Being fat does not necessarily kill you, but it _____ the risk that you will suffer from nasty diseases.
A
increases
B
emphasizes
C
encourages
D
involves
উত্তরের বিবরণ
প্রদত্ত চারটি অপশন হলো –
-
ক) increases – বৃদ্ধি করা, বাড়ানো
-
খ) emphasizes – জোর দেওয়া, গুরুত্ব আরোপ করা
-
গ) encourages – উৎসাহিত করা, সাহস দেওয়া
-
ঘ) involves – অন্তর্ভুক্ত করা বা অপরিহার্য অংশ হিসেবে জড়িত থাকা
বাক্যটি হচ্ছে:
"Being fat does not necessarily kill you, but it ___ the risk that you will suffer from nasty diseases."
এখানে বাক্যের অর্থ অনুযায়ী শূন্যস্থানে এমন একটি শব্দ দরকার যা বোঝাবে যে মোটা হওয়ার ফলে “ঝুঁকি জড়িত থাকে”। সেক্ষেত্রে সঠিক শব্দ হলো involves।
পূর্ণ বাক্য ও বাংলা অর্থ:
-
Complete Sentence: Being fat does not necessarily kill you, but it involves the risk that you will suffer from nasty diseases.
-
বাংলা অর্থ: মোটা হওয়া অবশ্যই আপনাকে মেরে ফেলবে না, তবে এর ফলে নানা ভয়ানক রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি থাকে।
উৎস: Collins Dictionary

0
Updated: 1 month ago
_____ amazing song haunted me for a long time.
Created: 1 month ago
A
These
B
Those
C
Thus
D
That
সঠিক উত্তর: That
পূর্ণ বাক্য: That amazing song haunted me for a long time.
বিস্তারিত ব্যাখ্যা:
-
এখানে song একটি একবচন (singular) গণনাযোগ্য (countable) noun।
-
একবচন noun-এর আগে একবচন নির্দেশক (singular determiner) that ব্যবহার করা হয়।
-
যদি noun বহু বচন (plural) হতো, যেমন songs, তাহলে নির্দেশক হিসেবে those ব্যবহৃত হতো।
Determiner কি এবং কেন ব্যবহার হয়:
-
Determiner হলো এমন একটি শব্দ যা noun-এর আগে আসে এবং সেটির সুনির্দিষ্টতা বা অস্পষ্টতা বোঝায়।
-
এটি noun কে সম্পূর্ণ বা আংশিকভাবে modify করতে পারে, তবে মূল উদ্দেশ্য হলো noun কে determine করা, অর্থাৎ সেটিকে নির্দিষ্ট বা অনির্দিষ্ট হিসেবে চিহ্নিত করা।
উৎস: Azar, B. S. (2020). Understanding and Using English Grammar. 5th Edition. Pearson.

0
Updated: 1 month ago
Select the right word. He ran fast lest he _______ miss the train.
Created: 2 months ago
A
can
B
should
C
could
D
has
• শূন্যস্থানে সঠিক উত্তর টি হবে - should.
- Complete sentence: He ran fast lest he should miss the train.
• Lest এর পরের Clause এ Should/ might/ be বসে।
- শব্দটি মূলত: একটি Conjunction - যার অর্থ পাছে বা সেই ভয়ে।
- Lest negative অর্থ প্রদান করে, এ কারণে Lest যুক্ত বাক্যে কখনো no/not/never বসে না
- Lest এরপর subject থাকলে এর should পূর্বে বসাতে হয়।
• Structures:
- Lest + 1st subject + should/might + base form + complement.
- Lest + 1st subject + should/might/be + be + V3 + complement.
• Few Examples:
- Work hard lest you should fail.
- He walked fast lest he should miss the train.
- Hesitant to speak out lest he be fired.

0
Updated: 2 months ago
They travelled to Savar __________.
Created: 2 months ago
A
on foot
B
by walking
C
on their feet
D
by foot
• শূন্যস্থান পূরণের সঠিক উত্তর: on foot
-
সম্পূর্ণ বাক্য: They travelled to Savar on foot.
• on foot মানে কী?
-
on foot মানে হলো পায়ে হেঁটে।
-
যখন কেউ হাঁটতে হাঁটতে কোথাও যায়, তখন আমরা on foot বলি।
• উদাহরণ:
-
পায়ে হেঁটে যেতে প্রায় ৩০ মিনিট লাগে, আর গাড়িতে মাত্র ১০ মিনিট।
(It takes about 30 minutes on foot, or 10 minutes by car.) -
আমার বন্ধু সব সময় হেঁটে বাসায় যায়।
(My friend always goes home on foot.)

0
Updated: 2 months ago