্দ্রীয় চরিত্র: Maurya
• Summary
-
নাটকটি আরান দ্বীপের জীবনচিত্র তুলে ধরে।
-
Maurya সমুদ্রের প্রতি ভয় ও শোকের সম্মুখীন হন।
-
পরিবারের বহু সদস্য, বিশেষ করে পুত্ররা, সমুদ্রের তীব্রতা ও অনিশ্চয়তার কারণে হারিয়ে যায়।
-
মানুষের দুর্বলতা এবং প্রকৃতির অসীম শক্তির মাঝে সংঘটিত সংঘর্ষ দেখানো হয়।
-
প্রতিটি ক্ষতি ও বিচ্ছেদের মধ্যে মৃত্যুর অনিবার্যতা স্পষ্ট।
• John Millington Synge (1871 - 1909)
-
Irish dramatist
• Famous Works
-
In the Shadow of the Glen (1903)
-
Riders to the Sea (1904)
-
The Well of the Saints (1905)
-
The Playboy of the Western World (1907)
-
The Tinker’s Wedding (1907)
-
Deirdre of the Sorrows (1910)
Source: An ABC of English Literature – Dr. M Mofizar Rahman, Britannica

0
Updated: 1 week ago
Who of the following writers was not a novelist?
Created: 3 weeks ago
A
Charles Dickens
B
W.B. Yeats
C
James Joyce
D
Jane Austen
English
Irish writers in english
The Modern Period (1901-1939)
William Butler Yeats (1865-1939)
বিসিএস
• W.B. Yeats কোনো উপন্যাসিক নন
উল্লিখিত অপশনগুলোর মধ্যে W.B. Yeats একজন কবি, নাট্যকার ও সাহিত্য সমালোচক। তিনি কখনোই উপন্যাস লিখেননি।
অন্যদিকে, Charles Dickens, James Joyce ও Jane Austen – এই তিনজনই বিখ্যাত ঔপন্যাসিক (novelist) ছিলেন।
W.B. Yeats
W.B. Yeats ছিলেন একজন আইরিশ কবি ও নাট্যকার। অনেকেই তাকে আয়ারল্যান্ডের জাতীয় কবি (National Poet) হিসেবে গণ্য করেন।
তার লেখাগুলো আয়ারল্যান্ডের সংস্কৃতি, ইতিহাস এবং রাজনীতির প্রভাব বহন করে।
নিজ দেশের প্রতি গভীর ভালোবাসা ও আবেগ তার কবিতায় ফুটে উঠেছে।
তিনি সাহিত্যে অসাধারণ অবদানের জন্য ১৯২৩ সালে নোবেল পুরস্কার লাভ করেন, যা তাকে প্রথম আইরিশ লেখক হিসেবে এই সম্মান এনে দেয়।
• W.B. Yeats-এর বিখ্যাত কিছু কবিতা
-
No Second Troy
-
A Prayer for My Daughter
-
The Tower
-
Sailing to Byzantium
-
The Second Coming
-
Easter 1916
-
The Man Who Dreamed of Fairyland
-
The Stolen Child
-
The Lake Isle of Innisfree
-
September 1913
-
An Irish Airman Foresees His Death
• তার রচিত কিছু জনপ্রিয় নাটক
-
The Countess Cathleen
-
The Hour Glass
-
The Only Jealousy of Emer
-
The Dreaming of the Bones
-
Calvary
-
At Hawk's Well
তথ্যসূত্র: Britannica

0
Updated: 3 weeks ago
Which of the following is written by an Irish dramatist?
Created: 1 week ago
A
Pride and Prejudice
B
How to Cook Beans
C
The Cocktail Party
D
Mrs. Warren’s Profession
Mrs. Warren’s Profession
Playwright: George Bernard Shaw (Irish dramatist)
-
Mrs. Warren’s Profession হলো George Bernard Shaw রচিত একটি নাটক।
-
এটি একটি ৪ অঙ্কের নাটক।
-
নাটকটি লেখা হয় ১৮৯৩ সালে এবং প্রকাশিত হয় ১৮৯৮ সালে।
-
সরকারি সেন্সরের কারণে এটি মঞ্চস্থ হয়নি ১৯০২ সাল পর্যন্ত।
-
নাটকের মূল বিষয়বস্তু: organized prostitution।
Summary
নাটকটি মূলত Kitty Warren ও তার মেয়ে Vivie Warren-এর সম্পর্ককে কেন্দ্র করে।
-
Mrs. Kitty Warren একজন প্রাক্তন যৌনকর্মী, যিনি পরবর্তীতে একটি যৌন ব্যবসার মালিক হয়ে ওঠেন।
-
Vivie একজন শিক্ষিত, স্বাধীনচেতা তরুণী, যে মায়ের অতীত ও বর্তমান পেশার কথা জেনে হতবাক হয়।
-
Mrs. Warren ব্যাখ্যা দেন যে আর্থিক প্রয়োজনীয়তা তাকে এই পথে এনেছিল।
-
Vivie তার মায়ের সাহসিকতাকে সম্মান করলেও মায়ের ব্যবসা চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত মেনে নিতে পারে না।
-
অবশেষে Vivie তার মায়ের সঙ্গে সম্পর্ক ছিন্ন করে।
-
নাটকটি সামাজিক সমালোচনা, অর্থনৈতিক বাস্তবতা এবং নারীর স্বাধীনতার প্রশ্ন উত্থাপন করে।
Main Characters
-
Vivie Warren
-
Kitty Warren (Mrs. Warren)
-
Frank Gardner
-
Praed
-
Sir George Crofts
-
Reverend Sam Gardner
-
Liz
G. B. Shaw (1856–1950)
-
পূর্ণ নাম: George Bernard Shaw।
-
তিনি ছিলেন Modern Period-এর একজন বিশিষ্ট নাট্যকার ও সাহিত্য সমালোচক।
-
Shaw একজন Irish dramatist।
-
তিনি ১৯২৫ সালে নোবেল পুরস্কার লাভ করেন।
Famous Plays of G. B. Shaw
-
Pygmalion (Romantic play)
-
Major Barbara (Social satire)
-
Mrs. Warren’s Profession
-
Arms and the Man (Romantic comedy)
-
Heartbreak House
-
Caesar and Cleopatra (play/tragedy)
-
Man and Superman (Comedy play)
-
The Doctor’s Dilemma (satirical play, Epilogue)
-
St. Joan of Arc
Other Works (for reference)
-
Pride and Prejudice – novel by Jane Austen (English novelist)
-
How to Cook Beans – unfinished book by Syed Waliullah (Bengali writer)
-
The Cocktail Party – play by T. S. Eliot (American-English poet & playwright)
Sources:
-
Britannica
-
SparkNotes

0
Updated: 1 week ago