Being fat does not necessarily kill you, but it _____ the risk that you will suffer from nasty diseases.
A
increases
B
emphasizes
C
encourages
D
involves
উত্তরের বিবরণ
প্রদত্ত চারটি অপশন হলো –
-
ক) increases – বৃদ্ধি করা, বাড়ানো
-
খ) emphasizes – জোর দেওয়া, গুরুত্ব আরোপ করা
-
গ) encourages – উৎসাহিত করা, সাহস দেওয়া
-
ঘ) involves – অন্তর্ভুক্ত করা বা অপরিহার্য অংশ হিসেবে জড়িত থাকা
বাক্যটি হচ্ছে:
"Being fat does not necessarily kill you, but it ___ the risk that you will suffer from nasty diseases."
এখানে বাক্যের অর্থ অনুযায়ী শূন্যস্থানে এমন একটি শব্দ দরকার যা বোঝাবে যে মোটা হওয়ার ফলে “ঝুঁকি জড়িত থাকে”। সেক্ষেত্রে সঠিক শব্দ হলো involves।
পূর্ণ বাক্য ও বাংলা অর্থ:
-
Complete Sentence: Being fat does not necessarily kill you, but it involves the risk that you will suffer from nasty diseases.
-
বাংলা অর্থ: মোটা হওয়া অবশ্যই আপনাকে মেরে ফেলবে না, তবে এর ফলে নানা ভয়ানক রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি থাকে।
উৎস: Collins Dictionary

0
Updated: 1 week ago
_____ is not the only thing that tourists want to see.
Created: 1 month ago
A
A scenery
B
Sceneries
C
The sceneries
D
Scenery
Scenery (স্নেরি) — বিশেষ্য
ইংরেজিতে অর্থ: প্রাকৃতিক পরিবেশের সাধারণ চেহারা, বিশেষত যখন তা মনোরম ও সুন্দর হয়।
বাংলায় অর্থ: কোনো অঞ্চলের স্বাভাবিক পরিবেশ বা দৃশ্যাবলী, যা নৈসর্গিক সৌন্দর্যে ভরপুর।
→ Scenery একটি অপরিমেয় (uncountable) বিশেষ্য, তাই এর শেষে সাধারণত কোনো বহুবচন সূচক s বা es যুক্ত হয় না, এটি সর্বদা একবচন আকারে ব্যবহৃত হয়।
→ অপরিমেয় বিশেষ্যগুলো সাধারণত সর্বদা একবচন হিসেবে গণ্য হয় এবং plural আকারে ব্যবহার হয় না।
→ এই ধরনের শব্দের আগে সাধারণত article (a, an) বা সংখ্যাবাচক শব্দ ব্যবহার করা হয় না।
উদাহরণ বাক্য:
Scenery is not the sole element that determines tourists’ preferences for holiday destinations.
তথ্যসূত্র:
১. Cambridge Dictionary
২. Accessible Dictionary by Bangla Academy

0
Updated: 1 month ago
He advised me __ smoking.
Created: 1 month ago
A
giving up
B
to give up
C
in giving up
D
from giving up
🔹 To-Infinitive ব্যবহারের নিয়ম:
👉 কিছু কিছু verb আছে যেগুলোর পরে যদি কোনো object ব্যবহৃত হয়, তাহলে এরপরে to-infinitive (to + verb) ব্যবহার করতে হয়।
এই ধরনের verb হলো:
-
advise
-
remind
-
allow
-
permit
-
recommend
-
encourage
-
forbid ইত্যাদি।
উদাহরণ:
-
She advised me to give up smoking.
-
Rahim reminded me to take medicine.
-
The manager allowed us to leave work early.
-
He forbade his students to use their phones.
-
The park permits visitors to bring food.
-
She encouraged her friend to pursue her dreams.
🔹 কিন্তু যদি উপরের verb-গুলোর পর object না থাকে, অর্থাৎ verb-এর পরে সরাসরি আরেকটি verb আসে, তাহলে সেই ক্ষেত্রে gerund (verb + ing) ব্যবহৃত হয়।
উদাহরণ:
-
They allow fishing here.
-
I would advise taking out some insurance.
🔹 অনুশীলন:
-
Complete the sentence:
He advised me __ smoking.
✅ Correct Answer: to give up

0
Updated: 1 month ago
The parents became extremely__when their son had not returned by eleven o'clock.
Created: 1 month ago
A
angry
B
annoyed
C
disturbed
D
anxious
• সম্পূর্ণ বাক্য: যখন তাদের ছেলে এগারোটা বাজে বাড়ি ফিরে আসেনি, তখন বাবা-মা অত্যন্ত উদ্বিগ্ন হয়ে পড়েন।
• অপশনে দেওয়া শব্দগুলোর অর্থ:
-
anxious – উদ্বিগ্ন; চিন্তিত
-
angry – রাগান্বিত; উত্তেজিত
-
annoyed – বিরক্ত; বিরক্তিকর
-
disturbed – বিঘ্নিত; মনঃস্তাবে অশান্ত
• অতএব, বাক্যের অর্থের সঠিক অনুবাদ ও প্রসঙ্গ অনুসারে শূন্যস্থান পূরণে ‘anxious’ শব্দটি ব্যবহার করলে বাক্যটি যথার্থ ও সম্পূর্ণ হয়।
-
সম্পূর্ণ বাক্য: The parents became extremely anxious when their son had not returned by eleven o'clock.
-
বাংলায় অর্থ: এগারোটা নাগাদ ছেলে ফিরে না আসায় বাবা-মা খুব উদ্বিগ্ন হয়ে পড়েন।
সূত্র: Merriam-Webster Dictionary, Accessible Dictionary, Bangla Academy

0
Updated: 1 month ago